একদল পাতি হাঁসেদের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি ❤️

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো একদল পাতি হাঁসেদের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি । আশা করছি আপনাদের ভালো লাগবে।

গ্রাম অঞ্চলের প্রায় মানুষের বাড়িতেই পাতি হাঁস পালন করে।পাতি হাঁস থেকে ডিম পেয়ে থাকে এবং সেই ডিম বিক্রি করে টাকা পেয়ে থাকেন এবং ডিম নিজেদের পুষ্টির চাহিদা মিটিয়ে থাকে।

হাঁসেদের মাংস খুবই সুস্বাদু ও অনেকেরই পছন্দের। আমিও হাঁসের মাংস পছন্দ করি।আমার বাবার বাড়িতে বড়ো পুকুর আছে জন্য অনেক হাঁস পালন করে থাকে।বাবার বাড়িতে হাঁস পালনের প্রধান কারণ হাঁসের মাংস খাওয়া। হাঁসের মাংস খেতে ও হাঁসের ডিম খেতেই মুলতো হাঁস পালন করা।

একবার বাড়িতে গিয়ে দেখি খুবই সুন্দর ছোট ছোট হাঁসের বাচ্চা কিনেছে।বাড়িতে হাঁসের বাচ্চা নিয়ে আসে বিক্রেতা আর সেজন্য সবাই কিনতে পারে সহজেই।

কিছুদিন আগে বাড়িতে গিয়ে দেখি সেই ছোট ছোট হাঁসের বাচ্চা গুলো কি চমৎকার সুন্দর বড়ো বড়ো হয়েছে। দেখতে দারুণ লাগছে হাঁস গুলো।দলবেঁধে বাড়িতে আসে খেতে এবং এক গামলা ভর্তি ধান খেয়ে চলে যায় আবার পুকুরে।

হাঁসের দলে কয়েকটি সাদা হাঁস আছে যা খুবই সুন্দর। যে কেউ দেখলে সেই সাদা হাঁসের প্রেমে পড়ে যাবে। এতোটা ধবধবে সাদা যা দেখলে মনটা ভরে যায়। হাঁস যেহেতু পুকুরে জলে থাকে সেজন্য মনে হয় এতো সাদা। সব সময় স্নান করে বলে মনে হয় ধবধবে সাদা হাঁস।

আমি হাঁসের যখন বাচ্চা ছিলো তখনো গিয়ে ফটোগ্রাফি করেছিলাম আর এখন হাঁস গুলো বড়ো হয়েছে এখনো ফটোগ্রাফি করেছি।
আমার তো হাঁসের ছোট বেলা ও বড়ো বেলা দু সময়ে খুবই ভালো লেগেছে। আপনাদেরও আমার করা ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি গুলো ভালো লাগবে নিশ্চয়ই।

তো চলুন দেখা যাক পাতি হাঁসেদের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি

InShot_20250602_123134155.jpg

IMG20250518181313.jpg

IMG20250518181232.jpg

ইউটিউব লিঙ্ক

এই ছিলো আমার আজকের সুন্দর একদল পাতি হাঁসেদের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন নতুন পোষ্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20250528_103938.png

IMG_20250528_103912.png

Sort:  
 last month 

একদল পাতি হাঁসেদের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি শেয়ার করেছেন।অসাধারণ ফটোগ্রাফি! পাতি হাঁসগুলোর রঙ ও প্রকৃতির সাথে মিশে থাকার দৃশ্য খুব সুন্দর ক্যাপচার করেছেন।ভিডিওটি দারুণ হয়েছে! হাঁসগুলোর স্বাভাবিক আচরণ ও চলাফেরা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ আপু আপনাকে

 last month 

বাহ আপনি দেখছি হাঁসের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করেছেন। তবে আমাদের এদিকেও গ্রামাঞ্চলে হাঁস অনেককে লালন পালন করে। আর হাঁস বিক্রেতা আমাদের এদিকেও বাড়িতে এসে হাস বিক্রি করে এ কারণে সুবিধা হয়। এবং আপনি ছোট থাকতে ফটোগ্রাফি করেছেন হাঁসের এবং বড় হওয়ার পরও ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ ফটোগ্রাফি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।