নাটক রিভিউ || বিক্রিত জিনিস ফেরত নহে

in আমার বাংলা ব্লগlast month

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে বিকৃত জিনিস ফেরত নহে। এই নাটকের মধ্যে যে নায়ক ও নায়িকা রয়েছে তাদের নাটক আমার সবসময় ভালো লাগে। তাদের জুটি অনেক সুন্দর হয়ে থাকে। মাঝে মধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি ও বাংলা ডাবিং করা মুভি অনেক দেখা হতো, অনেক খেলাধুলাও করা হতো তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না৷ তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



maxresdefault.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে


নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ


নাটকবিকৃত জিনিস ফেরত নহে
পরিচালকতাইফুর জাহান আশিক
অভিনয়মোশাররফ করিম, রুবিনা রেজা জুই সহ আরো অনেকে
দেশবাংলাদেশ
ভাষাবাংলা ভাষা
প্লাটফর্মইউটিউব
দৈর্ঘ্য৩৯ মিনিট ১২ সেকেন্ড
মুক্তির তারিখ১৬ আগষ্ট ২০২৪


নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ


Screenshot_20241103_142248_YouTube.jpg

Screenshot_20241103_142302_YouTube.jpg

Screenshot_20241103_142313_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

আজকে আমি আপনাদের মাঝে খুবই সুন্দর একটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম। আশা করি আজকের যে নাটকের রিভিউ আমি আপনাদের মাঝে শেয়ার করব সেটি আপনাদের অনেক ভালো লাগবে৷ এই নাটকের মধ্যে আপনারা যখন সবকিছু দেখে নিবেন তখন এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন৷ প্রথমে নাটকটি শুরু হয়ে যাবে৷ এখানে নায়ক এবং নায়িকাকে দেখানো হয়৷ নায়িকা ছিল একজন বোবা৷ নায়ক তার শ্বশুর বাড়িতে আসছিল নায়িকাকে নিয়ে। সে বলছিল যে নায়িকাকে আর তার বাসায় সে রাখতে পারবেনা৷ সে নায়িকাকে এখানেই দিয়ে যাবে৷ তবে নায়িকা তাকে অনেক বেশি ভালোবাসতো৷ নায়িকা কোন ভাবে তাকে ছেড়ে যেতে চায়না এবং সবসময় তার সাথে থাকার চেষ্টা করে।

এর পরবর্তীতে নায়ক নায়িকাকে তাদের বাসায় নিয়ে আসে৷ নায়িকার বাসায় আসার পরে যখন নায়িকার পরিবার তাকে দেখতে পায় তখন তারা তাকে জিজ্ঞাসা করতে থাকে যে তারা এখন এখানে কেন এসেছে৷ সে এখানে তাকে রেখে চলে যাচ্ছে কেন৷ তখন নায়িকার বাবা একটি সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়ে থাকেন এবং সেখানে লেখা ছিল এই নাটকটিতে যে নাম রয়েছে সেটি৷ এর পরবর্তীতে নায়িকাকে সেখানে নায়ক জোর করে রেখে দিতে চায়। তবে নায়িকা কোনভাবেই নায়ককে ছেড়ে থাকতে চায়না৷ নায়ক নায়িকার কাছ থেকে কিছুই পায়নি৷ নায়িকার পরিবারের কাছ থেকেও সে কিছুই পায়নি৷ তাই সে নায়িকাকে তাদের কাছে রাখতে চায়। নায়ক নায়িকাকে তার বাবার বাড়িতে দিয়ে আসে৷ যখন নায়িকা তার সাথে চলে যেতে থাকে তখন নায়িকাকে সেখানে বাসার সাথে দড়ি দিয়ে বেঁধে রাখে নায়ক।



Screenshot_20241103_142322_YouTube.jpg

Screenshot_20241103_142333_YouTube.jpg

Screenshot_20241103_142340_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

নায়ক নায়িকাকে তার বাবার বাসায় দিয়ে আসার মূল কারণ হচ্ছে নায়িকাকে যখন তারা বিয়ে দিচ্ছিলেন তখন সেখানে বলা হয়েছিল যে নায়ককে তারা যৌতুকের টাকা দিয়ে দিবে৷ সে টাকা গুলো দিয়ে নায়ক ব্যবসা করার কথা ছিল৷ তবে শেষ পর্যন্ত অনেক সময় অপেক্ষা করার পরেও যখন নায়িকার পরিবার নায়ককে টাকা দিতে পারেনি তখন সেখানে নায়ক আর সহ্য করতে না পেরে নায়িকাকে তাদের বাসায় এনে দেয়৷ তখন নায়ক এবং নায়কের শ্বশুরের সাথে যখন শেষ পর্যন্ত কথাবার্তা চলতে থাকে তখন তাদের দুজনের হিসাব করার কথা হয়৷ নায়ক বলতে থাকে যে সে এতদিন এত টাকা এখানে ইনভেস্ট করেছে সেগুলো যেন তাকে ফিরিয়ে দেওয়া হয়৷ একই সাথে নায়িকার বাবা বলতে থাকে সেও ইনভেস্ট করেছে সেগুলোরও হিসাব করতে হবে।

তাই তারা সবাই মিলে এক জায়গায় অবস্থান করে৷ একসাথে সবাই মিলে বসে হিসাব করার জন্য । তখন নায়ক তার হিসাব দিতে থাকে। সে বিভিন্ন ধরনের হিসাব দিয়ে এখানে অনেক টাকার হিসাব দাঁড় করায়৷ একইসাথে নায়ক তার হিসেব করে এবং নায়িকার বাবা সবকিছু মুখস্ত হিসাব করেন৷ তিনি এমনভাবে এখানে হিসাব করছিল তখন সেই টাকাগুলো নায়কের থেকে একটু বেশি হয়ে গিয়েছিল। কারণ সেখানে নায়িকার বাবা অনেক চতুর মানুষ ছিলেন। তিনি এমনভাবে হিসাব করলেন যাতে করে নায়কের কাছ থেকে তিনি উল্টো টাকা পাওনা হয়ে যান৷ তাই সেখানে তাদের মধ্যে আবার অনেক ধরনের কথাবার্তা হতে থাকে৷ এর পরবর্তীতে নায়ক বাসা থেকে চলে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকে।


Screenshot_20241103_142425_YouTube.jpg

Screenshot_20241103_142454_YouTube.jpg

Screenshot_20241103_142527_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

এরপর নায়ক একটা ডেডলাইন দিয়েছিল যে সেই সময়ের মধ্যে তাকে টাকা দিয়ে দিতে হবে। তা নাহলে সে এখান থেকে পালিয়ে যাবে অথবা তাদের নামে কেস করে দিবে৷ তখন নায়িকার পরিবার আর কোন কিছুই ভাবতে পারেনা৷ কারণ তারা তাদের মেয়ের জন্য সবকিছুই করতে পারে৷ প্রথম থেকে শেষ পর্যন্ত তারা তাদের এই বোবা মেয়ের জন্য অনেক কিছুই করেছে৷ তাই তারা বসে বসে কথাবার্তা বলছিল যে তাদের যে সকল জায়গা জমি গুলো রয়েছে সেগুলো বিক্রি করে হলেও নায়ককে তারা টাকা দিয়ে দিবে। সেখানে তাদের ঘর বিক্রি করে দিতে হবে সে টাকাগুলো আয়োজন করার জন্য৷ তাই তারা যখন সেখানে সবাই মিলে একসাথে কথা বলছিল সেখানে নায়ক ছিল না৷ নায়ক বাইরে থেকে যখন আসছিল সে সবকিছু শুনে নেয়।

এর পরবর্তীতে সে যখন সেখানে সবকিছু শুনে তখন নায়ক বলে যে তাকে আর কোন টাকা দিতে হবে না৷ যদি তাদের ঘর বিক্রি করে দিতে হয় এবং জায়গা জমিগুলো বিক্রি করে নায়ককে টাকা দিতে হয় তাহলে তাকে কোন ধরনের টাকা দেওয়ার প্রয়োজন হবে না। কারণ নায়ক কিছুদিন আগে একটা সমস্যায় পড়েছিল এবং তার এখন অনেক বেশি টাকার প্রয়োজন৷ যদি টাকা না পায় তাহলে তাকে মানুষ মেরে ফেলবে। এখন সে এখান থেকে আর টাকা নেবে না৷ সে কোথাও চলে যাবে এবং সেখানে ভালো টাকা উপার্জন করে মানুষজনের ঋণ শোধ করে দিবে৷ সে যখন বাসা থেকে চলে যাচ্ছিল তখন নায়িকাও তার সাথে সাথে চলে যাচ্ছিল৷ কারণ নায়িকা তাকে অনেক বেশি ভালোবাসতো। নায়ক বলে যে যেহেতু বেশি ভালবাসে তাহলে দুজনেই একসাথে এখান থেকে চলে যাক।



নাটকের লিংক👇👇



ব্যক্তিগত মতামত


প্রথমে খুবই সুন্দরভাবে নাটকটি শুরু হয়ে যায়। নাটকের মধ্যে সবকিছু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়৷ এই নাটকের মধ্যে যখন এত সুন্দরভাবে সবকিছু শেয়ার করা হয় তা একেবারে ভিন্ন ধরনের ছিল। প্রথমে নায়িকা ও নায়ককে দেখানো হয়৷ তারা খুব ভালোভাবে তাদের সময় অতিবাহিত করছিল। তবে নায়িকা কথা বলতে পারত না৷ তবে নায়িকার কথাগুলো সবকিছুই নায়ক বুঝতে পারতো। নায়িকার এই কথাগুলো বুঝতে পারতো বলেই নায়িকা নায়ককে অনেক বেশি ভালোবাসতো৷ এর পরবর্তীতে যখন নায়িকাকে নায়ক তাদের বাবার বাসায় দিয়ে আসে, তখন সেখানে বিভিন্ন ধরনের ঝামেলা হতে থাকে৷ সেখানে নায়ক তার শ্বশুরবাড়ি থেকে টাকা আদায় করতে চায়৷ তবে সে কোনভাবেই টাকা আদায় করতে পারে না৷ তার শ্বশুরবাড়ির লোকেরা কোন ভাবেই তাকে টাকা দিতে রাজি ছিল না৷ কারণ তাদের কাছে টাকা থাকলে তো দিবে৷ এর পরবর্তীতে সেখানে নায়িকা বিভিন্ন ধরনের কথাবার্তা বলেও নায়িকাকে সেখানে রাখতে পারেনি৷ শেষ পর্যন্ত যখন নায়ক বলে যে তার টাকা লাগবেই লাগবে৷ তখন নায়িকার পরিবার ভাবে যে তাদের যে জায়গা জমিগুলো রয়েছে যেগুলো বিক্রি করে দিয়ে নায়ককে তারা টাকা দিয়ে দিবে৷ তবে যখন নায়ক এই কথাটি শুনে নেয়৷ তখন তারা অনেক বেশি কষ্ট পেতে থাকে৷ এর পরবর্তীতে যখন নায়ক বলে যে তার অনেক বড় ঋণের বোঝার কারণে সে এখন এখানে তাদের কাছে টাকা খুজছে৷ তখন সে বুঝতে পারে এবং এভাবেই নাটকটি শেষ হয়ে যায়৷ তারা দুজনে আবারও একসাথে চলে যায়৷ আসলে আমাদের বাস্তব জীবনে আমরা এমন ঘটনা দেখতে পাই৷ টাকার কারণে আমরা এরকম অনেক কিছুই করে ফেলি। টাকা না থাকার যে কষ্ট সেই বিষয়টিকে নাটকের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে।


আমার রেটিং


এই নাটকটিকে আমি ৯.৮/১০ দিলাম।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিনাটক রিভিউ
স্ক্রিনশট ক্রেডিট@bijoy1
ডিভাইসSamsung Galaxy M34 5g
লোকেশনফেনী,বাংলাদেশ

তো বন্ধুরা এই ছিল আমার আজকের নাটক রিভিউ। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা। তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

20240424_153132.jpg

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Posted using SteemPro

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আপনার সাপোর্ট পেয়ে অনেক বেশি খুশি হলাম।

🎉 Congratulations!

Your post has been upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

 last month 

অনেক অনেক ভালোবাসা রইল আমাকে সাপোর্ট করে পাশে থাকার জন্য।

 last month 

মোশারফ করিমের নাটক মানেই হলো বিনোদনের সেরা কমেডি। চমৎকার একটা নাটক রিভিউ করেছেন আপনি। নাটকের প্রত্যেকটা দৃশ্য এবং প্রেক্ষাপট খুবই আনন্দদায়ক এবং উল্লাস মুখর। সময় পেলে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করবো।

 last month 

সবসময় সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 last month 

এরকম সুন্দর সুন্দর নাটকগুলো দেখতে আমি অনেক বেশি পছন্দ করি। আর যখনই সময় পাই তখনই নাটক দেখার জন্য চেষ্টা করি। আজকে আপনি দারুন একটা নাটকের রিভিউ নিয়ে সবার মাঝে হাজির হয়েছেন। পুরো কাহিনীটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ রিভিউ টা শেয়ার করার জন্য।

 last month 

অনেক ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য পড়ে।

 last month 

মোশারফ করিমের নাটক গুলো দেখতে আমার কাছে বেশ ভালই লাগে। খুব সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। যদিও এ নাটকটি দেখা হয়নি তবে রিভিউ পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে সময় করে নাটকটি দেখার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

 last month 

অনেক সুন্দর ও গোছালো একটি মন্তব্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last month 

সময়ের কারণে যদিও নাটক খুব একটা দেখা হয় না, তবে রিভিউর মাধ্যমে নাটকের রিভিউ পোস্ট পড়ার জন্য চেষ্টা করি। এই নাটকের কাহিনীটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই আমি ভাবছি সময় পেলেই নাটকটা আমি দেখবো। আশা করছি আপনি প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর নাটকগুলো রিভিউ আমাদের মাঝে শেয়ার করে যাবেন। অনেক ধন্যবাদ এই নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

 last month 

অনেক ভালোই লাগছে আপনার এই মন্তব্য পড়ে।

 last month 

ভাইয়া আপনি অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।মোশাররফ করিমের নাটক গুলো দেখতে আমার অনেক ভালো লাগে।যদিও আমার মনে হচ্ছে এই নাটকটি আমি দেখিনি তবে সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করবো।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last month 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য৷