নাটক রিভিউ।। ধনী গরিবের লড়াই।। (পর্ব-১৫)
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
আমার আজকের ব্লগের বিষয় হচ্ছে নাটক রিভিউ।নাটকের নাম হচ্ছে ধনী গরিবের লড়াই।আশা করি আমার আজকের নাটক রিভিউ ব্লগ টি আপনাদের ভালো লাগবে। ।চুলুন শুরু করি তাহলে।
নাটকটির গুরুত্ববহ তথ্যসমূহ:
নাটকের নাম: | ধনী গরিবের লড়াই |
---|---|
পর্ব নং: | ১৫ |
পরিচালক: | ঈগল টিম |
প্রযোজক: | কচি আহমেদ |
অভিনয়: | ইফতিখার ইফতি, জান্নাতুল মাওয়া, রাফি, মায়া মিম, সহেলী কাকন, জাহাঙ্গীর ,লিপু মামা, সুমন ,রেজা ,মনি ,বৃষ্টি ,জেরিন ,পারভেজ ,ওয়াহিদ রহমান ,সুমন পাটোয়ারী সহ আরো অনেকে |
নাটকটির দৈর্ঘ্য: | ২২+মিনিট |
রচনা: | সোলায়মান |
সম্পাদনা: | অনিক ইসলাম |
ভাষা: | বাংলা |
দেশ: | বাংলাদেশ |
নাটকের নায়ক ইফতেখার ইফতি নাটকের মধ্যে
সোহাগ নামে পরিচিত আর নায়িকা জান্নাতুল মাওয়া রিমা নামে পরিচিত।
নাটকের এই পর্বের শুরুতেই দেখতে পাবেন রিমার মা এবং রিমার জামাই তথা সোহাগের রিক্সা চালক অবস্থায় রাস্তায় দুজনের সাথে সাক্ষাৎ হয়। সেই সাথে সোহাগের রিকশা চালানো দেখে রিমার ভাবি এবং মা সোহাগকে কঠিন অপমান করে এবং সেখান থেকে চলে যেতে বলে। এরপরে ড্রাইভারকে রিমার ভাই তথা রিপন মোড়ল দের পক্ষ নিয়ে মিথ্যা সাক্ষী দিতে বলে। কিন্তু ড্রাইভার তাতে রাজি হয় না। এজন্য ড্রাইভারকে রিপন অনেক রকম হুমকি দিতে থাকে।
এরই মাঝে একদিন মোড়ল বাড়ির বড় মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সোহাগের দুই বন্ধু তার দিকে তাকিয়ে ছিল। কিন্তু লাঠিয়াল তাদেরকে হুশিয়ার করা সত্ত্বেও তারা কথা শোনে না। এর জন্য লাঠিয়াল তাদের উপর মারতে যাওয়ায় সোহাগের দুই বন্ধু লাঠিয়াল কে ধরে মাটিতে শুয়ে দেয়। আর মোড়ল বাড়ির বড় মেয়েকে বলে মানুষকে ভালবাসতে শিখুন তাহলেই সম্মান পাবেন।এরপরে সুরুজ এবং তার চাচাতো ভাই মিলে ড্রাইভারকে তাদের পক্ষে সাক্ষী দেওয়ার বিষয় আলোচনা করছিল। তখনোই রিক্সা সহ সোহাগের সাথে তাদের দেখা হয়ে যায়। তখন তারা সোহাগকে হুমকি দিয়ে বলে যেন কেসটা তুলে নেয়। কিন্তু সোহাগ না বলে সেখান থেকে চলে যায়।
রিমার মা এবং ভাবী বাসায় এসে রাগে খচখচ করে বলতেছে রিমার জমাই তথা মোড়ল বাড়ির জমাই এখন রিক্সা চালায় সম্মান আর থাকলোনা।সোহাগের বাবা অসুস্থ অবস্থায় বাসায় বসে থাকে বাসায় কিছু না থাকায় সবাই না খেয়ে বসে ছিল সোহাগের বাসায় ফেরার জন্য।তারপর সুরুজের মা রিমার জামাইয়ের রিক্সা চালানোর কথা শুনে রান্না করে রিমার বাসা নিয়ে আসার পথে আবার ছোট বউয়ের সাথে দেখা হয়ে যায়।আবার ঐ দিক মাস্টার মশাই কে সুলতানা আবার বিপাকে ফেলে ছোট মোড়ল কে দিয়ে শাসিয়ে নেয়।
এরপরে সুরুজের মা সোহাগের বাসায় গিয়ে খাবার দিয়ে আসে রিমার হাতে।সেই সাথে দু হাজার টাকাও দিয়ে আসে আর বলে যে করেই হোক এই মামলা জিততেই হবে।মোড়লদের একটা শিক্ষা দিতে হবে।এরপর সন্ধ্যার দিকে সোহাগ বাসায় এসে খরচের ব্যাগ হাতে করে।আসতেই রিমার চাচি বাসায় আসার কথা বলে সোহাগ কে। এদিকে রিমার চাচী যখন বাসায় পৌছায় তখন সবাই তাকে ধরে বলে , বলো কোথায় গেছিলে ভাত নিয়ে? তখন বলে সত্যটা।তারপর এটাও বলে যে তোরা এই মামলা হাইরা জাবি।তারপরের অংশ জানতে চাইলে নাটকটা দেখতে হবে।
নাটকের এই পর্বকে নিয়ে আমার মন্তব্য:-
নাটকের এই পর্ব নিয়ে আমার মন্তব্য এটুকুই যে,মানুষ যতই ক্ষমতার দাপট দেখিয়ে অন্য মানুষদের মুখ বন্ধ করে রাখুন না কেনো,সময় সুজুগ অনুযায়ী সত্যটা বের হয়ে আসবে অসত্য পরাজিত আর সত্যের জয় হবেই।আর মিথ্যা যতই ক্ষমতাধর হোকনা কেনো সেখানে সত্যময় মানুষরা থাকবেই।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/mdetshahidislam/status/1953849469948100806?t=zDkf5o5Xs-GiTRkKzQzbnA&s=19
https://x.com/mdetshahidislam/status/1953848457900466607?t=J6nXLwBPDvaJoQMTKd_dVg&s=19
https://x.com/mdetshahidislam/status/1953806915470823516?t=aax8JCMxE4DcZPRs43li_g&s=19
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1953886206435242252?t=xQdAwa9yE_bT9ouh9R0GgA&s=19