নাটক রিভিউঃ " প্রিয় প্রজাপতি "

in আমার বাংলা ব্লগlast month

20-06-2025

০৬আষাঢ় , ১৪৩২ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো ভালো ও সুস্থ্য থাকাটাই হলো প্রথম কথা। তো আজকে চলে এলাম আপনাদের সাথে একটি নাটক শেয়ার করার জন্য। নাটকটির নাম হচ্ছে প্রিয় প্রজাপতি। আশা করছি নাটকের গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে।

Screenshot_2025-06-20-18-42-49-32.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট


নামপ্রিয় প্রজাপতি।
পরিচালনা ও স্ক্রিপ্টজাকারিয়া সৌখিন।
প্রযোজকআনোয়ারুল আলম সজীব।
অভিনয়েঅপূর্ব, তাসনিয়া ফারিন, সুমন পাটওয়ারী সহ আরও অনেকে।
দৈর্ঘ্য১ ঘন্টা ১মিনিট ১৯ সেকেন্ড।
মুক্তির তারিখ৮ই জুন , ২০২৫ ইং
ধরনরোমান্টিক, সামাজিক ।
ভাষাবাংলা

চরিত্রেঃ

মুগ্ধঃ
জিয়াউল ফারুক অপূর্ব।
প্রজাপতিঃ
তাসনিয়া ফারিন।


কাহিনী সারসংক্ষেপ

Screenshot_2025-06-20-18-29-05-72.jpg

Screenshot_2025-06-20-18-32-57-83.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

নাটকের শুরুতে দেখা যায়, অফিসের গাড়ি মুগ্ধর জন্য অপেক্ষা করছে। অফিসের সবাই জানে মুগ্ধ একটু লেইট পারসন। অফিসের গাড়ি সবসময় তারজন্য দাঁড়িয়ে থাকে। এক মিনিটের কথা বলে দশ মিনিট দেড়ি করে আসে। অফিসের স্যার মুগ্ধকে কয়েকবার সতর্ক করার পরও কাজ হয়নি। অফিসে দৌড়ে গাড়ি ধরে তারপর অফিসের ওয়াশরুম বাসার মতো ব্যবহার করে। তো অফিসের স্যার নামে কমপ্লেন দেয় অফিসের মেইন বসের কাছে। অফিসের কর্মচারী তখন বলে মেইন স্যার তাকে ডাকে। আর তারপরেই অনেক কথা শুনতে হয় তাকে। আর যদি অফিসের ওয়াশরুম ইউজ করে তাহলে তাকে চাকরি থেকে বের করে দিবে। তারপর থেকে মুগ্ধ প্রতিজ্ঞা করে সে সবার আগে ঘুম থেকে উঠবে। সবাই যাকে লেইট লতিফ বলতো তারা এখন লেইট লতিফ বলতে পারবে না।

Screenshot_2025-06-20-18-43-49-84.jpg

Screenshot_2025-06-20-18-47-39-87.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

মুগ্ধর প্রতিদিনকার রুটিন! মুভি দেখা, গান গাওয়া এসব করে সারা রাত চলে যায়। তারপর আটটার এলার্ম সেট করে দৌড়ে গাড়িতে উঠতে হয়। তো মুগ্ধ সেদিন রাতে ঘুমায়নি। সারা রাত জেগে সকালে বাসের জন্য ওয়েট করবে সবার আগে। বাসা থেকে ফ্রেশ হওয়ার সময় তার হাতে একটা রঙিন প্রজাপতি বসে। আর সেটার ছবি তুলে ফেইসবুকে ছাড়ে। ঠিক সেদিনই মুগ্ধর সাথে পরিচয় হয় প্রজাপতির সাথে। গাড়িতে ঘুমের ঘোরে প্রজাপতির সাথে ঘুমিয়ে পরে। তারপর ঘুম থেকে উঠে দেখে তার মাথা একজন মেয়ের কাধেঁ। তখন মুগ্ধ সরি। তারপর মুগ্ধর সাথে পরিচয় হয় প্রজাপতির। প্রজাপতি অফিসে নতুন জয়েন দিয়েছে। তার সাথে প্রথম পরিচয়। মজার ব্যাপার হলো সকালেই প্রজাপতির ছবি তোলে রোমান্টিক পোস্ট দিয়েছিল। আর সেটার জন্য অফিসের বসের কাছ থেকেও নানা রকমের কথা শুনতে হয়।

Screenshot_2025-06-20-18-50-29-81.jpg

Screenshot_2025-06-20-19-06-18-10.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

তারপর থেকে মুগ্ধ প্রজাপতিকে দেখলে দূরে দূরে থাকার চেষ্টা করে। সবাই যেন না ভাবতে পারে মুগ্ধ প্রজাপতিকে পছন্দ করে। অফিসে গেলে মুগ্ধ শুধু ডানদিকে মাথা ঘুরিয়ে রাখে। এটা অফিসের কর্মচারী খেয়াল করে। তারপর মুগ্ধ বলে তার গাড় ব্যাথার কারণে সে ডানদিকে তাকিয়ে থাকে। তারপর একদিন প্রজাপতি তাকে বলে একই ম্যাচে পার্টনারশিপ বড় না হলে কি হবে? তখন মুগ্ধ বলে যার যার রান করায় মনোযোগ দিতে। তারপর একদিন অফিস থেকে পিকনিকের আয়োজন করা হয়। মুগ্ধর প্রজাপতির প্রতি ভালো লাগা তৈরি হয়। কিন্তু অফিসের স্টাফদের কারণে কিছু বলতে পারে না। মুগ্ধ সিদ্ধান্ত নেয় পিকনিকে গিয়ে তার মনের কথা বলবে। এদিকে প্রজাপতিও সিদ্ধান্ত নেয় তার মনের কথা বলে দিবে। পিকনিকে গিয়ে মুগ্ধ শুধু প্রজাপতির দিকে তাকিয়ে থাকে। প্রজাপতিও বিষয়টা খেয়াল করে।

Screenshot_2025-06-20-19-26-16-31.jpg

Screenshot_2025-06-20-19-19-36-95.jpg

Screenshot_2025-06-20-19-30-12-70.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

তারপর মুগ্ধ একটা গান শোনায় সবাইকে। সবাই ভেবে নেয় মুগ্ধর গানটা প্রজাপতির জন্য গাওয়া। অফিসের স্টাফরা এটা নিয়ে বলাবলি করে। আর সেটা চলে তার বিগ বসের কাছে। বিগ বস ফোন দিয়ে বলে সে নাকি গান শোনাচ্ছে প্রজাপতিকে। তারপর মুগ্ধর মনটা খারাপ হয়ে যায় তা শুনে। মুগ্ধ তার সিদ্ধান্ত পরিবর্তন করে। এদিকে প্রজাপতি গিয়ে তার মনের কথা বলে দেয়। সে মুগ্ধকে পছন্দ করে। কিন্তু মুগ্ধ অফিসের স্যারের ভয়ে সে না করে দেয়। প্রজাপতির ভীষণ মন খারাপ হয়। তারপর সে চাকরি থেকে রিজাইন নিয়ে নেয়। মুগ্ধ সেটা শুনে আরও গিল্টি ফিল করতে থাকে। প্রজাপতিদের বাসায় খোজঁ নেয়। কিন্তু বাসায় গিয়েও তাদের পায়নি। তারপর মুগ্ধও সিদ্ধান্ত নেয় সে চাকরি ছেড়ে দেয়। মুগ্ধ চাকরি থেকে রিজাইন নিয়ে নেয়। তারপর হঠাৎ একদিন মুগ্ধর বাসার ঠিকানায় একটা পার্সেল আসে। পার্সেলে লেখা ছিল তার সাথে দেখা করার ঠিকানা। তারপর ফাইনালি তাদের দুজনের ভালোবাসার পরিপূর্ণতার মাধ্যমে নাটকের সমাপ্তি ঘটে।

ব্যক্তিগত মতামত

ব্যক্তিগতভাবে নাটকটি আমার কাছে ভালো লেগেছিল। অপূর্বর নাটক মানেই রোমান্টিকতার ছোঁয়া! নাটকটিতে আবার বেশ কিছু বিষয় লক্ষ্য করা যায়। সেটা হলো সময় মতো কাজ সম্পূর্ন করা। আর সেটা চাপে না পরলে হয় না! চাপে পরলে মানুষের রুটিন পরিবর্তন হতে বাধ্য। আরেকটা বিষয় অফিসে কিছু লোক থাকবেই যারা পিছনে লেগে থাকে। কারো ভালো দেখতে পারবে না। তবে সবমিলিয়ে অফিসের লাইফটা মেইনটেইন করতে হয়। সবশেষে ভালোবাসার মানুষটিকে কাছের করে পাওয়ার বিষয়টা দারুণ ছিল।

ব্যক্তিগত রেটিং


৯.৫/১০


নাটকটির লিংক




10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 last month 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আপনি আজকে যে নাটকটি রিভিউ করেছেন সেই নাটকটি আমি একদিন আগেই দেখেছি। ভীষণ সুন্দর নাটকটি। আসলে বাংলাদেশের নাটকগুলো বেশ ভালোলাগে দেখতে। তেমনি এই নাটকটি ও ছিল ভীষণ ভালো।

 last month 

আমি যখনই সময় পাই তখনই নাটক দেখার জন্য চেষ্টা করি। এরকম নাটক গুলোতে আমার কাছে সব সময় ভালো লাগে। আপনি আজকে অনেক সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন। যে নাটকের কাহিনী আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি ভাবছি সময় পেলে নাটকটা দেখব। রিভিউটা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last month 

এত মিনিটের একটা নাটক মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই পড়ে নেওয়া যায়। আমি তো মনে করি দেখার থেকে রিভিউ পড়ে নেওয়াই ভালো। তাহলে নাটকের সম্পূর্ণ কাহিনীটা মাত্র ২ মিনিটেই জেনে নেওয়া যায়। বেশি সময় আর অপচয় করা লাগে না দেখে। আমি তো এখন সব সময় চেষ্টা করি নাটকের রিভিউর মাধ্যমেই কাহিনীটা জেনে নেওয়ার জন্য। ভালো লাগলো এই রিভিউ টা।

 last month 

ভাই আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।যদিও নাটকটি আমারে দেখা হয়নি তবে আপনার নাটকের রিভিউ পড়ে অনেক ভালো লাগলো।যাইহোক সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করবো।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 last month 

প্রিয় প্রজাপতি নাটকটির কিছু কিছু ক্লিপ আমি দেখেছিলাম। পুরোপুরি নাটকটি দেখার সুযোগ হয়ে ওঠেনি৷ আজকে যেভাবে আপনি এত সুন্দর ভাবে এই নাটক এর রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে অনেক বেশি ভালো লাগছে। একের সাথে এখানে এই নাটকের রিভিউ শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে চমৎকার একটি নাটক দেখতে পেলাম৷ আমি অবশ্যই সময় করে পুরো নাটক দেখে নেওয়ার চেষ্টা করব।

 last month 

তবে এই নাটকটি আমি এখনো দেখি নাই। আপনি দেখছি প্রিয় প্রজাপতি নাটকের রিভিউ করেছেন। আর অপূর্ব নাটক আমার কাছে এমনিতে ভালো লাগে। তবে নাটকের কাহিনী পড়ে ভালো লাগলো দেখার চেষ্টা করব। আর এ ধরনের নাটক গুলো দেখলে অনেক কিছু উপভোগ করা যায়। ধন্যবাদ নাটকটি রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।