নাটক রিভিউ :- ফ্যামিলি প্রিমিয়ার লিগ। ( পর্ব ২৩ )
✋হ্যালো বন্ধুরা,✋
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। কিছুদিন ধরে আমি " ফ্যামিলি প্রিমিয়ার লিগ " এই নাটকটি দেখছিলাম । এই নাটকটি মূলত পর্ব আকারে করা হয়েছে। আজকে আমি আপনাদের সামনে এই নাটকের ২৩ পর্ব শেয়ার করবো। আশা করি নাটকটি আপনাদের ভালো লাগবে।
নাটক সম্পর্কে কিছু তথ্য :-
নাম | ফ্যামিলি প্রিমিয়ার লিগ। |
---|---|
পরিচালনা | ঈগল টিম |
প্রযোজনা | কচি আহমেদ |
অভিনয়ে | আফজাল সুজন , নুসরাত জাহান অন্তরা , আনোয়ারুল আলম সজল, ইফতেখার ইফতি,স্পর্শিয়া মিম, শেলী আহসান, জাহাঙ্গীর কবির,মোসাদ্দেক শাহীন, লিপু মামা, তুহিন চৌধুরি, সবুজ আহমেদ, রাবিনা, জারা নুর, সুবহা, সাগরিকা ইসলাম মিনহা, সুমন পাটোয়ারী, রেজবিনা মৌসুমী, আকলিমা লিজা, আরো অনেকে। |
রচনা ও চিত্রনাট্য | সোলায়মান |
চিত্রগ্রহণ | জহির রায়হান |
সম্পাদনা | এসে এ সুমন |
আবহ সংগীত | অংকুর মাহমুদ |
কাহিনী সারসংক্ষেপ
এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই, শাওন তৈরি হচ্ছিল কোথাও যাওয়ার জন্য। আর তার বউ জিজ্ঞেস করাতে সে বলে শাশুড়ির কাছ থেকে টাকা নেওয়ার জন্য যাচ্ছে। আর এসব বিষয়ে তারা কিছুক্ষণ কথা বলে। তারপর ডাক্তারকে ডেকে ডাক্তারের বিষয়ে কথা বলে। নিলাঞ্জনা চৌধুরীর পরিবারের সবাই যখন খাবার খাওয়ার জন্য বসেছিল, তখন নীলাঞ্জনা চৌধুরী কথা শুনে উনার হাসবেন্ড তো বিভিন্ন কথা বলতে থাকে। আর সবাই এ বিষয়গুলো নিয়ে মজা নিতে থাকে। তারপর সোহেলকে দেখা যায় মনির বাড়িতে এসেছে।
আর মনি তাকে দেখে অনেক বেশি রেগে যায়। তখন সে মনিকে জানায় রাজ ফাইল রেখে চলে গিয়েছে অফিসে, সেই ফাইল নেওয়ার জন্য এসেছে। তারপর সে ফাইল দিয়ে তাকে পাঠিয়ে দেয়। এদিকে লিমন তার ভাবীর কাছে এসে রাইসার কথা তার ভাবীকে জানিয়ে দেয়। আর সে রাইসা কে না পেলে কি করবে এগুলোও বলে দেয়। এগুলো শুনে তো উর্মি অনেক বেশি ভয় পেয়ে যায়। আর সে তখনই রাফিকে কল দেয় তার সাথে বিষয়টা নিয়ে কথা বলার জন্য। এদিকে রাইসাও ভাবতে থাকে জেনিকে লিমন আর তার কথাটা বলবে কিনা।
তখনই ওখানে জেনি আসে। তার কি হয়েছে জিজ্ঞেস করায় রাইসা এক পর্যায়ে কথাটা তাকে বলে দেয়। এটা শুনে তো জেনে অবাক হয়ে যায়। আর রাইসাকে লিমনের সাথে যোগাযোগ না করার জন্য বলে। তখন তো রাইসা অনেক বেশি কষ্ট পায়। এদিকে মিনা যখন পড়ছিল তখন লিমন আসে। আর তাকে অংক করাবে বলে আজকে। তখনই নীলাঞ্জনা চৌধুরী এসে সবকিছু দেখে ফেলে। তারপর মিনাকে বিভিন্ন কথা বলে এবং তার কাছ থেকে বড় কথাগুলো কেড়ে নিয়ে চলে যায়। তারপর মনির শাশুড়িকে দেখতে পাই মনিকে ডেকে কাজ করার কথা বলছিল।
তখনই একজন নতুন কাজের মেয়ে আসে। সে ছিল দুলালের মায়ের মেয়ে। তারপর মনিকে নিয়ে কাজ করার জন্য তাকে পাঠায়। অন্যদিকে লিমনের কিছু ভালো লাগছিল না তাই রাইসাকে কল দেয়। কিন্তু রাইসা বারবার কল কেটে দিচ্ছিল। আর বারবার কল দেওয়াতে সে একপর্যায়ে লিমনের কল ধরে এবং তাকে বিভিন্ন কথা বলে কষ্ট পেয়ে কল কেটে দেয়। লিমন তাকে সামনাসামনি দেখা করতে বলে কিন্তু সে রাজি হয়। অন্যদিকে নতুন মেয়েটা শাওনের জন্য চা নিয়ে যায়। আর তারা দুজন কিছুক্ষণ কথা বলছিল। হঠাৎ করে শাওনের স্ত্রী চলে আসে আর তাকে বিভিন্ন কথা বলতে থাকে।
নতুন কাজের মেয়েটার নাম ছিল দোলা। তারপর জেনিকে দেখা যায় টিউশনি পড়ানোর জন্য যাচ্ছিল। এরপর মিনাকে দেখতে পাই লিমনের জন্য চা নিয়ে এসেছে। এরপর লিমন তাকে বই খাতার বিষয়ে জিজ্ঞেস করে। তারপর তারা এসব কিছু নিয়ে কিছুক্ষণ কথা বলে। ওইদিকে জেনি বেশ ভালো ভাবেই টিউশনি করাচ্ছিল একটা মেয়েকে। তারপর দোলাকে দেখতে পাই চা নিয়ে ডাক্তারকে দিতে আসে। আর ডাক্তার দোলার সাথে পরিচিত হয়। এক পর্যায়ে ডাক্তার ফাল্স চেক করার কথা বলে জোর করে দোলার হাত ধরে। এর জন্য দোলা তো অনেক রেগে যায়। তখনই এই পর্বটা শেষ হয়ে যায়।
ব্যক্তিগত মতামত
এই নাটকটার প্রতিটা পর্ব অনেক বেশি সুন্দর। আমার কাছে তো খুব ভালো লেগেছে নাটকটার সবগুলো পর্বের মতো এই পর্ব টাও। আজকের পর্বে আমরা দেখতে পাই লিমন তার ভাবিকে রাইসা আর তার কথা বলে দিয়েছে। আর রাইসাও জেনিকে সব কিছু বলে দিয়েছে। জেনি সবকিছু শুনে রাইসাকে লিমনের সাথে যোগাযোগ না করার জন্য বলে দেয়। রাইসা তো অনেক বেশি কষ্ট পায় এই কথাটা শুনে। লিমন বারবার কল দেওয়ার পরেও সে কল ধরে না। একবার কল ধরে বিভিন্ন কথা বলে আবারো রেখে দেয়। কারণ তাদের সম্পর্ক নীলাঞ্জনা চৌধুরী কখনো মেনে নেবে না। কিন্তু তারা দুজনেই দুজনকে অনেক বেশি ভালোবাসে। এখন দেখা যাক পরবর্তীতে কি হতে চলেছে। আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বের রিভিউ সবার মাঝে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে দেখতে।
ব্যক্তিগত রেটিং
৯/১০
নাটকের লিংক
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
https://x.com/TASonya5/status/1953311712104395163?t=2JlUhwOJp-zjCpccZpWj5w&s=19
ফ্যামিলি প্রিমিয়ার লিগ নাটকের ২৩তম পর্ব শেয়ার করেছেন। ২৩ তম পর্বের প্রত্যেকটা বিষয়কে খুবই সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। নাটকটার বর্ণনা পড়েই মনে হল খুবই দারুণ একটি নাটক। সময় পেলে দেখে নেওয়ার চেষ্টা করব অবশ্যই।