নাটক রিভিউ :- ফ্যামিলি প্রিমিয়ার লিগ। ( পর্ব ২১ )
✋হ্যালো বন্ধুরা,✋
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। কিছুদিন ধরে আমি " ফ্যামিলি প্রিমিয়ার লিগ " এই নাটকটি দেখছিলাম । এই নাটকটি মূলত পর্ব আকারে করা হয়েছে। আজকে আমি আপনাদের সামনে এই নাটকের ২১ পর্ব শেয়ার করব। আশা করি নাটকটি আপনাদের ভালো লাগবে।
নাটক সম্পর্কে কিছু তথ্য :-
নাম | ফ্যামিলি প্রিমিয়ার লিগ। |
---|---|
পরিচালনা | ঈগল টিম |
প্রযোজনা | কচি আহমেদ |
অভিনয়ে | আফজাল সুজন , নুসরাত জাহান অন্তরা , আনোয়ারুল আলম সজল, ইফতেখার ইফতি,স্পর্শিয়া মিম, শেলী আহসান, জাহাঙ্গীর কবির,মোসাদ্দেক শাহীন, লিপু মামা, তুহিন চৌধুরি, সবুজ আহমেদ, রাবিনা, জারা নুর, সুবহা, সাগরিকা ইসলাম মিনহা, সুমন পাটোয়ারী, রেজবিনা মৌসুমী, আকলিমা লিজা, আরো অনেকে। |
রচনা ও চিত্রনাট্য | সোলায়মান |
চিত্রগ্রহণ | জহির রায়হান |
সম্পাদনা | এসে এ সুমন |
আবহ সংগীত | অংকুর মাহমুদ |
কাহিনী সারসংক্ষেপ
এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই, সোহেল আর মনি রাস্তা পার হওয়ার সময় এক্সিডেন্ট হয়। তারপর হঠাৎ করে মনি ঘুম থেকে উঠে যায় আসলে সে স্বপ্ন দেখেছে। এমনকি অনেক বেশি ভয় পেয়েছে স্বপ্নটা দেখার পর। এদিকে নীলাঞ্জনা চৌধুরী ঘুমানোর সময় উর্মি আর মিনা তার বিষয়ে কথা বলে। এদিকে উর্মি চলে যাওয়ার পর মিনা নীলাঞ্জনা চৌধুরীর হাত পা টিপতে থাকে। তারপর জেনি যখন মালিকের কাছে টাকা বুঝিয়ে দিতে আসে, তখন তিনি তাকে জানায় তাকে আর চাকরিতে রাখবে না। আর ৬০০০ টাকা দিয়ে তাকে পাঠিয়ে দেয়।
তারপর জেনি ওষুধ কেনার জন্য চলে যায়। ওষুধ কিনে টাকা দিয়ে সে চলে যায়। এদিকে আবারও মিনা নীলাঞ্জনা চৌধুরীকে কথায় কথায় পাম দিতে থাকে। আর ওখানে উর্মি আসার পর ভালো-মন্দ জিজ্ঞেস করে। আর তিনি তখনও উর্মির সাথে খারাপ ব্যবহার করে। এদিকে জেনির জন্য রাশেদ এবং তার মা অপেক্ষা করছিল। তখনই জেনি চলে আসে আর রাশেদের ওষুধগুলো দেয়। তারপর জেনি সবকিছু রাশেদকে জানায়। এদিকে মিনা বসে বসে লিমনের কথা ভাবছিল। আর তখনই লিমন তাকে পড়ানোর জন্য চলে আসে।
তারপর লিমন তাকে অঙ্ক বুঝাতে থাকে। আর মিনা তো বেশ মনোযোগ সহকারে পড়ালেখা করে। ওদিকে শাওন, ডাক্তার আর শাওনের বউ হাঁটছিল তখন তারা বেশ কিছুক্ষণ কথা বলে। এদিকে শাওন রাস্তায় ব্যায়াম করার সময় রাস্তার মধ্যে পড়ে যায়। শাওন চলে যাওয়ার পর ডাক্তার আর শাওনের বউ কথা বলে আর তারাও চলে যায়। মনি যখনই কাজ করার জন্য যাচ্ছিল তখনই রাজ তাকে বারণ করে। তখন সে সোহেলের কথা তাকে জানায়। তাকে সে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নাকি চাকরি দিয়েছে। তাদের কথা শেষে মনি ওখান থেকে চলে যায়।
এদিকে মিনা দোকানে দেওয়ার সময় গেট খোলার জন্য মতিকে ডাকতে থাকে কিন্তু সে ঘুমাচ্ছিল। এক পর্যায়ে ওঠার পর সে মতির কাছ থেকে চাবি নিয়ে গেট খুলে চলে যায়। অন্যদিকে জেনিকে দেখা যায় রাশেদকে খাবার খাইয়ে দিচ্ছিল। আর রাশেদ তো কিছুই বুঝতে পারছিল না কিভাবে কি করবে, কারণ সে এখনো অসুস্থ। এদিকে মনি যখন রান্নাঘরে আসে তখন দুলালের মা তাকে রান্না করতে বারণ করে। আর তার সাথে দুলালকে নিয়ে কিছুক্ষণ গল্প করে। তারপর মনি দুলালের মায়ের থেকে চা নিয়ে শাশুড়িকে দেওয়ার জন্য চলে যায়।
এদিকে মতি যখন দোকানে চা খাচ্ছিল তখনই ওখানে মামা আসে। আর মামা মিনাকে নিয়ে মতির সাথে কথা বলে। আসলে তিনি তাকেও পাম দিচ্ছিল। মতি তো এগুলো শুনে খুশি হয়ে যায় আর মামাকে চা নাস্তা খাওয়ায়। তারা চা নাস্তা খেতে খেতে বেশ কিছুক্ষণ কথা বলে। আর মতি ওখান থেকে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এরপর জেনি একজনের সাথে কথা বলে তার মেয়েকে পড়াবে বলে। তিনিও রাজি হয়ে যায় আর কাল থেকে জেনি আসবে বলে। অন্যদিকে মনি যখন তার শাশুড়িকে চা দিচ্ছিল চা হাত থেকে হঠাৎ পড়ে যায়। এইজন্য তিনি তার উপর অনেক রেগে যান। তখনই এই পর্বটা শেষ হয়ে যায়।
ব্যক্তিগত মতামত
আজকের এই পর্ব টা সবগুলো পর্বের মতো খুবই সুন্দর ছিল। এই পর্বে আমরা দেখতে পাই জেনিকে চাকরি থেকে মাত্র ৬০০০ টাকা দিয়ে বের করে দিয়েছে। এজন্য জেনি টিউশনি করার কথা চিন্তা করে, কারণ যেভাবেই হোক সংসার চালাতে হবে। এসব কিছুর জন্য রাশেদের কাছেও খুব খারাপ লাগে। জেনি অনেক খোঁজাখুঁজি করার পর একটা টিউশনি কোনো রকমে ম্যানেজ করে ফেলে। অন্যদিকে সোহেলকে রাজ নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ দিয়েছে। আর সোহেল এবং মনির এক্সিডেন্টের বিষয়টা মনি স্বপ্ন দেখেছিল। যার ফলে সে অনেক ভয় পেয়েছিল। সোহেলের চাকরি হওয়ার কথা যখন রাজ তাকে বলেছিল তখন সে একেবারেই খুশি হয়নি। এখন দেখা যাক পরবর্তী পর্বগুলোতে কি হতে চলেছে। আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বগুলোর রিভিউ সবার মাঝে শেয়ার করার জন্য।
ব্যক্তিগত রেটিং
৯/১০
নাটকের লিংক
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
https://x.com/TASonya5/status/1948223531923181732?t=qxrGp1I3n1sgA1EQE3nQQg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
Hello @tasonya! 👋
What a fantastic review of "Family Premier League"! Your detailed summary really captures the essence of episode 21, and I appreciate how you highlighted the key plot points and character developments. The screenshots are a great addition, making it easy for readers to visualize the scenes.
I especially enjoyed your personal rating and how you shared what resonated with you in this particular episode. It's clear you're invested in the story, and your enthusiasm is contagious!
For those who haven't seen it yet, @tasonya even included the link, so don't miss out on the drama! 😉
Keep up the great work, @tasonya! I look forward to reading your reviews of future episodes! What do you think will happen next with Jenny's new job? Let's discuss in the comments! 👇
Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
💪 Let's strengthen the Steem ecosystem together!
🟩 Vote for witness faisalamin
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin
https://x.com/TASonya5/status/1948379565400949242?t=V3JKaNmLmlrw4nni9TuRRw&s=19
https://x.com/TASonya5/status/1948381708887183718?t=-8kKlZnUj4pnbPSAD3a8rg&s=19