নাটক রিভিউ :- ফ্যামিলি প্রিমিয়ার লিগ। ( পর্ব ২৫ )
✋হ্যালো বন্ধুরা,✋
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। কিছুদিন ধরে আমি " ফ্যামিলি প্রিমিয়ার লিগ " এই নাটকটি দেখছিলাম । এই নাটকটি মূলত পর্ব আকারে করা হয়েছে। আজকে আমি আপনাদের সামনে এই নাটকের ২৫ তম পর্ব শেয়ার করবো। আশা করি নাটকটি আপনাদের ভালো লাগবে।
নাটক সম্পর্কে কিছু তথ্য :-
নাম | ফ্যামিলি প্রিমিয়ার লিগ। |
---|---|
পরিচালনা | ঈগল টিম |
প্রযোজনা | কচি আহমেদ |
অভিনয়ে | আফজাল সুজন , নুসরাত জাহান অন্তরা , আনোয়ারুল আলম সজল, ইফতেখার ইফতি,স্পর্শিয়া মিম, শেলী আহসান, জাহাঙ্গীর কবির,মোসাদ্দেক শাহীন, লিপু মামা, তুহিন চৌধুরি, সবুজ আহমেদ, রাবিনা, জারা নুর, সুবহা, সাগরিকা ইসলাম মিনহা, সুমন পাটোয়ারী, রেজবিনা মৌসুমী, আকলিমা লিজা, আরো অনেকে। |
রচনা ও চিত্রনাট্য | সোলায়মান |
চিত্রগ্রহণ | জহির রায়হান |
সম্পাদনা | এসে এ সুমন |
আবহ সংগীত | অংকুর মাহমুদ |
কাহিনী সারসংক্ষেপ
এই পর্বের শুরুতে আমরা মনির শাশুড়িকে দেখতে পাই, দোলাকে ডেকে বিভিন্ন কথা বলছিল। এমনকি চুরির বিষয়েও কথা বলছিল। নীলাঞ্জনা চৌধুরী তো সারাক্ষণ চিৎকার করতে করতেই শেষ। তিনি উর্মিকে যখন ডাকে তখন মিনা আসে, তারপর মিনা উর্মিকে ডেকে নিয়ে আসে। এদিকে নীলাঞ্জনা চৌধুরী বুঝে শুনে বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে ঝগড়া শুরু করে দেয়। আর উর্মিকে বলে ওনার মেয়েদেরকে ওনার কাছে নিয়ে আসতে। কিন্তু উর্মি উচিত কথা বলায় তিনি তো আরো বেশি ঝগড়া করতে থাকে। আর এক পর্যায়ে তিনি চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যান।
এদিকে রাজ মনিকে কল দেয় আর বলে ওকে নিয়ে একটা পার্টিতে যাবে। এজন্য সোহেলকে পাঠিয়েছে তাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সোহেলের সাথে যেতে মনি রাজি হয়না। তখন রাজ বুঝিয়ে শুনিয়ে তাকে বলে। সোহেল আসার পর মনি তাকে নিচে দাঁড়াতে বলে রেডি হওয়ার জন্য চলে যায়। তারপর দারোয়ানকে দেখতে পাই ছাদে ব্যায়াম করছে। আর তখনই মিনা আসে আর কিছুক্ষণ কথা বলে চলে যায়। এদিকে মনি রেডি হয়ে আসে। তারপর সোহেল মনিকে নিয়ে বাইকে করে অফিসের দিকে চলে যায়। তারপর শাওন আর ডাক্তারকে দেখা যায় ছাদে বসে রয়েছে।
আর তখনই ওখানে শাওনের বউ এসে তাকে বিভিন্ন কথা শুনিয়ে চলে যায়। তাকে চাকরি করার জন্য বলে। তখন ডাক্তার তাকে একটা বিজনেসের পরামর্শ দেয়। এদিকে সোহেল মনিকে নিয়ে একটি পুরাতন জায়গায় আসে। যেখানে তারা আগে অনেক সময় কাটিয়েছে। সোহেল মনিকে বিভিন্ন কথা বলতে থাকে আর মনির হাত ধরে। তখনই মনি রেগে তাকে একটি চড় দিয়ে দেয়। তারপর তারা ওখান থেকে অফিসের দিকে চলে যায়। এদিকে জেনি যখন টিউশনি পড়াচ্ছিল তখনই একটা লোক আসে আর জেনির সাথে কথা বলে চলে যায়।
তারপর তার ছাত্রীর মা আসে আর জেনি তার কাছে এই মাসের বেতনের কথা বলে। তখন তিনি টাকা নিয়ে এসে জেনিকে দেয়। এদিকে রাজ অফিসের নিচে অপেক্ষা করছিল মনির জন্য। তারা আসার পর রাজকে রিক্সা নিয়ে আসার জন্য পাঠায়। তারপর তারা দুজন রিক্সা করে চলে যায়। এদিকে নীলাঞ্জনা চৌধুরী তার ভাই আর ছেলেদেরকে ডেকে বিজনেসের ব্যাপারে কথা বলে। নীলাঞ্জনা চৌধুরী নিজের ভাইকে ম্যানেজার বানিয়ে দেয়। আর লিমনকে কিছু দায়িত্ব দেয়। কিন্তু রাফি এত কিছু করার পরেও তাকে সহকারি ম্যানেজার হিসেবে থাকার জন্য বলে।
অন্যদিকে জেনি টাকা পেয়ে রাশেদের ওষুধগুলো কিনে নেয়। এদিকে সোহেল মনিকে নিয়ে বাসায় আসে। আর মনি সোহেলের কাছে মাফ চায় এবং রাজের দেওয়া চকলেট সোহেলকে দেয়। মিনা যখন কাজ করছিল তখন ওখানে লিমন আসে আর তার সাথে কিছুক্ষণ কথা বলে। ওদিকে জেনি বাসায় এসে রাশেদকে ওষুধ খাইয়ে দেয়। কিন্তু রাশেদ তো অনেক বেশি কষ্ট পাচ্ছিল এসব কিছুর জন্য। এদিকে আবার রাশেদের মা জেনির কাছে এসে বলে কাজ খুঁজে দেওয়ার জন্য। কিন্তু জেনি তার শাশুড়িকে এসব কিছু বলার জন্য বারন করে। এদিকে মনির শাশুড়ি আর ননদ ওর ব্যাপারে কথা বলছিল। আর তখনই মনি আসে। তখনই এই পর্বটা শেষ হয়ে যায়।
ব্যক্তিগত মতামত
আজকের পর্বটা অন্য সবগুলো পর্বের মতো অনেক সুন্দর ছিল। আমার কাছে তো আজকের পর্ব টা দেখতে খুব ভালো লেগেছে। এই পর্বে আমরা দেখতে পাই জেনিদের সংসারে এখন প্রচুর অভাব। দুই মাসের বাসা ভাড়া বাকি। আর সবকিছুর জন্য রাশেদ ও খুব কষ্ট পাচ্ছিল। অন্যদিকে সোহেল মনিকে তাদের আগের কথাগুলো বলছিল। কিন্তু মনির বিয়ে হয়ে গিয়েছে, তাই সোহেলের সাথে সে কথা বলতে চায় না। সোহেল যেহেতু রাজের অফিসে কাজ করে তাই সব সময় সোহেল বাসায় আসতো বিভিন্ন কাজে। এই পর্বে তো সোহেলের কথার কারণে মনি রাগ করে তাকে একটা চড় দিয়েছিল। যার কারণে সে অনেক কষ্ট পায়। অন্যদিকে মনির শাশুড়ি আর ননদ মনি কোথায় গিয়েছে এটা জানতো না। যার কারণে তার বিষয়ে খারাপ খারাপ কথা বলতে থাকে। সে তার শাশুড়ির কাছ থেকে অনুমতি নেয়নি এই জন্য তার শাশুড়ি অনেক বেশি রেগে ছিল। আর সেই মুহূর্তে মনি বাসায় আসে। এখন মনিকে তার শাশুড়ি কি বলে দেখা যাক।
ব্যক্তিগত রেটিং
৯/১০
নাটকের লিংক
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
https://x.com/TASonya5/status/1959091033343762479?t=CubKIJ923Csf4pM8TA0Hng&s=19
https://x.com/TASonya5/status/1959112642166972701?t=QrxAWPkj0btC2cLJ_H829Q&s=19
https://x.com/TASonya5/status/1959113450598150229?t=PcwGBbF8MikHaz8XudKpjA&s=19
https://x.com/TASonya5/status/1959114132105699463?t=BaVPFF9h6cGbMowSUbmtXg&s=19
ফ্যামিলি প্রিমিয়ার লিগ নাটকের আজকে আরো একটি পর্ব শেয়ার করে ফেললেন। আগের পর্ব গুলোর মতোই এই পর্বের রিভিউ পড়েও অনেক ভালো লাগলো। বরাবরই আপনার নাটকের রিভিউ গুলি চমৎকার হয়ে থাকে। আপনার পরবর্তী পর্বের রিভিউ পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম।
এই পর্বের রিভিউটা সবগুলোর মতোই ভালো লেগেছে শুনে ভালো লাগলো।
এই নাটকটার এই পর্বটা অনেক বেশি সুন্দর ছিল। এই নাটকটার মধ্যে অনেক সুন্দর একটা বিষয়কে ফুটিয়ে তোলা হয়েছে। আর এটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খুব সুন্দর করে তুমি নাটকটার রিভিউ পোস্টের মাধ্যমে কাহিনী টাকে সবার মাঝে উপস্থাপন করেছ। এজন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
এই পর্বটা সত্যি অনেক সুন্দর ছিল। রিভিউটা পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।