ছোট জামাতে ফুল আঁকা।
আমি @rahimakhatun
from Bangladesh
৭ জুলাই ২০২৫
|
---|
যাই হোক প্রতিবারেই মত আজ একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে একটা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বেশ কয়েকদিন আগে মেয়ের জন্য এক কালারের একটি জামা বানিয়ে ছিলাম বেশ সখ করে।তারপর ভাবলাম জামাটা নিজের হাতে নকশা করে সুতার কাজ করবো।আসলে হাতের কাজ অল্প করে করলে তাড়াতাড়ি শেষ হয় দেখতে ও ভালোই লাগে।আমার অনেক কাজ করতে ভালো লাগে না।
যাই হোক একেঁ কাজ করতে নিব তখনই আমার ভাইয়ের মেয়ে দেখেছে এখন তো তাকে এমন করে কাজ করে দিতে হবে সব মিলিয়ে আমার অবস্থা বেশ টাইট। যাই হোক চলেন তাহলে দেখে আসি।
|
---|
প্রস্তুত প্রণালী |
---|
১ম ধাপ |
---|
প্রথমে ফুল এঁকে নিব।
২য় ধাপ |
---|
লতা পাতা এঁকে নিব।
৩য় ধাপ |
---|
ফুল ও লতা পাতা এঁকে নিব।
৪র্থ ধাপ |
---|
এঁকে নিব।
৫ম ধাপ |
---|
আমার পুরোপুরি আঁকা শেষ।
৬ষ্ঠ ধাপ |
---|
একটু সেলাই করে দেখিয়ে দিব।
এমন করে পুরোটুকু সেলাই করে নিব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো পোস্ট নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | Galaxy A13 |
---|---|
Location | Dhaka |
Photograpy | design |
এই ধরনের হাতের কাজগুলো দেখতে বেশ ভালই লাগে। এবং জামার মধ্যে করলে ওই জামা গুলো পড়তো আনন্দ লাগে। সুতার কম্বিনেশন টা আমার কাছে খুব ভালো লেগেছে। নিজের হাতে কোন কাজ করার আনন্দই আলাদা। ভালো লাগলো আপনার এই হাতের কাজগুলো দেখে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
হাতের কাজের ডিজাইন গুলো দেখতে অনেক ভালো লাগে। আর অনেক সুন্দর করে ডিজাইনটি করেছেন। দেখতেও খুবই সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে আপু।
দক্ষতার সাথে হাতের কাজগুলো করতে পারলে সবকিছুর সৌন্দর্য বেড়ে যায়। বিশেষ করে পোশাকের সৌন্দর্য আরো বেড়ে যায়। অসাধারণ একটি হাতের কাজ শেয়ার করেছেন আপু।