" কর্তব্যের ভালোবাসা নয়,," প্রকৃত ভালোবাসতে শিখুন "
এক ব্যক্তির মা ২০০ মাইল দূরে থাকে। তিনি তার মা কে , তার মা,র জন্মদিনে ফুল পাঠাবার জন্য একটি ফুলের দোকানের সামনে তাঁর গাড়ি দাঁড় করালেন। গাড়ি থেকে নেমে তিনি দেখলেন, একটা বাচ্চা মেয়ে দোকানের বাইরে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে । তিনি তাকে জিজ্ঞেস করলেন, ” তুমি কাঁদছ কেন?”
মেয়েটি উত্তরে বলল,” আমি আমার মা এর জন্য একটা লাল গোলাপ কিনতে চাই। কিন্তু আমার কাছে মাত্র ১০ টাকা আছে, যেখানে গোলাপের দাম ২০ টাকা।”
লোকটি হাসলেন , এবং বললেন , ” আমার সাথে এসো, আমি তোমাকে ফুল কিনে দিচ্ছি।” তিনি মেয়েটিকে একটা লাল গোলাপ কিনে দিলেন।তারপর তাঁর মা এর জন্য ফুল পাঠানোর অর্ডার দিলেন। তিনি মেয়েটিকে বললেন ,” চল , আমি তোমাকে তোমার মা এর কাছে পৌঁছে দিই।”
মেয়েটি খুব খুশী হল এবং রাজি হয়ে গেল। মেয়েটি গাড়িতে চাপলো এবং রাস্তা দেখিয়ে নিয়ে চলল । একটা কবরখানার পাশে সে গাড়ি দাঁড় করাতে বলল। তারপর গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে , সদ্য মাটি দেওয়া এক কবরের উপর লাল গোলাপটা রেখে প্রণাম করল।
লোকটির দুচোখ জলে ভিজে গেল। তিনি গাড়ি ঘুরিয়ে ফুলের দোকানে এলেন। ফুল পাঠানোর অর্ডার বাতিল করলেন। কিছু তাজা ফুলের গোছা কিনলেন এবং ২০০ মাইল দূরে মা এর কাছে যাবার জন্য গাড়িতে স্টার্ট দিলেন।মার কাছে পৌঁছে তিনি তার মাকে জড়িয়ে ধরে কাঁদলেন,, তারপর ফুলের তোড়া মায়ের হাতে দিয়ে মাকে প্রনাম করলেন।
শিক্ষাঃ আপনার প্রিয় ব্যক্তিকে কৃত্রিম ভালোবাসা জানাবেন না। ঠিক সময়ে তাদের ভালবাসা ও শ্রদ্ধা নিবেদন করুন, নয়তো বা অনেক দেরি হয়ে যাবে।