৪ নবীর শ্রেষ্ট দুআ
১. হযরত আদম (আঃ)-এর দুআ
তিনি ভুল করার পর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন—
رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا ۖ وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
(সূরা আ'রাফ ৭:২৩)
অর্থ: “হে আমাদের পালনকর্তা! আমরা নিজেদের উপর অন্যায় করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন ও আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব।”
২. হযরত ইউনুস (আঃ)-এর দুআ
মাছের পেটে বন্দী হয়ে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন—
لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
(সূরা আম্বিয়া ২১:৮৭)
অর্থ: “আপনার ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র। নিশ্চয়ই আমি ছিলাম অন্যায়কারীদের অন্তর্ভুক্ত।”
৩. হযরত মূসা (আঃ)-এর দুআ
তিনি দায়িত্ব পাওয়ার সময় আল্লাহর নিকট সহজ করার প্রার্থনা করেছিলেন—
رَبِّ اشْرَحْ لِي صَدْرِي، وَيَسِّرْ لِي أَمْرِي، وَاحْلُلْ عُقْدَةً مِنْ لِسَانِي، يَفْقَهُوا قَوْلِي
(সূরা ত্বাহা ২০:২৫-২৮)
অর্থ: “হে আমার প্রতিপালক! আমার বক্ষ প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন, আমার জিহ্বার গিঁট খুলে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে।”
৪. হযরত মুহাম্মদ (সাঃ)-এর দুআ
রাসূলুল্লাহ (সাঃ) প্রায়ই এ দুআ করতেন—
اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ
(সূরা বাকারা ২:২০১, হাদীসেও বর্ণিত)
অর্থ: “হে আল্লাহ! আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।”