দুর্গাপূজো ২০২৫ – আমাদের প্রাণের উৎসব
দুর্গাপূজা — বাঙালির হৃদয়ে এক অনন্য আবেগের নাম। এই উৎসব শুধু ধর্মীয় নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য, এবং মিলনের প্রতীক। প্রতি বছর আশ্বিন মাসে মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বাঙালি সমাজ মাতোয়ারা হয়ে ওঠে মা দুর্গার আরাধনায়।
🏵️ মহালয়ার মাহাত্ম্য
মহালয়ার দিন থেকেই দুর্গাপূজার সূচনা হয়। এদিন মা দুর্গাকে পৃথিবীতে আবাহন করা হয়। "যা দেবী সর্বভূতেষু..." মন্ত্রধ্বনিতে মুখরিত হয় প্রতিটি গৃহ।
🪔 প্যান্ডেল, প্রতিমা ও আলোকসজ্জা
প্রতিটি শহর ও গ্রামজুড়ে প্যান্ডেল তৈরিতে চলে প্রতিযোগিতা। শিল্পীরা মৃন্ময়ী প্রতিমা বানাতে ব্যস্ত হয়ে পড়েন। সন্ধ্যার পর আলোকসজ্জা যেন স্বর্গের সৌন্দর্যকেও হার মানায়।
🍛 ভোগ ও প্রসাদ
নানা রকম ভোগ রান্না হয় — খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস। সকলে মিলে প্রসাদ খাওয়া পূজার আরেকটি আকর্ষণ।
🌸 বিজয়ার আবেগ
দশমীর দিন প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে বিদায় জানানো হয় মা দুর্গাকে। সেদিন সিঁদুর খেলায় মাতেন সকলে। মন ভারাক্রান্ত হলেও আশায় বুক বাঁধি — “আসছে বছর আবার হবে!”