রঙ্গিন কাগজ কেটে ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।হেমন্ত কাল প্রায় শেষের পথে। শীতকাল আসি আসি করছে। গত কয়েকদিন ধরে ঢাকায়ও শীত অনুভূত হচ্ছে।আর শীত আসলেই রাজনীতির মাঠ গমম হয়ে যায়, গত ২/৩ দিন ধরে ঢাকার রাজ়পথ উত্তপ্ত। আমরা সাধারণ মানুষ আতংকিত। আশাকরি সরকারি ও বিরোধী দলের শুভ বুদ্ধির উদয় হবে।
বন্ধুরা আজ আমি প্রিয় আমার বাংলা ব্লগে একটি হাতের কাজ নিয়ে হাজির হয়েছি। আর তা হচ্ছে রঙ্গিন কাগজ কেটে ফুল তৈরি। আর কাগজ কেটে ফুল তৈরি করতে যেয়ে শৈশব=কৈশোরের কথা মনে পড়ে যায়। স্কুলের হাতের কাজে কাগজ কেটে কত কি তৈরি করে নিয়ে যেতাম আমরা। স্কুলের বিভিন্ন অনুষ্ঠানেও রঙ্গিন কাগজ কেটে মঞ্চ সজ্জা করা হত। দেখতে কি সুন্দর লাগত। এখন দিন বদলেছে । সব কিছুতেই এখন প্রযুক্তির ছোয়া। অনেক কথা হলো এখন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক,কিভাবে কাগজ কেটে একটি সুন্দর ফুলের ডিজাইন তৈরি করলাম।

1.jpg

উপকরণ

18.jpg

১। রঙ্গিন কাগজ

২ ।পেন্সিল

৩। কাচি

৪।স্কেল

১ম ধাপ

প্রথমে একটি রঙ্গিন বর্গাকৃতি কাগজ নিতে হবে। এরপর কাগজটি কোনাকুনি ভাবে ভাজ করে নিতে হবে দাগ বরাবর।
নিচের ছবির মতো করে।

17.jpg

16.jpg

২য় ধাপ

এরপর নিচের ছবিতে যেভাবে কাগজে দাগ আকা হয়েছে ,সেই দাগ বরাবর কাগজটি ভাজ করে নিতে হবে।

19.jpg

20.jpg

৩য় ধাপ

এবার নিচের ছবিতে যেভাবে দাগ আকা হয়েছে সেই দাগ বরাবর কাগজটিকে ভাজ করে নিতে হবে।

12.jpg

10.jpg

৪র্থ ধাপ

এভাবে কাগজটিকে চারবার ভাজ করতে হবে। চারভাজ করার পর কাগজের অতিরিক্ত অংশটি কেটে নিতে হবে। নিচের ছবির মতো করে।

9.jpg

7.jpg

৫ম ধাপ

এবার কাগজটিতে নিচের ছবির মতো করে ডিজাইন একে নিতে হবে।

6.jpg

৬ষ্ঠ ধাপ

এ ধাপে একে নেয়া ডিজাইন অনুযায়ী কেটে নিতে হবে ।নিচের ছবিতে যে অংশগুলো ডিপ কাল করা আছে সেগুলো কাটতে হবে।

5.jpg

3.jpg

শেষ ধাপ

কাগজটি কেটে নেয়ার পর ভাজগুলো খুলে নিলেই তৈরি হয়ে যাবে একটি রঙ্গিন কাগজের সুন্দর ফুলের ডিজাইন।

2.jpg

বন্ধুরা,কেমন লাগলো আমার আজকের হাতের তৈরি কাজটি? আশাকরি রঙ্গিন কাগজ কেটে তৈরি ফুল আপনাদের ভালো লেগেছে!

সবাইকে অনেক ধন্যবাদ।

মোবাইল ফটোগ্রাফিঃ এ১০

Sort:  
 3 years ago 

আসলে সাধারণ মানুষ এখন আতঙ্কে।
নির্বাচন আসলেই আমার নিজের অনেক ভয় লাগে। যাইহোক পরিস্থিতি যেন শান্ত থাকে সেই কামনা করি।

কাকতালীয় হলেও আমিও আজকে নকশা করা ফুলের ডিজাইন শেয়ার করেছি। আমারটা থেকেও আপনারটা একটু বেশি সুন্দর লাগছে আপু।

 3 years ago 

কাগজ দিয়ে ফুল তৈরি এটা আমার ২য় পোস্ট। আমি চেস্টা করেছি । আপনার ভাল লেগেছে দেখে ভাল লাগলো। ধন্যবাদ আপু।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু এখন আর রঙিন কাগজ দিয়ে কোন কিছু মনে হয় না সাজানো হয়। এখন দিন আসলেই পাল্টে গেছে এখন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস এসেছে যেটা দেখতে ভালোই লাগে। আপনার রঙিন কাগজের তৈরি ফুলটি কিন্তু ভালোই লাগছে দেখতে। হালকার ভিতর সুন্দর করে তৈরি তৈরি করেছেন।তৈরি করাটা মনে হচ্ছে একটু সহজই ছিল।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আসলেই আপু ঢাকায় রাজপথ এখন অনেক উত্তপ্ত। আগামীকাল যে কি হবে কে জানে। পরিস্থিতি শান্ত থাকুক এই কামনাই করি। যাই হোক আপনার রঙিন কাগজের নকশা টি দারুন হয়েছে। আমিও মাঝে মাঝে চেষ্টা করি তৈরি করার তবে সম্পূর্ণভাবে কখনো তৈরি করিনি। ভালো লাগলো আপনার কাজ টি দেখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

কাগজ কেটে আপনি খুব সুন্দর ফুল তৈরি করেছেন। আমিও মাঝে মাঝে রঙিন কাগজ দিয়ে এই ধরনের ফুলগুলো বানাই। এই ফুলগুলো বানাতে খুব কম সময় লাগে দেখতেও আকর্ষণীয় হয়।

 3 years ago 

ফুল তৈরি করতে সময় কম লাগলেও একটু ভুলের জন্য তা নস্ট হয়ে যেতে পারে । তাই সাবধানে কাটতে হয়;।ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনি একেবারে ঠিক বলেছেন মানুষ এখন বেশ আতঙ্কে আছে। রাজনীতিকে সব দ্বন্দ্বের কারণে। তাছাড়া দশ তারিখে কি হয় বলা যায় না, বেশ ভয় ভয় লাগছে।
আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ এটা নকশা তৈরি করেছেন ।নকশাটি খুব সুন্দর হয়েছে। হ্যাঁ আপু এখন আর রঙিন কাগজ দিয়ে ঘরে ডেকোরেশন করা হয় না ।আগে কিন্তু প্রত্যেকটি ঘরে ঘরে দেখা যেত রঙিন কাগজের বিভিন্ন ফুল নকশা দিয়ে ঘর ডেকোরেশন করে রেখেছে।

 3 years ago 

জি আপু আগে রঙ্গিন কাগজ দিয়ে বিভিন্ন অনুষ্ঠান সাজানো হতো ।এখন আর তা দেখা যায় না। ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

সত্যি আপু ঢাকা শহরে রাজপথ এখন অনেক উত্তপ্ত।আপনি রঙিন দিয়ে অনেক চমৎকার হয়েছে। আসলে রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়।। যাইহোক আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য।,

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

হ্যাঁ এখন তো ওই একটাই বার্নিং কোশ্চেন,চলছে এক সমাবেশ।সাবধানে থাকবেন।
ক্রাফটটা দারুণ ছিল।ছবিগুলোও ভালোই ছিল। শুভ কামনা জানাই 😊

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি একদম ঠিক কথা বলেছেন স্কুল জীবনে আমরা কাগজ কেটে কত জিনিস তৈরি করতাম। আর এখন কাগজ দিয়ে সেই জিনিসগুলো পুনরায় তৈরি করতে যে স্কুল জীবনের কথা মনে পড়ে যায়। রঙিন কাগজের দারুন একটা নকশা তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু এরকম রঙিন কাগজের নকশা তৈরি করতে শৈশবের কথা মনে পড়ে যায়। আমরা আগে এভাবে কাগজের নকশা তৈরি করে স্কুলের যে কোন মঞ্চে সাজিয়ে দিতাম। তবে এখন আর এগুলো কোন মঞ্চে দেখা যায় না। এখন সব খানেই প্রযুক্তির । সুন্দর লাগছে আপু রঙিন কাগজের নকশা টি দেখতে।

 3 years ago 

ধন্যবাদ আপু।