রঙ্গিন কাগজ কেটে ফুল তৈরি।
সবাইকে শুভেচ্ছা।
বন্ধুরা আজ আমি প্রিয় আমার বাংলা ব্লগে একটি হাতের কাজ নিয়ে হাজির হয়েছি। আর তা হচ্ছে রঙ্গিন কাগজ কেটে ফুল তৈরি। আর কাগজ কেটে ফুল তৈরি করতে যেয়ে শৈশব=কৈশোরের কথা মনে পড়ে যায়। স্কুলের হাতের কাজে কাগজ কেটে কত কি তৈরি করে নিয়ে যেতাম আমরা। স্কুলের বিভিন্ন অনুষ্ঠানেও রঙ্গিন কাগজ কেটে মঞ্চ সজ্জা করা হত। দেখতে কি সুন্দর লাগত। এখন দিন বদলেছে । সব কিছুতেই এখন প্রযুক্তির ছোয়া। অনেক কথা হলো এখন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক,কিভাবে কাগজ কেটে একটি সুন্দর ফুলের ডিজাইন তৈরি করলাম।
উপকরণ
১। রঙ্গিন কাগজ
২ ।পেন্সিল
৩। কাচি
৪।স্কেল
১ম ধাপ
প্রথমে একটি রঙ্গিন বর্গাকৃতি কাগজ নিতে হবে। এরপর কাগজটি কোনাকুনি ভাবে ভাজ করে নিতে হবে দাগ বরাবর।
নিচের ছবির মতো করে।
২য় ধাপ
এরপর নিচের ছবিতে যেভাবে কাগজে দাগ আকা হয়েছে ,সেই দাগ বরাবর কাগজটি ভাজ করে নিতে হবে।
৩য় ধাপ
এবার নিচের ছবিতে যেভাবে দাগ আকা হয়েছে সেই দাগ বরাবর কাগজটিকে ভাজ করে নিতে হবে।
৪র্থ ধাপ
এভাবে কাগজটিকে চারবার ভাজ করতে হবে। চারভাজ করার পর কাগজের অতিরিক্ত অংশটি কেটে নিতে হবে। নিচের ছবির মতো করে।
৫ম ধাপ
এবার কাগজটিতে নিচের ছবির মতো করে ডিজাইন একে নিতে হবে।
৬ষ্ঠ ধাপ
এ ধাপে একে নেয়া ডিজাইন অনুযায়ী কেটে নিতে হবে ।নিচের ছবিতে যে অংশগুলো ডিপ কাল করা আছে সেগুলো কাটতে হবে।
শেষ ধাপ
কাগজটি কেটে নেয়ার পর ভাজগুলো খুলে নিলেই তৈরি হয়ে যাবে একটি রঙ্গিন কাগজের সুন্দর ফুলের ডিজাইন।
বন্ধুরা,কেমন লাগলো আমার আজকের হাতের তৈরি কাজটি? আশাকরি রঙ্গিন কাগজ কেটে তৈরি ফুল আপনাদের ভালো লেগেছে!
সবাইকে অনেক ধন্যবাদ।
মোবাইল ফটোগ্রাফিঃ এ১০
আসলে সাধারণ মানুষ এখন আতঙ্কে।
নির্বাচন আসলেই আমার নিজের অনেক ভয় লাগে। যাইহোক পরিস্থিতি যেন শান্ত থাকে সেই কামনা করি।
কাকতালীয় হলেও আমিও আজকে নকশা করা ফুলের ডিজাইন শেয়ার করেছি। আমারটা থেকেও আপনারটা একটু বেশি সুন্দর লাগছে আপু।
কাগজ দিয়ে ফুল তৈরি এটা আমার ২য় পোস্ট। আমি চেস্টা করেছি । আপনার ভাল লেগেছে দেখে ভাল লাগলো। ধন্যবাদ আপু।
একদম ঠিক বলেছেন আপু এখন আর রঙিন কাগজ দিয়ে কোন কিছু মনে হয় না সাজানো হয়। এখন দিন আসলেই পাল্টে গেছে এখন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস এসেছে যেটা দেখতে ভালোই লাগে। আপনার রঙিন কাগজের তৈরি ফুলটি কিন্তু ভালোই লাগছে দেখতে। হালকার ভিতর সুন্দর করে তৈরি তৈরি করেছেন।তৈরি করাটা মনে হচ্ছে একটু সহজই ছিল।
ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।
আসলেই আপু ঢাকায় রাজপথ এখন অনেক উত্তপ্ত। আগামীকাল যে কি হবে কে জানে। পরিস্থিতি শান্ত থাকুক এই কামনাই করি। যাই হোক আপনার রঙিন কাগজের নকশা টি দারুন হয়েছে। আমিও মাঝে মাঝে চেষ্টা করি তৈরি করার তবে সম্পূর্ণভাবে কখনো তৈরি করিনি। ভালো লাগলো আপনার কাজ টি দেখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু
ধন্যবাদ আপু।
কাগজ কেটে আপনি খুব সুন্দর ফুল তৈরি করেছেন। আমিও মাঝে মাঝে রঙিন কাগজ দিয়ে এই ধরনের ফুলগুলো বানাই। এই ফুলগুলো বানাতে খুব কম সময় লাগে দেখতেও আকর্ষণীয় হয়।
ফুল তৈরি করতে সময় কম লাগলেও একটু ভুলের জন্য তা নস্ট হয়ে যেতে পারে । তাই সাবধানে কাটতে হয়;।ধন্যবাদ আপু।
আপু আপনি একেবারে ঠিক বলেছেন মানুষ এখন বেশ আতঙ্কে আছে। রাজনীতিকে সব দ্বন্দ্বের কারণে। তাছাড়া দশ তারিখে কি হয় বলা যায় না, বেশ ভয় ভয় লাগছে।
আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ এটা নকশা তৈরি করেছেন ।নকশাটি খুব সুন্দর হয়েছে। হ্যাঁ আপু এখন আর রঙিন কাগজ দিয়ে ঘরে ডেকোরেশন করা হয় না ।আগে কিন্তু প্রত্যেকটি ঘরে ঘরে দেখা যেত রঙিন কাগজের বিভিন্ন ফুল নকশা দিয়ে ঘর ডেকোরেশন করে রেখেছে।
জি আপু আগে রঙ্গিন কাগজ দিয়ে বিভিন্ন অনুষ্ঠান সাজানো হতো ।এখন আর তা দেখা যায় না। ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।
সত্যি আপু ঢাকা শহরে রাজপথ এখন অনেক উত্তপ্ত।আপনি রঙিন দিয়ে অনেক চমৎকার হয়েছে। আসলে রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়।। যাইহোক আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য।,
ধন্যবাদ আপু।
হ্যাঁ এখন তো ওই একটাই বার্নিং কোশ্চেন,চলছে এক সমাবেশ।সাবধানে থাকবেন।
ক্রাফটটা দারুণ ছিল।ছবিগুলোও ভালোই ছিল। শুভ কামনা জানাই 😊
ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।
আপনি একদম ঠিক কথা বলেছেন স্কুল জীবনে আমরা কাগজ কেটে কত জিনিস তৈরি করতাম। আর এখন কাগজ দিয়ে সেই জিনিসগুলো পুনরায় তৈরি করতে যে স্কুল জীবনের কথা মনে পড়ে যায়। রঙিন কাগজের দারুন একটা নকশা তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।
একদম ঠিক বলেছেন আপু এরকম রঙিন কাগজের নকশা তৈরি করতে শৈশবের কথা মনে পড়ে যায়। আমরা আগে এভাবে কাগজের নকশা তৈরি করে স্কুলের যে কোন মঞ্চে সাজিয়ে দিতাম। তবে এখন আর এগুলো কোন মঞ্চে দেখা যায় না। এখন সব খানেই প্রযুক্তির । সুন্দর লাগছে আপু রঙিন কাগজের নকশা টি দেখতে।
ধন্যবাদ আপু।