গহনাঃ হাতের তৈরি বিডস এর কানের দুল।
আমার বাংলাব্লগের বন্ধুরা, কেমন আছেন সবাই?
আশাকরি সবাই ভাল আছেন? আমিও ভাল আছি। নারীর সাজে পূর্ণতার জন্য যেমন গলার হার প্রয়োজন তেমনি প্রয়োজন কানের দুল। গত পোস্টে আমি তিন লেয়ারের গলার মালা কিভাবে তৈরি করা যায় তা আপনাদের সাথে শেয়ার করেছি। সেই মালার সাথে মিলিয়ে আজ আমি তৈরি করবো কানের দুল। কানের দুল তৈরি করতে আমি দু"রং এর বিডস এবং আরো কিছু উপাদান ব্যবহার করেছি। আমি কানের দুল তৈরি করার বিভিন্ন ধাপ আপনাদের সাথে শেয়ার করব,যেন আপনারা তা সহজে তৈরি করতে পারেন।
আশাকরি ভালো লাগবে আপনাদের।
উপকরণ
১। ওভাল শেপ এর গোলাপী বিডস
২। সাদা ছোট বিডস
৩। হেড পিন
৪। হুক বা বর্শি হুক
১ম ধাপ
প্রথমে একটি হেডপিনে একটি ছোট সাদা বিডস ঢুকিয়ে নিতে হবে। নিচের ছবির মতো করে।
২ম ধাপ
এরপর সাদা বিডস এর পরে ওভাল শেপ এর গোলাপী বিডস ঢুকিয়ে নিতে হবে। নিচের ছবির মত করে।
৩য় ধাপ
এবার আর একটি সাদা বিডস ঢুকিয়ে নিতে হবে নিচের ছবির মতো করে।
৫ম ধাপ
এরপর লুপ তৈরির জন্য অতিরিক্ত হেডপিনটা কেটে নিতে হবে। এরপর একটি লুপ তৈরি করে নিতে হবে। নিচের ছবির মতো করে।
৬ষ্ঠ ধাপ
লুপ তৈরি করে নেয়ার পর ,সেই লুপের মধ্যে বর্শি হুকটি ঢুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একটি সুন্দর ছোট কানের দুল। যা যেকোন আউটফিটের সাথে মানানসই।
আশাকরি আজ আমার তৈরি ছোট কানের দুলটি সবার পছন্দ হয়েছে। এবং ধাপ গুলো অনুসরণ করে বানিয়ে ফেলুন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।
মোবাইল ফটোগ্রাফিঃ স্যামসাং এ১০
বাহ্ আপনার আইডিয়াটা বেশ ভাল ছিল। আসলে আমরা এভাবে খুব সহজে বিডস দিয়ে কানের দুল তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে কানের দুল বানানোর প্রক্রিয়াটা আমাদের মাঝে শেয়ার করার জন্য
জি ভাই। আমরা সহজে কিছু উপকরণ দিয়ে নিজের পছন্দ মত কানের দুল তৈরি করতে পারি। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
বাহ আপু. হেডফোন আর বিডস দিয়ে তো খুব সুন্দর ভাবে কানের দুল তৈরি করা শিখিয়ে দিলেন। ভালো লাগলো আপনার এই সুন্দর পোস্ট দেখে।
আপা হেডফোন নয় হেডপিন আপনার রাইটিং মিসটেক হয়েছে। হেডপিন হল গহনা তৈরির একটি উপকরণ। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আপনার হাতের তৈরি কাজ দেখে আমি মুগ্ধ। আপনি নিজের ইচ্ছেমতো পছন্দ করে খুবই ভালো গহনার সেট তৈরি করতে পারবেন। এগুলো তৈরি করতে অনেক দক্ষতার প্রয়োজন হয় আপনার দক্ষতা দেখে খুবই ভালো লাগলো। খুবই ভালো আইডিয়া ছিল আপনার। তৈরি করার পদ্ধতি খুবই ভালো ভাবে শেয়ার করেছেন উপস্থাপনা করে।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
বেশ দারুন মডেল করেছেন আপু এমন সৃজনশীল কাজ গুলো দেখতে অনেক ভাল লাগে।খুবই সুন্দর হয়েছে ধন্যবাদ শুভ কামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।
আপনার গত পরের তৈরি হয় আমি দেখেছিলাম। আজকে কানের দুল তৈরি থেকে ভীষণ ভালো লাগলো। বুঝতে পারলাম যে হাতের তৈরি করা কাজগুলো ভীষণ পছন্দ করেন। আমি নিজেও হাতের তৈরি জিনিসপত্র পছন্দ করি। আসলে নিজের হাতের কাজ করার আনন্দ এবং অনুভূতি দুটোই আলাদা। অনেক ভালো লাগলো আপনার তো এটি অনেক দূর দেখে।
আমি হাতের যে কোন জিনিস তৈরি করতে বেশ পছন্দ করি। যা দেখি যদি আমার পছন্দ হয় তা বানানোর চেস্টা করি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।