নিজেই তৈরি করি নিজের গহনা। by @ selina75.
আমার বাংলাব্লগের বন্ধুরা কেমন আছো সবাই?
আশা করি সবাই ভালই আছো।আমিও ভাল আছি।
আজ আমি আমার প্রিয় আরেকটি কাজ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি।
গহনা পরতে কার না ভালো লাগে,আর তা যদি হয় নিজের হাতের তৈরি গহনা তা হলে কেমন হয় বন্ধুরা?
সামনে আসছে পুজা।
নিজের তৈরি গহনায় নিজে সেজে এবং অন্যকে সাজিয়ে পুজার আনন্দকে ছড়িয়ে দিন সবার মাঝে।
আর তাই আমি আজ তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে একটি কানের দুল তৈরি করা যায়।
হাতে বানানো কানের দুল।
উপকরণ
১।হেড পিনঃ ২ পিস
২।জাম্প রিংঃ ২ পিস
৩।সিল্ভার বলঃ ৪ পিস
৪।কাল আনিক্স প্রাকৃতিক পাথরঃ ২পিস
৫।টপঃ ২ পিস
হেড পিন
জাম্প রিং
সিল্ভার বল,কানের টপ
কাল অনিক্স প্রাকৃতিক পাথর
কানের দুল বানানোর পদ্ধতিঃ
১ম ধাপঃ
হেড পিনে একটি সিল্ভার বল ঢুকিয়ে নিতে হবে
২য় ধাপঃ
কাল অনিক্স পাথার ঢুকিয়ে নিতে হবে।
কাল পাথরের পর আরেকটি সিল্ভার বল ঢুকিয়ে নিতে হবে।
৩য় ধাপঃ
হেড পিনটিকে লং নোস প্লায়ার দিয়ে প্যাচিয়ে একটি লুপ তৈরী করে নিতে হবে
৪র্থ ধাপঃ
একটি ছোট জাম্প রিং দিয়ে টপ ও হেড পিনে তৈরি করা লুপটি যুক্ত করে দিন।
তৈরি হয়ে গেল সুন্দর একটি হাতে বানানো কানের দুল।
ধন্যবাদ সবাইকে।
মোবাইলফটোগ্রাফিঃ স্যামসাং এ ১০
আপু আপনার হাতের কাজ দেখে আমি সত্যিই মুগ্ধ ।খুবই ভালো লাগলো নিজের হাতের এয়ার রিং টি বানানো দেখে । আমরা চাইলে নিজেরাই নিজেদের ইচ্ছামত ড্রেসের সাথে ম্যাচিং করে করেও এভাবে কানের দুল বানাতে পারি।
ঠিক বলেছেন আপু।আমরা নিজেরাও ড্রেসের সাথে ম্যাচিং করে বানাতে পারি এবং অন্যকে উপহারও দিতে পারি।ধন্যবাদ আপনাকে।
সত্যিই এটা আপনি হাতে তৈরি করেছেন? অনবদ্য হয়েছে। এরকম হাতের তৈরি কাজ দেখলে অবাক হতেই হয়। ভীষণ প্রশংসনীয় একটা কাজ।
ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।আমার পছন্দের একাটি কাজ।
পুজোর আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আপনি নিজে গয়না তৈরি করেছেন এবং অন্যের জন্য তৈরি করছেন দেখে অনেক ভালো লাগলো আপু। সত্যি আপনার গুণের কথা প্রশংসা করার ভাষা আমার নেই। তবে আপনার হাতের কাজ দারুন ছিল আপু। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর কমেন্টের জন্য।আমি গহনা বানাতে খুব পছন্দ করি এবং আমার গহনা আমি নিজেই বানাই।
আপু আপনার হাতের কাজ বেশ ভাল।তবে এই উপাদান গুলো কোথা থেকে সংগ্রহ করা যায়?
ধনযবাদ ভাই কমেন্ট করার জন্য।গহনা বানানোর উপাদান গুলো ঢাকার চকবাজার ও মিরপুর ১১ তে পাওয়া যায়।
ধন্যবাদ আপু উত্তর দেওয়ার জন্য।
বাহ আপু আপনি তো দেখছি নিজের হাতে নিজের বেশ সুন্দর গহনা তৈরি করেছেন। বোঝাই যাচ্ছে আপনি আপনার এই হাত দিয়ে অনেক ভালো ভালো কারুকার্য করেছেন। আপনার কাছ থেকে শিখে নিলাম সহজেই পছন্দমত কানের দুল তৈরি করার পদ্ধতি। ধন্যবাদ আপনাকে এবং অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। এভাবে ভালো কাজগুলো নিয়ে এগিয়ে যান এই কমিউনিটিতে।
আমার বানানো গহনা পছন্দ করার জন্য ধন্যবাদ।আমি চেস্টা কবরবো নতুন কিছু করার জন্য।আপনাদের সহযোগীতা পেলে আশা করি পারবো।
আপনি অনেক ক্রিয়েটিভ একজন মানুষ। আপনার হাতের কাজে বেশ সুন্দর। আপনার তৈরিকৃত কানের দুল গুলো বেশ হয়েছে। এছাড়াও আপনি নিয়মিত পোস্ট করতেছেন বিষয়টি খুব ভালো লেগেছে।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ।