ঈদ মোবারক ৷৷ আমার বাংলা ব্লগ 🌃🌃
আজ ১৭ই, চৈত্র | ১৪৩১ বঙ্গাব্দ, |বসন্তকাল |
নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।
শুরুতেই আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দ এডমিন মডারেটর এবং কি ফাউন্ডার দাদা সহ সবাইকে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা ও ভালোবাসা । সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক । আসলে একটি কথায় আছে না যে ধর্ম যার যার উৎসব সবার। ঠিক সেই প্রেক্ষিতেই আজকের লেখা আমার এই ছোট্ট একটি ব্লগ ।
গ্রামের এক প্রবাদ বাক্যে শুনেছিলাম একটি মায়ের দুটি সন্তান হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তার প্রাণ।
আসলে আমরা ধর্ম ভিন্ন হলেও মানুষ এক কারণ সবাই আমরা সৃষ্টিকর্তার ই সৃষ্টির জীব। এখানে আসলে আমার ধর্ম নিয়ে ভেদাভেদ না করে আসুন সবাই একত্রিত হয়ে বেঁচে থাকার একটা নতুন সমাজ গঠন করি। সকল ধর্ম ভেদাভেদ জাত ভুলে এক উৎসব এ রঙ্গিন করি । আমাদের এই প্রতিবছরের এই উৎসবের দিনগুলোকে।
আমরা ব্যক্তিগত জীবনের সবাই জীবন জীবিকার তাঁগিতে পরিবার পরিজন ছেড়ে দেশ-বিদেশ কিংবা প্রবাস জীবন অতিবাহিত করছে।। কিন্তু এই উৎসবকে ঘিরে সকল জল্পনা-কল্পনা ভুলে পরিবারের টানে নারীর টানে মা বাবার ভালোবাসার টানে নিজ বাড়িতে ফেরার এক আপ্রাণ অনুভূতি ভালোবাসা নিয়ে ছুটছে। সকল ব্যস্ততার অবসান ঘটিয়ে কেউবা গাড়িযোগে কেউবা ট্রেনে আবার কেউবা লঞ্চ সদরঘাট পাড়ি দিয়ে ফিরছে নিজ পরিবারের কাছে ঈদে পরিবারের সাথে একটি সুন্দর সময় কাটানোর জন্যই ।
আর এই ঈদে পরিবার মা বাবা ভাই বোন কিংবা প্রিয় মানুষটি অধীর অপেক্ষা করে রয়েছে। কারো ভাই কারো ছেলে কিংবা কারো প্রিয় মানুষটির কাছে পাওয়ার জন্য । তাই তো সকল কিছু অপেক্ষা করে এই ঈদের আনন্দ গুলো কাটুক অনেকে সুন্দর প্রাণ বন্দ নিয়েই সেই আশা প্রত্যাশা ব্যক্ত করছি।
তাই আসুন আমরা সমাজকে বদলে দিতে এই রাষ্ট্রকে বদলে দিতে সমস্ত কিছুকে ভুলে মানুষ মানুষকে ভালোবেসে সকল ছোট বড় ভেদাভে দ ভুলে গিয়ে সকল ধর্মকে শ্রদ্ধা জানিয়ে সকল ধর্মের উৎসবকে আনন্দের সহিত উদযাপন করি।
পরিশেষে বলবো সকল মুসলিমদের ঈদ কাটুক অনেক আনন্দের সহিত সেই সাথে সাবধানতার সহিত পরিবার-পরিজনদের নিয়ে অনেক আনন্দের সহিত দিনগুলোকে উদযাপন করি।