এখনকার ঈদ যেন ফানশে লাগে।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
এখনকার ঈদ যেন ফানশে লাগে। |
---|
বন্ধুরা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন আজকে কি বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আসলে এখনকার ঈদ যেন ফানশে লাগে।আর এ বিষয়ে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। আসলে আমরা সব সময় নিজেদের ভালো লাগা, মন্দলাগা, নিজেদের চিন্তা,চেতনা, আমার বাংলা ব্লগে সবার সাথে শেয়ার করি, তাইতো আপনাদের মাঝে চলে এলাম। যাই হোক চলুন কথা না বাড়িয়ে শুরু করি।
একসময় ঈদ মানেই ছিল অনেক অনেক আনন্দ আর সবাই মিলেমিশে উদযাপন করা। এখনকার ঈদগুলো ঠিক যেন আগের মতো নেই। মনে হয়, ঈদের দিন আসলেও মনে আগের মত সেই খুশিটা আসে না। যেন কোথায় একটা শূন্যতা কাজ করে।যেন সাধারণ দিনের মতোই দিন অতিবাহিত হয়।
আগে ঈদের এক মাস আগে থেকেই শুরু হতো কেনাকাটা, বাড়ির মহিলারা সবাই মিলে তৈরি করত পিঠা-পায়েশ।আবার একে অন্যকে জামাকাপড় দেখানো, নতুন জুতা পরে হাঁটতে যাওয়া। প্রতিবেশীদের সাথে ঈদগা মাঠে নামাজ পড়ে ফিরেই শুরু হতো সেমাই খাওয়া, আত্মীয়দের বাসায় যাওয়া, ছোটদের সালামি দেওয়া কত সুন্দর আর জমজমাট ছিল ঈদের দিনগুলো।
কিন্তু এখন দিন দিন সব পরিবর্তন হতে চলেছে।এখন মানুষ সর্বদায় ব্যস্ত,খুশি যেন ব্যস্ততার মধ্যে কিছুইনা।এদিকে অনেকেই দেশের বাইরে, অনেকে আবার কাজের চাপে পরিবার থেকেও দূরে।মোবাইলে ঈদ মোবারক বলে দায়িত্ব শেষ।আন্তরিকতা যেন কোথাও হারিয়ে গেছে। একে অপরকে না দেখে ঈদের আনন্দই যেন একদম ফানশে হয়ে যায়।
আধুনিকতা আমাদের জীবন সহজ করেছে ঠিকই, কিন্তু সম্পর্কের বন্ধন আর আগের মত নেই।ব্যস্ততার মাঝে যেন মায়া মমতা হারিয়ে গেছে।এই ঈদের খুশির মাঝেও আজ অনেকেই একা, অনেকেই মানসিকভাবে ক্লান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে ঈদ উদযাপন দেখালেও, ভিতরে সেই পুরনো ঈদের মতো আনন্দটা যেন আর নেই।
তবে কথা হলো,সব আমাদের উপর নির্ভর করে।ঈদের মূল আনন্দ এখনো আমাদের মাঝে আছে, তবে যদি আমরা একটু সময় বের করে পরিবার, বন্ধু, প্রতিবেশীদের সাথে কাটাই। যদি আমরা শিশুদের হাতে সালামি দিই, মা-বাবার হাতে বানানো সেমাই বা খাবার খাই, তাহলে ঈদের ফানশে ভাবটা আবার হারিয়ে যাবে, ফিরে আসবে পুরনো সেই দিন পুরনো সেই প্রাণ।যাইহোক অনেক কথা বললাম আজকে আর না।
তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়বস্তু,যাই হোক আশা করছি বিষয়টি আপনাদের ভালো লেগেছে। আজকে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিলাম।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR

ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | জেনারেল রাইটিং । |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
লোকেশন | - বাংলাদেশ। |
আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
❇️
💝🙏
হায় @nevlu123, আপনার ঈদ নিয়ে স্মৃতিচারণমূলক পোস্টটি সত্যিই অসাধারণ! ঈদের সেই সোনালী দিনগুলোর কথা মনে করিয়ে দিলেন, যখন আনন্দ ছিল বাঁধভাঙা আর ভালোবাসায় ভরপুর। এখনকার ঈদের ফানশে ভাব নিয়ে আপনার উপলব্ধিগুলো খুব বাস্তব।
আমার বাংলা ব্লগে এমন একটি বিষয় নিয়ে লেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার লেখার মাধ্যমে আধুনিক জীবনে ঈদের আনন্দ ফিকে হয়ে যাওয়ার যে চিত্র তুলে ধরেছেন, তা সত্যিই ভাববার মতো। তবে, আপনি আশার আলো দেখিয়েছেন – পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানো, ছোটদের সালামি দেওয়া, এবং মায়ের হাতের পিঠা-পায়েশ খাওয়ার মাধ্যমে আমরা সেই পুরনো ঈদের আনন্দ ফিরে পেতে পারি।
আপনার আন্তরিক উপস্থাপনা এবং সুন্দর ছবিগুলো পোস্টটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এমন একটি সময়োপযোগী এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য আবারও ধন্যবাদ। আপনার অন্যান্য কাজগুলোও দেখার অপেক্ষায় রইলাম। চালিয়ে যান!
✴️🌈✴️
1 | https://x.com/Nevlu123/status/1931550020169576941
2 | https://x.com/Nevlu123/status/1931550227208777887
3 | https://x.com/Nevlu123/status/1931550803686527300
4 | https://x.com/Nevlu123/status/1931550989318009171
হ্যাঁ ভাইয়া আগে কিন্তু ঈদগুলো মজা ছিল। এখন আধুনিক যুগে ঈদের মজা একদম চলে গেল। আর আগে ঈদ আসলে এক মাস থেকে বিভিন্ন ধরনের জিনিস বানাতে এবং কিনাকাটা করতো। আর ঈদের সময় আনন্দ তো আরো বেশি লাগতো। তবে এটি একদম ঠিক বলেছেন আমরা যদি একটু সময় দিই তাহলে ভালো হয়। বিশেষ করে ছোট বাচ্চাদের হাতে সালামি দিয়ে তাদেরকে সময় দিলে ঈদ সুন্দর কাটবে। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।