সকলের ঈদ আনন্দ তাদের পরিবারের সাথেই কাটুক
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ০৬ ই জুন ২০২৫ ইং
ঈদ আসে ঘরের দরজায় যেন এক শুভ্র সকাল। রোজার এক মাসের সংযম, আত্মশুদ্ধির পরে যখন ঈদের চাঁদ ওঠে, তখন শুধু আকাশ নয় হৃদয়ের আঙিনাও আলোকিত হয়ে ওঠে। ঈদের সকালে ঘুম থেকে ওঠা, আতরের গন্ধ মেখে গোসল সেরে নতুন জামা পড়া এসব যেন শুধুই একটি দিনের প্রস্তুতি নয়, বরং শিকড়ে ফেরার এক অদ্ভুত আহ্বান। যে আহ্বানে আমরা ফিরে যাই আপন মানুষদের কাছে, ফিরে যাই পরিবার নামক শান্তির ঘরে।বছরে দুটি ঈদ আমাদের আত্নীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও অন্যান্য সকল সম্পর্কের মানুষের সাথে দেখা করার একটা মাধ্যম।
এই দিনটা কেবল পায়েস আর বিরিয়ানির নয়। এই দিনটা গল্পের, আলিঙ্গনের, একসাথে নামাজ পড়ার, হাত মেলানোর। অনেক বছর পরে হয়তো এক ভাই ফেরা দেয় দেশের বাড়িতে, হয়তো কোনো বৃদ্ধ বাবা এই দিনেই সবচেয়ে বেশি চান ছেলেমেয়েদের পাশে পেতে। ঈদের দিনে যখন একসাথে বসে খাওয়া হয়, তখন শুধু খাদ্য নয় ভাগাভাগি হয় সুখের, দুঃখের, পুরনো স্মৃতির। অনেক বাবা মা আছেন যারা দীর্ঘদিন ধরে তাদের সন্তান সন্ততিদের কে দেখেন না, কিন্তু যখন আমাদের মাঝে ঈদ চলে আসে ঠিক তখনই তারা তাদের সাথে মিলন করতে পারেন।
শহরের ব্যস্ত জীবন, কর্মক্ষেত্রের চাপ, দূরত্বের প্রাচীর সব কিছু যেন ঈদের এই দিনে কিছুটা নরম হয়ে আসে। যারা সারাবছর পরিবারের থেকে দূরে থাকেন, তারা ঈদের ছুটিতেই সব ফেলে ছুটে আসেন সেই পুরনো উঠোনে, যেখানে মায়ের হাতের রান্না, বাবার মুখে পুরনো গল্প আর ভাইবোনদের খুনসুটিতে গড়ে ওঠে ঈদের আসল আনন্দ।তবে ঈদ শুধু আত্মীয়তার মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রতিবেশী, কর্মজীবী, দরিদ্র সবার জন্য এই দিন। এই দিন টা নির্ধারিত কোন মানুষের জন্য নয়, এই দিনটি সর্বস্তরের মানুষের জন্য।
কারো হাতে ঈদের নতুন কাপড় পৌঁছে দিলে, কোনো শিশু মুখে হাসি ফুটে উঠলে, কিংবা কারো খালি থালায় একমুঠো ভালোবাসা তুলে দিলে ঈদের মূল আত্মা যেন তখনই সত্যিকারে ধরা দেয়।সেই প্রাচীন ছবি সকালবেলায় সবাই একসাথে ঈদের নামাজে যাচ্ছেন, কেউ হাতে হাত রেখে, কেউ বয়স্ককে ধরে হাঁটছেন এমন দৃশ্য এখনো দেশের নানা প্রান্তে বেঁচে আছে। প্রযুক্তি যতই এগিয়ে যাক, পরিবারের সাথে এক কাপ চা, একফালি হাসি, আর একসাথে ছাদে ওঠা এগুলোই যেন ঈদের সবচেয়ে অমূল্য অংশ।
ঈদের আসল সৌন্দর্য এই একত্রিত হওয়ায়। কে কী দিল, কে কী খেল, তা নয় বরং কে কার সাথে সময় কাটালো, কাকে জড়িয়ে ধরলো, কাকে মনে করলো এটাই গুরুত্বপূর্ণ। কারণ এই একদিনের ভালোবাসা অনেকদিনের অভাব পূরণ করে দিতে পারে।এই ঈদে তাই আসুন, নিজের মোবাইল একটু পাশে রাখি। একটু বেশি সময় দিই মা-বাবাকে, ভাইবোনকে, সন্তানকে। যারা নেই, তাদের কথা মনে করে এক মিনিট চোখ বন্ধ রাখি। যারা আছে, তাদের সাথে এক কাপ চা ভাগ করি। কারণ ঈদের সবচেয়ে বড় উপহার আমরা একে অপরের জন্য সময় দিতে পারা।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily task
Link
https://x.com/Riyadx2P/status/1931033302846329236?t=cpEnzopPSlKHLXXqOGGMog&s=19
https://x.com/Riyadx2P/status/1931033626185195748?t=cpEnzopPSlKHLXXqOGGMog&s=19
https://x.com/Riyadx2P/status/1931033734834475317?t=cpEnzopPSlKHLXXqOGGMog&s=19
https://x.com/Riyadx2P/status/1931034003261542890?t=cpEnzopPSlKHLXXqOGGMog&s=19
https://x.com/Riyadx2P/status/1931034278944710843?t=cpEnzopPSlKHLXXqOGGMog&s=19
Screenshot