বড় ভাই মানে, এক আকাশ পরিমান ভালোবাসা.... 🖤

children-4894710_1920.jpg

Source

আজকাল ফেসবুকে ঢুকলেই মা-বাবার ভালোবাসা নিয়ে অনেকগুলো ভিডিও দেখা যায়। ভাই বোনের ভালোবাসা নিয়ে অনেক ভিডিও দেখা যায় তবে বড় ভাইকে নিয়ে অনেক কম ভিডিও দেখেছি এবং এই বড় ভাই যে আমাদের সকলকে কত ভালবাসেন সেই বিষয়টা হয়তো এক্সপ্রেস করতে পারে না। তবে সে ভালোবাসে এই বিষয়টা আমিও মনেপ্রাণে বিশ্বাস করি। আপনার যদি কেউ বড় ভাই থাকে তাহলে তাকে একবার জড়িয়ে ধরে বলবেন ভাই তোমাকে অনেক বেশি ভালোবাসি, দেখবেন এর পরেই কি ঘটনা ঘটে।

মা বাবার পরে যদি পরিবারে কেউ থেকে থাকে সেটা হচ্ছে নিজের বড় ভাই। নিজের বড় ভাই মানেই হচ্ছে দ্বিতীয় বাবা। যে ভাই নিজের কথা চিন্তা না করে নিজের ছোট ভাই বোনদের কথা চিন্তা করে। যে বড় ভাই সব সময় নিজে অসুখী থেকে নিজের পরিবার এবং ভাই-বোনদেরকে সুখে রাখার চেষ্টা করেন। সেই ভাইয়ের ভালোবাসা গুলো আমরা কখনোই অনুধাবন করতে পারি না। বড় ভাইকে নিয়ে লেখালেখি হয় না বললেই চলে। বাবা যখন একসময় আমাদেরকে বড় করতো তখন অনেক ভালো লাগতো। তখন অন্যান্য কিছু টেনশন ছিল না। যখন বাবার বয়স হতে লাগলো তখন বড় ভাই আমাদের এই পরিবারের হাল ধরেছিল। এই বিষয়গুলো এখন অনেকটাই অনুধাবন করতে পারি। যদিও আমার নিজের কোন বড় ভাই নেই তবে এই বিষয়গুলো আমি অনেকটাই অনুভব করি।

বড় ভাই এমন একজন মানুষ যে কখনোই মুখ ফুটে বলবে না যে আমি তোমাকে কত বেশি ভালোবাসি কিন্তু বিশ্বাস করেন বড় ভাই পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালবাসে। শুধুমাত্র বলতে পারেনা। আজ পৃথিবীর সমস্ত বড় ভাইদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। হয়তো সেই মানুষটাকে নিয়ে খুব বেশি একটা মাতামাতি করা হয় না তবে সেই মানুষটাও ভালো ভালবাসার ডিজার্ভ করে। সেও একটু সম্মান ডিজার্ভ করে। যাই হোক আজকের মত এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  
 6 months ago 

আপনি যে ভাবে বড় ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তা সত্যিই হৃদয়গ্রাহী। যদিও বড় ভাইয়ের মতো একজন ব্যক্তিকে নিয়ে খুব বেশি আলোচনা বা মাতামাতি হয় না, তার ভূমিকা কিন্তু অপরিসীম। এই লেখায় তা সুরেলা ভাষায় তুলে ধরা হয়েছে, যা আমাদেরও বড় ভাইদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা অনুভব করতে শেখায়।

 6 months ago 

বাবার পরে পরিবারের যে মানুষটা হাল ধরে তার নাম হচ্ছে বড় ভাই। কারোর যদি বড় ভাই থাকে তাহলে তার বাবা না থাকলেও সেই বড় ভাই বাবার অভাবটা পূর্ণ করতে পারে। কিন্তু সেই বড় ভাইকে নিয়ে আমরা এখন অজ্ঞাত। যাই হোক সর্বশেষ আমিও এটাই বলবো বিশ্বের সকল বড় ভাইদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।