জীবনে এমন কিছু সময় আসে যখন সবকিছু থমকে যায় — মন, শরীর, এমনকি চিন্তাও। ঠিক তেমনই এক সকালে হঠাৎ করে আমি অনুভব করলাম শরীরটা অস্বাভাবিকভাবে দুর্বল হয়ে পড়েছে। মাথা ঘুরছে, বুক ধড়ফড় করছে, আর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মুহূর্তেই বুঝলাম, সময় নষ্ট করলে বিপদ হতে পারে।এই অবস্থায় মনে পড়ল একজনের নাম — ডা. মমতাজ।চেনা মুখ, বিশ্বস্ত চিকিৎসক, যিনি সবসময় রোগীর পাশে থাকেন মানবিকভাবে। পরিবার-পরিজন কেউ সময়মতো আসতে না পারায় আমি নিজেই সিদ্ধান্ত নিলাম, এখন একমাত্র ভরসা মমতাজ ডাক্তারের কাছে যাওয়া।ক্লিনিকে ঢুকতেই তাঁর সহানুভূতিশীল দৃষ্টি যেন অর্ধেক সুস্থ করে দিল। খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনলেন, একে একে সব উপসর্গ নোট করলেন, তারপর বললেন —ভয় পেও না, এটা সাময়িক সমস্যা। আমি আছি।এই কয়েকটি কথাতেই যেন মনের ভেতর সাহস ফিরে এল। দ্রুত কিছু পরীক্ষা করলেন, প্রয়োজনীয় চিকিৎসা দিলেন, আর বললেন নিয়মিত বিশ্রাম নিতে। তাঁর আত্মবিশ্বাসী কণ্ঠে আশ্বাসের এমন ছোঁয়া পেলাম, যা ওষুধের চেয়েও কার্যকর মনে হলো।ডা. মমতাজ শুধু চিকিৎসা দেন না — তিনি রোগীর মনও বুঝতে পারেন। তাঁর আচরণে যে মানবিকতা, তা সত্যিই প্রশংসনীয়। একজন চিকিৎসকের সবচেয়ে বড় গুণ হলো রোগীর প্রতি আন্তরিকতা, যা আমি তাঁর মধ্যে খুঁজে পেয়েছি।সেদিনের অভিজ্ঞতা আমাকে একটা বিষয় খুব স্পষ্টভাবে শিখিয়েছে —
জরুরী মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং সঠিক ব্যক্তির কাছে পৌঁছানো জীবনের বড় অর্জন।আর আমার জন্য সেই সিদ্ধান্ত ছিল — মমতাজ ডাক্তারের দ্বারস্থ হওয়া।তাঁর দ্রুত ও সহানুভূতিশীল চিকিৎসা না পেলে হয়তো আজকের এই লেখাটা লেখা হতো না।তাই কৃতজ্ঞ হৃদয়ে বলি ধন্যবাদ, ডা. মমতাজ। আপনি শুধু ডাক্তার নন, একজন সত্যিকারের মানবতার যোদ্ধা।
আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
Device | Motorola g34 5g |
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |

আমার নাম মোঃ আবু বকর (সিদ্দিক) ।আমি একজন বাংলাদেশের নাগরিক।আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা।আমি জাতীয় বিশ্ববিদ্যালয়,রংপুর কারমাইকেল কলেজ এর(IHC)ডিপার্টমেন্ট থেকে অনার্স করতেছি।আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। সবথেকে বড় পরিচয় আমি "আমার বাংলা ব্লগ"কমিউনিটির একজন সদস্য।আমি ২০২৪ সালের জুলাই মাসে এই প্লাটফর্মের সাথে যুক্ত হই। এই প্লাটফর্মের সাথে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি।বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে আমার।পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। আমার সব থেকে বড় ইচ্ছা আমি একজন উদ্যোক্তা হব।আমি মনে করি ধৈর্য,পরিশ্রম, বিশ্বস্ততা এগুলো সফল হতে সম্মুখ ভূমিকা পালন করে। ধন্যবাদ।
Vote@bangla.witness as witness

Set@rme as your proxy








X-promotion
Comment Link:👇
https://x.com/Moto5g638776/status/1978132353735156055?t=Gmoe4BHFfebuaS76p9_2qg&s=19
https://x.com/Moto5g638776/status/1978131821138186731?t=hCaer7Cu6g7_W2JhGBn6ng&s=19