জেলা পরিষদ পার্কে একদিন।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ২২ শে জুলাই ,মঙ্গলবার, ২০২৫ খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। ক্রিয়েটিভিটির পাশাপাশি নিজের কাটানো সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করি। কিন্তু খুব একটা ঘোরাঘুরি করা হয়ে ওঠে না। মাঝে মাঝে এদিকে সেদিকে ঘুরতে বের হই। অনেকদিন আগে মেসের আপুদের সাথে জেলা পরিষদ পার্কে গিয়েছিলাম। সেখানে কাটানো মুহূর্তই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।
বেশ অনেকদিন আগের কথা। যতদূর মনে পড়ে ঈদের আগে ঘুরতে গিয়েছিলাম আপনাদের সাথে। সবাই বাড়ি চলে যাবে বলছিল। তাই আপনাদেরকে বললাম আপু চলেন বাড়ি যাওয়ার আগে একসাথে কোথাও ঘুরে আসি। আপুরাও বলল চলো যাওয়া যায়। কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রে আপুরা তেমন একটা আগ্রহ দেখায় না।সব সময় আমি তাদের বলব তারপর যাবে। এ জিনিসটা আমার একদম ভালো লাগে না। তারপরও যেতে হয় কি আর করার। মেসে আমার সমবয়সী মেয়েরা খুব কম।
তারপর আমরা কথা অনুযায়ী বিকেল তিনটা নাগাদ বের হলাম। সেদিন একটা রেস্টুরেন্টের ওপেনিং হওয়ার কথা ছিল। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার কথা ছিল আমাদের। যদিও আমরা পার্ক থেকে আসার সময় সেখান থেকে খাবার পার্সেল করে নিয়ে এসেছিলাম। যাই হোক,তিনজন মিলে একটি রিকশায় চেপে বের হলাম। এই জায়গাটিতে আমি এর আগেও দুই বার গিয়েছে। তার অধিক হবে হয়তো ঠিক মনে পড়ছে না।
গড়াই নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা এই সুন্দর জায়গাটি আমার কাছে অনেক ভালো লাগে। যাওয়ার সময় সুন্দর চিকন একটি রাস্তা পাওয়া যায়। এই চিকন রাস্তায় রিক্সায় চেপে যেতে খুব ভালো লাগে। আমরা তিনজন মিলে মিনিট পনেরোর মধ্যে সেখানে পৌঁছে গেলাম। আগে এখানে টিকিট সিস্টেম ছিল না। ভিতরে বাচ্চাদের খেলার জন্য অনেক স্পট করা হয়েছে সেজন্য নতুন করে টিকিট সিস্টেম চালু করা হয়েছে। আমরা প্রথমে তিন জনের জন্য তিনটি টিকিট কেটে নিলাম।
টিকিট নিয়ে তারপরে প্রবেশ করলাম পার্কের মধ্যে। পার্কের দেশ ও আগের থেকে অনেক উন্নত। অনেক নতুন নতুন জিনিস করা হয়েছে এর মধ্যে। আমি তো অনেকদিন আগে গিয়েছিলাম এখন হয়তো আরো বেশি উন্নত হয়ে গেছে। সেখানে ঘোরাঘুরি করা ছাড়া আর কিছুই নেই। আমরা তিনজন মিলে পার্কের বিভিন্ন দিকে ঘুরে বেড়ালাম। সেদিন আমার সাথে একটি মজার গেম খেলা হয়েছিল। একটি ভাইয়া এসে আমাকে বল আপু আমরা কিছু প্রশ্ন করব উত্তর দিতে পারলে প্রত্যেক প্রশ্নের প্রতি 50 টাকা। আমি প্রথমে খেলতে চাইলাম না। তারপর আপুরা আমাকে জোর করায় আমি রাজি হয়ে গেলাম।
কেন জানিনা ক্যামেরার সামনে কিংবা সবার মাঝে কথা বলতে আমার ভয় লাগে। এমনিতে তো ক্লাসের মধ্যে সবার আগে আমি ম্যাম কিংবা স্যারের সাথে কথা বলি। ক্যামেরার সামনে কেন জানিনা ভয় লাগে। তারপরেও আমাকে তিনটি প্রশ্ন করা হলে আমি দুইটি প্রশ্নের উত্তর পেয়েছিলাম। যদিও ভাইয়াগুলো আমাকে বলেছিল একটি প্রশ্নের উত্তর হয়েছে। আরেকটা তুমি ভুল বলেছ। তারা ইচ্ছে করে সেটা আমাকে ভুল প্রমাণিত করেছিল আমি জানি। পরে তারা উত্তর বলে দিলে আমি বলেছি আমি তো এটাই বললাম। তখন তারা বলে তারা নাকি শুনতে পায়নি। যাইহোক খেলাটা খেলে বেশ মজাই লাগলো।
তারপর বেশ কিছুক্ষণ আপুদের সাথে ঘুরাঘুরি করলাম। আরো কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছিলাম যেগুলো এখন খুঁজে পাচ্ছি না। এখানে খুব সুন্দর একটি লাভ সেইপের মাঝে বসার জায়গা করা হয়েছে। এর পিছনে রয়েছে বাচ্চাদের খেলার জন্য অনেক স্পট। এখানে গিয়ে প্রকৃতির সাথে খুব সুন্দর সময় কাটানো যায়। পাঁচটা পর্যন্ত সবাই মিলে এখানে খুব সুন্দর সময় কাটালাম। তারপর পাট থেকে বেরিয়ে গেলাম নদীর ধারে। বাকিটা পরবর্তী কোন সময় শেয়ার করব। আজ এই পর্যন্তই।
ছবির বিবরণ
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২২ শে মে ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


https://x.com/PurnimaBis34652/status/1947719587925266764?t=kLrI7UdI8vxliCJ-v6s8Fg&s=19
আপুদের সাথে পার্কে গিয়ে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছে জেনে ভালো লাগলো। প্রশ্নগুলো জানলে আরো বেশি ভালো লাগতো। কয় টাকা পাইছিলা মোট? অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে ধন্যবাদ।