বৃক্ষ মেলাতে আমরা।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ-২০ শে আগস্ট,বুধবার, ২০২৫ খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।
ক্রিয়েটিভিটির পাশাপাশি প্রতিদিনের ঘোরাঘুরি এবং আনন্দের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে। মাঝে মাঝে আপনাদের সাথে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গাতে ঘোরাঘুরির বিষয়ে শেয়ার করে থাকি। ঘোরাঘুরি করতে তো বাইরে কোথাও যাওয়া হয় না। এই কুষ্টিয়া জেলার মধ্যে যতটুকু ঘোরাঘুরি করতে পারি। কয়দিন আগেই দুই রুমমেট মিলে চলে গিয়েছিলাম বৃক্ষ মেলাতে। প্রতিবছর কুষ্টিয়াতে বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়। বৃক্ষমেলা উপলক্ষে কুষ্টিয়া ডিসি পার্ক সেজেছিল গাছে গাছে। বৃক্ষ মেলাতে যাওয়া এবং সেখানকার অনুভূতি শেয়ার করব।
গাছ আমরা সবাই ভালোবাসি। আমাদের চারপাশে গাছের প্রয়োজনীয়তা অনেক। গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা ছোটবেলা থেকেই অনেক কিছু করে এসেছি। আস্তে আস্তে প্রকৃতি যেন ধ্বংস হয়ে যাচ্ছে। গাছ কেটে বাসস্থান তৈরি করা এবং বিভিন্ন কাজের জন্য গাছ কেটে ফেলা হচ্ছে। এই গাছ কেটে ফেলার কারণে আমাদের মানবজীবন পরছে হুমকির মুখে। তারপরেও আমরা মানুষেরাই গাছকে নষ্ট করে ফেলছি। আমাদের প্রত্যেকের উচিত গাছ লাগানো।
আমাদের প্রত্যেকের উচিত গাছ লাগানো এই কথাটি মনে করিয়ে দেওয়ার জন্যই হয়তো প্রতিবছর বৃক্ষমেলার আয়োজন করা হয়। এই বৃক্ষ মেলাতে এমন কোন গাছ নেই যেটা বাংলাদেশে হয়ে থাকে কিন্তু মেলাতে পাওয়া যায় না। অসংখ্য ধরনের গাছ এখানে পাওয়া যায়নি। বৃক্ষ মেলা হল গাছের মেলা। বিভিন্ন ধরনের ফুল ফলের গাছে গাছে ভরে যায় এই মেলাতে। যেমন থাকে গাছের ভিড় তেমনি থাকে মানুষের ভিড়। উপচে পড়া ভিড় নিয়ে সকলেই আসছে গাছের সাথে পরিচিত হতে। অনেকেই গাছ কেনে অনেকেই কেনে। তবে বেশিরভাগ মানুষ গাছ কিনতে আসে।
ডিসি কোর্ট এমনিতেও অনেক সুন্দর একটি জায়গা। অনেক বড় স্পেস নিয়ে তৈরি। সেখানে গেলে এমনিতেই মনটা ভালো লাগে। আর যেহেতু বৃক্ষ মেলা হচ্ছে সেজন্য আমি আর রুমমেট মিলে ঠিক করলাম সেখানে যাব। আমরা বিকেল চারটার দিকে দুজন মিলে বৃক্ষ মেলায় গিয়েছিলাম। সেখানে গিয়ে অনেক ধরনের গাছের সাথে পরিচিত হয়েছিলাম। অনেকগুলো গাছ পছন্দ হলেও কিনতে পারিনি। কারণ আমরা মেসে থাকি এখানে গাছ রাখার জায়গা নেই। অনেক ধরনের ফুল এবং ফলের সাথে পরিচিত হয়েছিলাম।
দোকানদার আঙ্কেল গুলো অনেক ভালো ছিল। এত ডিস্টার্ব করার পরও তারা রেগে না গিয়ে ফুল এবং ফলের সাথে আমাদেরকে পরিচিত করে দিলেন। বিভিন্ন ধরনের ফুলের নতুন নতুন নাম শুনে এসেছিলাম সেদিন। দেখেছিলাম চারপাশে গাছ লাগানো কতটা প্রয়োজনীয়তা। বৃক্ষ মেলায় একটি জায়গায় দেখতে পাই আমরা কোথায় কিভাবে গাছ লাগাতে পারি সেটার সুন্দর একটি প্ল্যান করে রেখেছে। যেটা দেখতে ভীষণই আকর্ষণীয় লাগছিল।
মেলাতে অনেক মানুষ এসেছিলেন। ছোট বড় সকলে এসেছিলেন বৃক্ষ মেলা দেখতে। মেলাতে ছোটদের জন্য অনেক খেলনা এসেছিল। আবার বিভিন্ন ধরনের খাবারও পাওয়া যাচ্ছিল। যেখানে মেলা হচ্ছিল সেইটুকু জায়গাতে বেশ অনেকটাই ভিড় হয়েছিল। ভিড়ের মাঝে ঘুরে ঘুরে গাছগুলো দেখতে ভালোই লাগছিল। অনেক নতুন নতুন ফল দেখেছিলাম সেদিন। অনেক ধরনের ফুল ও দেখেছিলাম। আমি অনেক কয়টি ফুল এবং গাছের ফটোগ্রাফি ক্যামেরা বন্দি করে নিয়েছি। পরবর্তীতে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমরা দুই রুমের মিলে বেশ কিছুক্ষণ ধরে ঘরে ঘরে মেলা দেখছিলাম।
আসলেই মেলাতে গিয়ে গাছ দেখায় এবং গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে জানা এটাই বেশি গুরুত্বপূর্ণ। অনেক ধরনের গাছ সেদিন নতুন করে চিনলাম। সেখানে বেশি টাইম ছিলাম না আমরা। পাঁচটা সাড়ে পাঁচটার দিকে সেখান থেকে বের হয়ে পড়া সিদ্ধান্ত নিলাম। দুজন মিলে ডিসি পার্কে চারপাশটা ঘুরে দেখলাম। তারপর কয়েকটা ছবি তুলে সেখান থেকে ফুচকা খেয়ে দুজন মিলে রুমে আসার সিদ্ধান্ত নিলাম। তারপর রুমে চলে আসলাম। আমাদের সকলের উচিত গাছ লাগানো। এই গাছ লাগানোর প্রয়োজনীয়তা সম্পর্কে জানার জন্য এবং কত রকমের গাছ রয়েছে আমাদের দেশে সেগুলো সম্পর্কে জানার জন্য হলেও আমাদের সবার বৃক্ষ মেলাতে ঘুরে আসা উচিত।
ছবির বিবরণ
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ:১৯ শে আগস্ট ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


বৃক্ষ মেলাতে গিয়ে দারুন সময় কাটিয়েছেন আপনি। এরকম সময় কাটাতেও ভালো লাগে। আমাদের অঞ্চলে কয়েকদিন আগে বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়েছিল।