দুই ভাই বোন মিলে নৌকা ভ্রমন। (শেষ পর্ব)
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ১২ ই আগস্ট,মঙ্গলবার, ২০২৫ খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।
ক্রিটিভিটির পাশাপাশি বিভিন্ন ধরনের পোস্ট আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। ঘোরাঘুরি করতে আমি অনেক পছন্দ করি। যদিও সেভাবে কোথাও ঘুরতে যাওয়া হয় না। তারপরেও মাঝেমধ্যে সময় পেলে ঘুরতে চলে যায়। এদিকে সেদিকে ঘোরাঘুরি করতে বেশ ভালই লাগে। দুই ভাই বোন মিলে নৌকা ভ্রমণের দুটি পর্ব আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকের শেষ পর্ব শেয়ার করছি। অনেকদিন পর দুই ভাই বোনের ঘোরাঘুরি মুহূর্ত ক্যামেরা বন্দি করতে পেরে আমারও ভালো লেগেছে। চলুন তাহলে শুরু করা যাক।
সেদিন যেখানে শেষ করেছিলাম আজ সেখান থেকে শুরু করছি। বিকাল সাড়ে পাঁচটা নাগাদ নৌকা ভ্রমণের উদ্দেশ্যে বের হওয়ার পর প্রায় এক ঘন্টা যাবত আমরা নৌকাতে বেশ মজা করেছিলাম। ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি। সন্দে সন্ধ্যে মুহূর্তে আমরা মোহনায় পৌছালাম। মোহনায় এখন প্রচুর জল। যখন জল থাকে না তখন চারিদিকে কাশফুলে ভরে যায়। এবার ভেবেছি কাশফুলের সময় মোহনাতে যাব।
এখন মোহনা দেখতে এক রকম সুন্দর আর যখন দিকে দিকে কাশফুল ফুটে থাকে তখন মোহনা দেখতে আরেক রকম সুন্দর। কাশফুল ফুটলে মোহনার দৃশ্যটাই অন্যরকম হয়ে যায়। আমি অনেক আগে একবার মোহনায় গিয়েছিলাম। তখন মোহনাতে এত জাঁকজমক পরিবেশ ছিল না। এখন মোহনার পাশে অনেকগুলো ক্যাফে এবং রেস্টুরেন্ট হয়েছে। যেগুলো খুবই জনপ্রিয়। যদিও আমার সেখানে যাওয়ার সুযোগ হয়নি। নৌকার উপর থেকেই দূর থেকে তাকিয়ে তাকিয়ে দৃশ্য গুলো দেখছিলাম।
চারিপাশে জল থৈ থৈ হওয়ায় মাঝ নদীতে নৌকায় বসে বেশ ভালই লাগছিল সময় কাটাতে। পরিবেশ দেখতেও ভালো লাগছিল। যাওয়ার সময় তো পুরোটা সময় গল্প আড্ডায় কাটিয়েছিলাম। আসার সময় আমি এক মনে প্রকৃতি উপভোগ করতে থাকি।আমরা সন্ধ্যার সন্ধ্যায় মোহনার থেকে আবার হরিপুর ব্রিজের উদ্দেশ্যে চলে আসি। আমরা সেদিন গিয়েছিলাম শুধু নৌকা ভ্রমণের উদ্দেশ্যে। একদিন সময় করে মোহনাতে সময় কাটাতে যাব।
মাঝি আঙ্কেল নৌকা ঘুরিয়ে রওনা দিল হরি পুরের উদ্দেশ্যে। তখন যেন পরিবেশটা আরো সুন্দর এবং শান্ত হয়ে গেছে। সন্ধ্যার আকাশে আচ্ছা আচ্ছা আলো।নদীর জলটা একদম শান্ত। চারিদিকের পরিবেশটাও বেশ শান্ত ছিল। চারিদিকে বড্ড ফুরফুরে হাওয়া দিচ্ছিল। যেটা একদম প্রকৃতি উপভোগ করার সুন্দর সময় বলে আমার মনে হচ্ছিল। আসার পথে আমি আর কারো সাথে গল্প করে সময় কাটাইনি।
আসার সময় আসছিলাম আর প্রকৃতিকে অবাক হয়ে দেখছিলাম। নদী কত সুন্দর। নৌকায় বসে নদীর সৌন্দর্য দেখে মনে হচ্ছিলো যেন আরো বেড়ে গিয়েছিল বলে মনে হচ্ছিল।আসার সময় সকলেই প্রকৃতিকে উপভোগ করছিল। দেখতে বেশ ভালই লাগছিল। এভাবে আস্তে আস্তে প্রতি উপভোগ করতে করতে আমরা হরিপুর ব্রিজে চলে আসি। ব্রিজের কাছে পৌঁছে কয়েকটা ভিডিও করেছিলাম। তারপর মাঝি নৌকা ভিড়ায়। নৌকা থেকে আমরা নেমে পড়ি। সন্ধ্যাবেলায় আমাদের ভ্রমণ শেষ হয়।
অনেকদিন পর ভাইকে নিয়ে ঘোরাঘুরি করে বেশ ভালো লাগলো। এমনিতে আমার ভাই কোথাও যেতে চায় না। জোর করে ঘুরতে নিয়ে গিয়ে বেশ দারুন একটি সময় কাটিয়েছিলাম। দুই ভাই বোন মিলে কাটানো চমৎকার একটি দিন ছিল এটা। তারপরে আমরা দুজন হরিপুর ব্রিজ থেকে পায়ে হেঁটে কিছু কেনাকাটা করে আমার মেসের দিকে চলে আসি।
আমার ভাই আমাকে মেস পর্যন্ত পৌঁছে দিল। ছোট ভাই হয়েও তার এই দায়িত্ববোধ দেখে আমার খুব ভালো লেগেছিল সেদিন। আমি তাকে অনেক কিছু খাওয়ার অফার করি কিন্তু সে কিছুই খেতে রাজি হয় না। তারপর শেষমেষ একটা আইসক্রিম কিনে দিলাম সেটা খেতে খেতে ও চলে গেল ওর গন্তব্যস্থলে। আর আমি চলে আসলাম আমার গন্তব্য স্থলে। এভাবে দুই ভাই বোনের কাটানো সুন্দর একটি দিন শেষ হলো।
ছবির বিবরণ
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ২৪ শে জুলাই ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


নৌকা ভ্রমণ করতে সত্যি অনেক ভালো লাগে। এরকম পরিবেশে সময় কাটাতেও ভালো লাগে। দুই ভাই বোন মিলে দারুন সময় কাটিয়েছেন আপু। সুন্দর মুহূর্ত গুলো দেখে ভালো লাগলো।