সবুজে ঘেরা গ্রাম
ঘুম থেকে ওঠার পরেই দেখছিলাম বাহিরে বৃষ্টি পড়ছিল, তাই আর কোনভাবেই সারাটাদিন বাড়ির বাহিরে যেতে পারিনি। তবে শেষ বিকেলের দিকে যখন আবহাওয়া পরিষ্কার হয়ে গিয়েছিল, তখন ভাবছিলাম আজ আর অন্যত্র কোথাও না গিয়ে, নিজের গ্রামটাকেই যদি ভালোভাবে ক্যামেরায় তুলে ধরতে পারি, তাহলে কেমন হয় !
অবশেষে যেমন ভাবনা, তেমন কাজ। কোন রকমে বিছানা থেকে উঠে চেষ্টা করলাম নিজের মতো করে, হেঁটে হেঁটে পুরো গ্রামটা ঘোরার জন্য। শুরুতেই চেষ্টা করেছিলাম বাড়ির উঠোনে যেহেতু ধান মাড়াই এর কাজ চলছিল সেই মুহূর্তটা তুলে ধরার জন্য । তারপর সেখান থেকে এগিয়ে গিয়েছিলাম একদম গ্রামের শেষের দিকে।
ভিডিও লিংক
শেষ প্রান্তে মূলত বড় একটা পুকুর আছে, যে পুকুরে কিনা গ্রামের লোকেরাই মাছ চাষ করে থাকে। মজার ব্যাপার হচ্ছে যখন আমি পুকুর পাড়ে ঘুরতে গিয়েছিলাম এবং মুঠোফোনে ভিডিও করছিলাম, সেই সময় সরাসরি পুকুরে মাছদের খাবার দেওয়া হচ্ছিল, ভাগ্য ভালো সেই মুহূর্তটা তুলে ধরতে পেরেছিলাম।
এখানকার অধিকাংশ লোকজন কৃষিকাজের সঙ্গে জড়িত, যার কারণে প্রতিটা সময়েই তারা নিজেদের জমিতে বিভিন্ন রকম ফসলের চাষাবাদ করে থাকে। এজন্যই পুরো গ্রামের চারিপাশটা ফসলের জমি দিয়ে ঘেরা আর দেখতেও মনে হবে সবুজের সমারোহ।
অতঃপর স্লুইস গেটের কাছাকাছি গিয়ে, সেখানটা তাতে অনেকটা সময় বসে ছিলাম, কেননা সেখানকার পরিবেশটা অনেকটাই উন্মুক্ত। তাছাড়া যেহেতু একদম গ্রামের শেষ প্রান্ত একটা খাল আছে, তাই অনেকেই অবসর সময়ে সেখানে মাছ ধরে থাকে।
তারপর মেঠোপথ ধরে আবারো চলে গিয়েছিলাম গ্রামের ভিতরে, জনবসতি খুব একটা বেশি নেই বললেই চলে। তাছাড়া এখানকার জীবন অনেকটা ধীর গতির। গ্রাম থেকে কিছুটা দূরেই গ্রামের বাজার আছে। এই বাজারই হচ্ছে গ্রামের মানুষের ভরসা স্থল।
উপরোক্ত যে কথাগুলো লিখেছি, তারই প্রতিচ্ছবি আমার শেয়ার করা ভিডিওতে দেখতে পাবেন, আশা করি ভালো লাগবে ভিডিওটা আপনাদের। চেষ্টা করেছি তথ্য আকারে গ্রামের পুরো ভিডিও চিত্র তুলে ধরার জন্য।
ধন্যবাদ।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
To refresh your mind filled with sadness, you must connect with the nature of the village.The beauty of the green fields of the village always attracts people's hearts.It was nice to see the description and video of the nature of your village.