পানিতলা ঘাটের পাড় এলাকায় কাটানো মুহূর্ত।
সেদিন দুটো মোটরবাইক নিয়ে পাঁচজন স্থানীয় তরুণের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম পানিতলা ঘাটের পাড় এলাকায়। সেদিন মূলত আবহাওয়া একদম মেঘাচ্ছন্ন ছিল, এমনিতেই শেষ বিকেল তার ভিতরে কালো মেঘে ছেয়ে গিয়েছিল পুরো আকাশ।
ভিডিও লিংক
এর মাঝ দিয়েই সদ্য নির্মিত পাকা রাস্তা ধরে মোটরবাইকে চড়ে সোজা চলে গিয়েছিলাম পানিতলায়।
আগে মূলত এই জায়গাটা অনেকটা নিচু ছিল, সেসময় চারিদিকের খালের পানি এসে এখানে জমা হতো, বলতে গেলে সারা বছরই পানি জমা থাকতো । তাছাড়াও এখানে যে হাট বসতো, সেটাও বেশ জনপ্রিয় ছিল।
তাছাড়া ঘাটের পাড়ের দোকানগুলোর চা এবং হাতে বানানো চানাচুর বেশ নামকরা। যেহেতু আমাদের এখান থেকে কয়েকটা গ্রাম পরেই পানিতলা, তাই যেতে খুব একটা অসুবিধা হয়নি। ইচ্ছে করেই বৃষ্টিতে ভিজে ভিজে আমরা সেখানে গিয়েছিলাম।
তবে মজার ব্যাপার হচ্ছে, সেখানে গিয়ে আর কোন বৃষ্টি পাইনি , বেশ নিরিবিলি ছিল এলাকাটি, দারুণ সময় আমরা সবাই মিলে অতিবাহিত করেছি। চেষ্টা করেছি ঘাট পাড়ের ব্রিজে বসে দীর্ঘ সময় গল্প করে কাটানোর জন্য।
আমাদের কাটানো মুহূর্তের উপর ভিত্তি করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম, আশা করি ভালো লাগবে আপনাদের ভিডিওটি।
ধন্যবাদ সবাইকে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
@shuvo35, your trip to Panitala Ghat looks absolutely fantastic! The photos perfectly capture the moodiness of the cloudy sky and the beauty of the landscape. It's great to hear about the history of the area and how it's changed over time. The promise of famous tea and chanachur at the ghat stalls definitely adds to the appeal! I especially enjoyed the video - it really brought the experience to life. Thanks for sharing your adventure, and keep up the great work! What did you think of the newly constructed road?
বাহ্! জায়গা গুলো তো দেখছি খুব সুন্দর। তাছাড়া ফটোগ্রাফি গুলো দারুণভাবে ক্যাপচার করেছেন। সবমিলিয়ে এককথায় দুর্দান্ত সময় কাটিয়েছেন আপনারা। এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
এটা সত্য সময়টা আসলেই দারুণ কেটেছে ভাই।