"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৭৬২ [ তারিখ : ১৬-০৯-২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
শহরের বন্দী জীবন..... 🥲 by @bristychaki
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নামঃ অতশী চাকী (বৃষ্টি) । জাতীয়তাঃ বাংলাদেশী নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে তার ভালো লাগে। আর তার ভালো লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। "ভালো কাজের, ভালো ফল" কথাটাতে তিনি মনে প্রাণে বিশ্বাস করেন এবং মেনে চলার চেষ্টা করেন। তিনি ২০২২ সালের জুলাই মাসে স্টিমিটে যুক্ত হন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
শহরের বন্দী জীবন..... 🥲 by @bristychaki ( ১৫/০৯/২০২৫ )
আমরা সত্যি পরিবর্তন হয়ে গেছি, না শুধুমাত্র যে মানসিকতার দিক হতে পরিবর্তন হয়েছে তা কিন্তু না, শুধুমাত্র যে স্বার্থের জন্য পরিবর্তন হয়েছি সেটাও না বরং আমরা সব দিক হতে কেমন জানি হয়ে গেছি। কোথায়ও কোন টান কিংবা মমতা অনুভব করি না, অনেকটা জড় পদার্থের মতো হয়ে গেছে আমাদের হৃদয়টা। হ্যা, এটা সত্য যে, বিচ্ছিন্ন জীবন ব্যবস্থা আমাদের সব কিছু হতে বিচ্ছিন্ন করে দিয়েছি। বিচ্ছিন্ন বলতে আমি এখানে পারিবারিক সম্পর্ক ও সংযোগের কথা বুঝিয়েছি। একটু চিন্তা করে দেখুন তো, আমাদের আগের অবস্থাটা কেমন ছিলো?
আমরা ছিলাম যৌথ পরিবারের সন্তান, বাবা-মা, দাদা-দাদি, চাচা-চাচি, ফুপো-ফুপি, ভাই-বোন সবাইকে নিয়ে কতটা সুন্দরভাবে মিলেমিশে থাকতাম, একে অন্যের প্রয়োজনে এগিয়ে আসতাম, সুখে দুখে সবাই মিলেমিশে উপভোগ করতাম। কিন্তু তারপর ধীরে ধীরে সব পাল্টে যেতে শুরু করে, আমরা জীবনের প্রয়োজনকে প্রাধান্য দিতে দিতে কখন যে চারপাশ হতে বিচ্ছিন্ন হয়ে একা হয়ে গেছি, চার দেয়ালে বন্দি হয়ে গেছি, সেটা আমরা নিজেরাও বুঝতে পারিনি। আর স্বার্থ সেটাতো আরো বেশী প্রকট আকার ধারণ করেছে। প্রয়োজনে মিথ্যা সম্পর্ক তৈরী করেছি তারপর ধোকা দিয়ে সেখান হতে হারিয়ে গেছি। যার ফলশ্রুতিতে মানুষের প্রতি মানুষে বিশ্বাস কিংবা আস্তা দুটোই হারিয়ে গেছে।
ফটো- @bristychaki দিদির পোষ্ট হতে নেয়া হয়েছে।
বাস্তবতা আমাদের অনেক বেশী সংকোচিত করে দিয়েছে মনের দিক হতে মানসিকতার দিক হতে, যার কারণে এখন আমরা অন্যের প্রতি মানবিক হতে চাই কিন্তু সাহস করতে পারি না, একটা অজানা ভয় নতুন করে ভাসতে শুরু করে, নতুন করে আঘাত পাওয়ার যন্ত্রণা সিগন্যাল দিতে শুরু করে, তারপর নিস্তেজ হৃদয়ে সেই শুন্যতায় আবার ফিরে আসতে শুরু করি। সময় খুব কঠিনভাবে আমাদের আটকে দিয়েছে। খুব দারুণ লিখেছেন bristychaki দিদি, আমার শহরের জীবনের যন্ত্রণাগুলো পুনরায় জাগ্রত হয়ে গেছে। আশা করছি আজকের ফিচারড পোষ্টটি আপনাদের কাছেও ভালো লাগবে।