"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৭২১ [ তারিখ : ৩১-০৭-২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
DIY- ক্লে দিয়ে কাঁচের বোতল ডেকোরেশন" by @monira999
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম- মনিরা মুন্নী। জাতীয়তা- বাংলাদেশী। শখ- পেইন্টিং করা, গল্প লিখা, কবিতা লিখা, বাগান করা ও পাখি পালন করা। বৈবাহিক অবস্থান-বিবাহিতা। শিক্ষাগত যোগ্যতা-ইংরেজি সাহিত্যে অনার্স এবং মাস্টার্স। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২১ সালের জুলাই মাসে স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করেছিলেন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
DIY- ক্লে দিয়ে কাঁচের বোতল ডেকোরেশন by @monira999 (৩০-০৭-২০২৫ )
আমাদের এই কমিউনিটিতে এমন অনেক ভালো ভালো ব্লগার রয়েছে যারা নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে মনিরা আপু অন্যতম। তিনি তার ক্রিয়েটিভ মাইন্ড দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেন। আজ যখন ফিচার্ড আর্টিকেল পোস্ট খুঁজতে গিয়েছিলাম তখন তার এই পোস্ট আমার সামনে পরলো এবং দেখতে অনেকটাই ভালো লাগছে। পুরনো বোতল ব্যবহার করে এবং ব্যবহার করে নতুন একটি লুক তিনি দিয়েছেন।
মনিরা আপু "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন অ্যাক্টিভ মেম্বার। তিনি প্রতিনিয়তই নিজের কাজের মাধ্যমে এগিয়ে যাচ্ছেন। বিশেষ করে মনিরা আপুর রেসিপি পোস্টগুলো অনেক ভালো লাগে। এছাড়া তিনি পেইন্টিং করা, গল্প লিখা, কবিতা লিখা এসব বিষয়েও পারদর্শী। মনিরা আপুর ইউনিক পোস্ট গুলো দেখে ভালো লাগে। এছাড়া কমিউনিটির যে সমস্ত মেম্বার তাদের চমৎকার সব সৃজনশীলতা দিয়ে কমিউনিটিকে সমৃদ্ধ করে চলেছেন মনিরা আপু তাদের মধ্যে একজন।
তার এই ডেকোরেশনের কাজটি আমার কাছে ব্যক্তিগতভাবেই অনেক ভালো লেগেছে। ক্লে দিয়ে তৈরি করা কোন জিনিস সত্যিই অনেক কষ্টসাধ্য এবং ধৈর্যের পরীক্ষা নেয়। তিনি এই ডেকোরেশন টি করার সময় যতগুলো ধাপ অতিক্রম করেছেন প্রায় প্রত্যেকটা ধাপের ছবি দিয়ে সেটা বর্ণনা করার চেষ্টা করেছেন। তার উপস্থাপনা অনেক চমৎকার ছিল। সব মিলিয়ে আজকের এই পোস্টটি ফিচার পোস্ট হিসেবে সিলেট করা হলো।
ফটো- monira999 আপুর পোষ্ট হতে নেয়া হয়েছে।
আজকের ফিচারড আর্টিকেল পোস্টে আমার এই পোস্ট নির্বাচিত করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো। ক্লে দিয়ে এই বোতল ডেকোরেশন করতে অনেক ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।