"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭৯৩ [ তারিখ : ২০/১০/২০২৫ ]


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @emon42


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ


উনার নাম ইমন হোসেন। উনি একজন বাংলাদেশী। বর্তমান এ একজন ছাত্র। উনার ফুটবল খেলা অনেক পছন্দ। উনার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। উনি সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।স্টিমিট এ জয়েন করেছেন ২০২০ সালের অগাস্ট মাসে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1000001753.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


1000001751.jpg

শেষ মানে শুরু!!... @emon42 (19.10.2025 )

আজ একজন ব‍্যর্থ ব‍্যক্তির কথা বলবো। কেউ কেউ কখনোই আলো ছড়াতে পারে না। তারা তাদের প্রতিভা একটু আড়ালে দেখাতেই হয়তো পছন্দ করে। মানুষের নজর যখন তাদের উপর পড়ে যায় তখনই তারা পিছিয়ে যেতে শুরু করে। আজ বলব তেমনই এক গল্প। বলছি ব্রাজিলিয়ান .. .


আজকে ফিচার্ড আর্টিকেল পোস্ট বাছাই করার সময় উনার লেখাটি নজরে আসে আর উনার এই লেখাটি সত্যিই বেশ অনুপ্রেরণামূলক। উনি খুব সুন্দরভাবে একজন ফুটবলারের জীবনের উত্থান পতনের গল্পকে তুলে ধরেছেন। অ্যান্টনির জীবনের ব্যর্থতা, হতাশা আর পরবর্তীতে তার ফিরে আসার কাহিনি উনি খিব জীবন্তভাবে বর্ণনা করেছেন। বিশেষ করে শুরুর অংশে কেউ কেউ কখনোই আলো ছড়াতে পারে না লাইনটি পুরো লেখার জন্য এক অসাধারণ টোন সেট করেছে যার কারণে পড়তেও ভালো লেগেছে।

উনি বেশ সহজভাবে, সাবলীলভাবে এবং আবেগপূর্ণ ভাবে লিখেছেন এই ব্যাপারে । ফুটবলের টেকনিক্যাল বিষয় যেমন ড্রিবলিং বা রাইট উইংয়ের মতো অংশগুলোও এমনভাবে লিখেছেন যেনো তা সকলকেই বিষয়গুলো বুঝতে পারে আর তা। উনার লেখার সবচেয়ে ভালো দিক হলো অ্যান্টনির জীবনের ভাঙন থেকে পুনর্জন্মের কাহিনীটি উনি কেবল একজন খেলোয়াড় হিসেবে নয় একজন মানুষের জীবনের সংগ্রামের প্রতীক হিসেবেও তুলে ধরেছেন।উনার শেষের লাইন শেষ মানে নতুন কিছুর শুরু উনার লেখাটিকে দারুণ এক পরিণতি দিয়েছে।এটা আসলে শুধু অ্যান্টনির না আমাদের প্রত্যেক ব্যর্থ মানুষের জীবনের আশা জাগানো বার্তা।সব মিলিয়ে লেখাটি শুধু ইনফরমেটিভ ই না পড়তেও খুব ভালো লেগেছে। উনার দৃষ্টিভঙ্গি, চিন্তাশক্তি আর লেখার ভঙ্গি সত্যিই প্রশংসনীয়।

1000001751.jpg


ছবিগুলো @emon42 এর ব্লগ থেকে নেওয়া

উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

puss_mini_banner4.png

Sort:  
 2 days ago 

অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টা ফিচার্ড করার জন্য।