"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭৬৪ [ তারিখ : ১৮.০৯.২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @shahid420
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম - মোঃ শাহিদ ইসলাম। স্টিমিট আইডি - @shahid540। উনি রংপুর বিভাগের রংপুর জেলায় বসবাস করেন। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়, (অক্সফোর্ড খ্যাত)রংপুর কারমাইকেল কলেজ এর(IHC )ডিপার্টমেন্ট থেকে অনার্স এবং মাদ্রাসা থেকে ফাজিল করছেন। উনার সব থেকে বড় ইচ্ছে উনি একজন উদ্যোক্তা হবেন। তাছাড়াও ভিন্ন ভিন্ন বিষয় কনটেন্ট লেখা-লেখি,কবিতা লেখা ,আর্ট করা ,ওয়ালমেট তৈরি , অরিগামী ডিজাইন, ফটোগ্রাফি করা ,গজল-গান কভার করা,ভ্রমণ করা,রেসিপি রিভিউ সহ সব রকম কাজ করতে উনি ভীষণ পছন্দ করেন।২০২৩ সালের অক্টোবর মাসে স্টিমিট প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছেন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
একগুচ্ছ অনু কবিতা।... @shahid540 (18.09.2025 )
আজ যখন ফিচার্ড আর্টিকেল পোস্ট বাছাই করছিলাম। তখন উনার পোস্টটি নজরে আসাতে আসলে পড়ার পরে ভালো লাগা কাজ করেছে। কারণ সাধারণত বলা চলে যে আমার ছোটবেলার কবিতা পছন্দ।তো তাই ভাবলাম আজকে এই লেখাটি আপনাদের সকলের জন্য ফিচার্ড আর্টিকেল হিসেবে মনোনীত করি ।
উনি নিজেকে প্রফেশনাল কবি না বললেও কিন্তু উনার লেখার ভেতরকার অনুভূতিগুলো একদম অন্তরের থেকে উঠে এসেছে।প্রথম অনু কবিতাটা মায়ের ত্যাগ আর নিদ্রাহীন রাত নিয়ে। পড়তে পড়তে মনে হচ্ছিলো সত্যিই মা কেমন করে নিজের কষ্ট লুকিয়ে সন্তানের জন্য হাসিমুখে সব সামলান! এই কবিতাটা আমাকে একদম ছুঁয়ে গেছে।
দ্বিতীয় কবিতাটা বাবাকে নিয়ে। বাবার কপালে ঘামের ফোঁটা, নিজের কষ্ট ভুলে সন্তানের জন্য সবকিছু করা এই লাইনগুলো পড়ার পর মনে হয়েছে বাবাদের ত্যাগ নিয়ে আমরা আসলে খুব কমই লিখি বা ভাবি। উনি খুব সুন্দরভাবে সেটা ফুটিয়ে তুলেছেন।
তৃতীয় আর চতুর্থ অনু কবিতাগুলোও অনেক বাস্তব জীবনের অনুভূতি নিয়ে। তৃতীয়টাতে জীবনের ক্লান্তি আর অপূরণীয় স্বপ্নের কথা এসেছে, যা আমাদের অনেকের সাথেই মিলে যায়।আর শেষ কবিতায় নিঃসঙ্গতা আর প্রিয়জনের অভাব এই অনুভূতিটা উনি এমনভাবে লিখেছেন যে, একলা রাতগুলো চোখের সামনে ভেসে উঠলো।সব মিলিয়ে বলতে গেলে উনার অনু কবিতা গুলো ছোট হলেও অনেক গভীর। অল্প শব্দে জীবনের সবচেয়ে বড় অনুভূতিগুলো ধরতে পারাটা সত্যিই অসাধারণ। কবিতা যে শুধু বড় আকারের হতে হবে তা না, ছোট ছোট কবিতার ভেতরেও জীবনের বিশাল সত্য লুকিয়ে থাকতে পারে, এই লেখাগুলো তার প্রমাণ।
ছবিগুলো @shahid420 এর ব্লগ থেকে নেওয়া
উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।ধন্যবাদ সবাইকে।