"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৯২ [ তারিখ : ২৯.০৬.২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @kazi-raihan
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম - কাজী রায়হান,স্টিমিট আইডি - @kazi-raihan।তিনি একজন ছাত্র। বাংলাদেশে বাস করেন। কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছেন। ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসেন। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করেন। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করেন।স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছেন ২০২১ সালের অগাস্ট মাস এ।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
"জীবনের চাকা" (Poem of my writing"Wheel of life")||by... @kazi-raihan (29.06.2025 )
আজকের ফিচার্ড আর্টিকেল পোস্ট বাছাই করার সময় উনার লেখাটি বেশ ভালো লেগেছে।আসলে উনার আজকের এই লেখাটি অনেক সহজভাবে জীবনের একটা গুরুত্বপূর্ণ অনুভূতি প্রকাশ করেছে। প্রথম অংশে উনি ব্যক্তিগত ব্যস্ততার কথা বলেছেন, যেখানে সারাদিনের ক্লান্তি, বন্ধুদের সাথে যাত্রা আর দায়িত্বের ভার স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে যশোর যাওয়ার গল্পটা পড়তে ভালো লেগেছে। এরপর যেভাবে কবিতার কথা বলেছেন, তাতে বোঝা যায় উনি নিজের ভেতরের অনুভূতিগুলো খুব আন্তরিকভাবে তুলে ধরতে চান।
কবিতায় জীবনের চাকা আর ঘুড়ির উদাহরণ খুব সুন্দর হয়েছে। ঘুড়ির মতো জীবনের স্বপ্ন আর বাস্তবতার টানাপোড়েন এখানে স্পষ্টভাবে ধরা পড়েছে। সব স্বপ্ন পূর্ণ হয় না, কিছু অপূর্ণই থেকে যায়, এটা কবিতার মধ্যে খুব সহজভাবে বোঝানো হয়েছে। সব মিলিয়ে লেখা এবং কবিতা দুটোই উনার সহজে জীবনের কথা ভাবতে শেখানোর বিষয়টিকে তুলে ধরেছেন।সর্বোপরি লেখাটি বেশ ভালো লেগেছে।
ছবিগুলো @kazi-raihan এর ব্লগ থেকে নেওয়া
উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।ধন্যবাদ সবাইকে।
সকালবেলা এই নোটিফিকেশন টা দেখে অনেক খুশি হয়েছি। আমার লেখা এই কবিতা পোস্টটি ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত হয়েছে খুবই ভালো লেগেছে।
আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। রায়হান ভাইয়ার লেখা কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। কথাগুলো অনেক ভালো লেগেছে।
ফিচার্ড আর্টিকেলের পোস্ট দেখে অনেক ভালো লাগলো। রায়হান ভাইয়ের লেখা কবিতা বরাবরই আমার কাছে ভালো লাগে। ভাইয়া বেশ দারুন লেখেন। ধন্যবাদ দারুন একটি পোস্ট মনোনীত করার জন্য।