"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৩৬ [ তারিখ : ২৭.০৪.২০২৫ ]


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @isratmim


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ


অথরের নাম - ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছেন। গ্রামের বাড়ি নোয়াখালীতে। বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছেন গাজীপুরে।বই পড়তে পছন্দ করেন, সে সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করেন।সবচেয়ে বেশি ভালোবাসেন বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছেন ২০২০ সালের ১৭ই ডিসেম্বর।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1000000411.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


1000000412.jpg

খালি ম্যাচ বক্স দিয়ে কিউট গিফট বক্স তৈরি... @isratmim (26.04.2025 )

আজকে আপনাদের সাথে রঙিন কাগজের একটা ডাই প্রজেক্ট শেয়ার করছি। আজকে আমি রঙিন কাগজ আর ম্যাচ বক্স দিয়ে খুব সুন্দর একটা গিফট বক্স তৈরি করেছি। জিনিসটা ছবিতে কতটুকু ভালো ভাবে ফুটে উঠেছে সেটা জানিনা তবে .. .


উনি সেই শুরু থেকেই আমাদের সাথে দারুন দারুন সব ডি আই ওয়াই পোস্ট শেয়ার করে এসেছেন। যা আসলে সত্যি কথা বলতে দেখতেও যেমন দারুন হয়। ঠিক একই ভাবে বানাতেও বেশ ভালোই কষ্ট রয়েছে।

তাই আজকে ফিচার্ড পোস্ট বাছাই করার সময় উনার এই পোস্টটি নজরে আসার পরে ভাবলাম যে উনার এই পোস্টটিকে আজকে ফিচার্ড আর্টিকেল হিসেবে মনোনীত করা যাক।কারণ উনার এই সুন্দর কাজগুলো সকলের সামনে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য। সব কাজের পেছনে শ্রম, ভালোবাসা এবং সৃজনশীলতা যদি আমরা দিয়ে থাকি। তাহলে আমরা খুব সুন্দর একটা কাজ পেতে পারি। এটা আমরা সকলেই জানি আর উনার এই ডি আই ওয়াই পোস্টগুলোই তার মূল প্রমাণ। আসলে আমরা যখন মন দিয়ে এবং ভালোবেসে কোনো কাজ করি , বিশেষ করে হাতের কাজগুলো। সেগুলো দেখতে যেমন খুব দারুন হয়। ঠিক একইভাবে করতেও ভালো লাগে। আর ওনার এই কাজটি দেখে মনে হচ্ছে যে উনি কাজটি করতে অনেক বেশি আনন্দ পেয়েছেন। সে সাথে কাজটিও দারুন হয়েছে।

আশা করছি যে ভবিষ্যতে উনি আমাদের সাথে এই ধরণের আরো সৃজনশীল কাজ শেয়ার করবেন এবং এতে করে আমরা আসলে আরো নতুন কিছু দেখতে পাবো।

1000000412.jpg


ছবিগুলো @isratmim এর ব্লগ থেকে নেওয়া

উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

puss_mini_banner4.png

Sort:  
 3 months ago 

এটা দেখতে সহজ হলেও অনেক সময় লেগেছে এটা তৈরি করতে। আমি চেষ্টা করেছি সুন্দর ভাবে সব করার। আমার আজকের পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।