"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭৮৮ [ তারিখ : ১৭.১০.২০২৫ ]


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @fatema001


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ


অথরের নামঃ মোছাঃ ফাতেমা খাতুন। জাতীয়তাঃ বাংলাদেশী।শখঃ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে তাঁহার কাছে ভীষণ ভালো লাগে। স্টিমিট ক্যারিয়ারঃ ২০২৩ এর জুন মাসে তিনি স্টিমিটে যুক্ত হন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :


image.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9XAyfoyvabCF4fLGEnbpEywUgvNXEnGppjNuWmcgyuYWtrCkLMSbYWwc3dxsJMXrVt3SbvTM8meQKR9dCi38yLrGZhG.jpg

জেনারেল রাইটিং :- জীবন কঠিভ্রমণ: মুন্দাইল বিল ... @fatema001 (16.10.2025 )

হ্যালো বন্ধুগণ কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। গতকালকে ব্যস্ততার কারণে পোস্ট করা হয়নি। তাই আজকে আপনাদের মাঝে দুইটি পোস্ট শেয়ার করব ইতিমধ্যে একটি পোস্ট শেয়ার করে ফেলেছি। এখন আপনাদের মাঝে আমি একটি ভ্রমণ পোস্ট শেয়ার করব। মাঝে মাঝে ভ্রমণ করতে খুবই ভালো লাগে। ভ্রমন করলে নিজের মন ফ্রেশ থাকে তার সাথে প্রকৃতির সাথে সম্পর্ক আরো গভীর হয়। গতকালকে আবু রায়হান একটু অসুস্থ থাকায় ওকে নিয়ে বের হয়েছিলাম। আমি অনেকটা লক্ষ্য করি আমি কিংবা আবু রায়হান যদি অসুস্থ থাকি তাহলে যদি আমরা ভ্রমণ করি তখন অনেকটা হালকা হয়ে যায় সুস্থতা বোধ করি। ভ্রমণ আমাদের নেশা বলতে পারেন। আজকে আমি আপনাদের মাঝে যে জায়গাটা ভ্রমণ শেয়ার করব সেটা খুবই সামান্য একটা জায়গা কিন্তু সৌন্দর্য অতুলনীয়। আজকে আমি আপনাদের মাঝে আমাদের এলাকার খুবই পরিচিত মুন্দাইল বিল জুড়ে বিশাল কচুরিপানা ফুলের সৌন্দর্য তুলে ধরব। জায়গাটাতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পানিতে চাষ করা হয় এমন ফুল দেখা যায়। মাঝে মাঝে ঝোপঝাড় আবার মাঝে মাঝে শাপলা বিভিন্ন পানি জাতীয় ফুল এই বিলে দেখা মেলে।..


আজ যখন ফিচার্ড আর্টিকেল পোস্ট বাছাই করছিলাম। তখন উনার পোস্টটি নজরে আসাতে আসলে পড়ার পরে ভালো লাগা কাজ করেছে। তো তাই ভাবলাম আজকে এই লেখাটি আপনাদের সকলের জন্য ফিচার্ড আর্টিকেল হিসেবে মনোনীত করি ।

এই ভ্রমণ পোস্টটি শুধুমাত্র একটি সাধারণ ঘোরাঘুরির গল্প নয়, বরং এটি লেখিকার জীবনের অনুভূতি, পারিবারিক সম্পর্ক, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং গ্রামের বাস্তব সৌন্দর্যের এক চমৎকার প্রতিচ্ছবি। লেখিকা মুন্দাইল বিলের কচুরিপানার ফুল, গ্রামীণ পথ, বিকেলের রোদ এবং জলজ জীবনের চিত্র এমনভাবে উপস্থাপন করেছেন, যেন পাঠক নিজেই সেই পরিবেশে উপস্থিত।

পোস্টটিতে ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হয়েছে আবেগ ও বাস্তবতা—অসুস্থতার মাঝে মনকে সতেজ করার ভ্রমণ, প্রকৃতির মাঝে স্বস্তি খোঁজার আনন্দ, আর পারিবারিক সান্নিধ্যের উষ্ণতা। এর ভাষা সহজ, আন্তরিক এবং হৃদয়গ্রাহী; পাঠকের মনে প্রকৃতি ভালোবাসার অনুভূতি জাগায়।

সব মিলিয়ে, এই পোস্টটি শুধু ভ্রমণ নয়, বরং “জীবন ও প্রকৃতির বন্ধন” এর এক সুন্দর উপস্থাপন। তাই এটি ফিচার্ড করার মতো একটি অনুপ্রেরণামূলক এবং চিত্তাকর্ষক লেখা।


vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9XAyfoyvabCF4fLGEnbpEywUgvNXEnGppjNuWmcgyuYWtrCkLMSbYWwc3dxsJMXrVt3SbvTM8meQKR9dCi38yLrGZhG.jpg


ছবিগুলো @fatema001 এর ব্লগ থেকে নেওয়া

উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

puss_mini_banner4.png