"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭৩২ [ তারিখ : ১৩.০৮.২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @jamal7
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম - মোঃ জামাল উদ্দিন।ইউজার আইডি @jamal7। উনি বাংলাদেশের নাগরিক। ফটোগ্রাফি করতে বরাবর ভালোবাসেন বলা চলে, এটা উনার অন্যতম একটি শখ। সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালোবাসেন। সে সাথে লেখালেখি করতেও পছন্দ করেন। বিশেষ করে কোনো বিষয় নিয়ে অর্থাৎ বিষয়ভিত্তিক গল্প লিখতে উনি ভালোবাসেন। সে সাথে নতুন কোনো কিছুর চেষ্টা করতে স্বাচ্ছন্দ বোধ করেন। স্টিমিট প্লাটফর্ম এ যুক্ত হয়েছেন ২০২২ সালের জুলাই মাস এ।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
গল্প :-ভালোবাসার মানুষকে বিয়ে করলে সবাই সুখী হয় না। (প্রথম পর্ব)... @jamal7 (13.08.2025 )
আজকে ফিচার্ড আর্টিকেল পোস্ট বাছাই করার সময় উনার লেখাটি বেশ ভালো লেগেছে। তাই ভাবলাম এই লেখাটিকে আজকে ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করা যাক।
উনার গল্পটা সত্যিই বাস্তব আর শেখার মতো ছিলো। এটা খুব সত্যি যে আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত কত বড় প্রভাব ফেলতে পারে জীবনে। সাইমুন আর সাইফার সম্পর্কটা স্কুল জীবন থেকে শুরু হলেও, বাস্তবতার সাথে মানিয়ে নিতে না পারায় ধীরে ধীরে সমস্যার সৃষ্টি হয়েছে।সবচেয়ে বেশি চোখে লেগেছে, পরিবার এবং অর্থনৈতিক অবস্থার প্রভাব সম্পর্কের উপর কতটা বড়। সাইফার পরিবারের অবস্থা ভালো হলেও, সাইমুনের পরিবার থেকে কোনো সহায়তা না পাওয়া, আর সাইমুনের ক্যারিয়ার গড়ার আগেই বিয়ে এসব মিলিয়ে চাপটা বেড়ে গেছে।
গল্পে একটা জিনিস বোঝা যায়, শুধু ভালোবাসা থাকলেই জীবন চলে না। দায়িত্ববোধ, আর্থিক স্থিতি, এবং মানসিক প্রস্তুতি সবকিছু মিলেই সম্পর্ক টিকে থাকে। সাইমুন চেষ্টা করলেও শুরু থেকেই প্রস্তুতি না থাকার কারণে ধীরে ধীরে দূরত্ব বেড়েছে।আর এছাড়া, আশেপাশের মানুষের কথাবার্তাও সম্পর্ক ভাঙতে বড় ভূমিকা রাখে। সাইফা যখন পরিবারের মধ্যে নেতিবাচক মন্তব্য শুনতে লাগলো, তখন তার মনেও প্রভাব পড়েছে।
সব মিলিয়ে, গল্পটা আমাদের শেখায় জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে নেওয়া উচিত। আবেগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় দীর্ঘমেয়াদি কষ্টের কারণ হয়।
ছবিগুলো @jamal7 এর ব্লগ থেকে নেওয়া
উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।ধন্যবাদ সবাইকে।
জামাল ভাইয়া অনেক সুন্দর একটা গল্প আমাদের মাঝে শেয়ার করেছে। এটা কিন্তু আসলেই শেখার মত জিনিস। এই গল্পের প্রথম পর্বটা যদিও করা হয়নি, তবে ফিচারড আর্টিকেলে দেখে পড়ার আগ্রহ অনেক বেশি জেগেছে। আসলে আমাদের জীবনের বড় বড় সিদ্ধান্তগুলো ভালোভাবে বুঝে শুনে নেওয়া দরকার। ধন্যবাদ ওনার এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
Wow, @abb-featured, this "আজকের ফিচারড আর্টিকেল" initiative is brilliant! Highlighting quality content from "আমার বাংলা ব্লগ" in this way is a fantastic service to the community. I love how you're not just featuring the article, but also providing context about the author @jamal7 and their other work.
The featured piece, "ভালোবাসার মানুষকে বিয়ে করলে সবাই সুখী হয় না," sounds incredibly poignant and relatable. The breakdown you've provided really emphasizes the importance of considering more than just love when making life decisions. It's a powerful reminder of the complexities of relationships and the impact of societal pressures.
I'm excited to check out @jamal7's original post and delve into this story. Keep up the fantastic work shining a spotlight on these talented writers! This is exactly the kind of initiative that makes Steemit special.
আজকের ফিচারড আর্টিকেল দেখে ভীষণ ভালো লাগলো। কারণ মাঝেমধ্যে নিজের পোস্টগুলো দেখতে ভালো লাগে। গল্প আমি চেষ্টা করি সব সময় সুন্দরভাবে লেখার জন্য। আর গল্পগুলো আপনাদের ভাল লাগে দেখে আরো বেশি উৎসাহ পাই। অনেক ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি সিলেক্ট করে আনার জন্য।