"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭২৪ [ তারিখ : ০৪.০৮.২০২৫ ]


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @alif111


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ


অথরের নাম - মোঃআলিফ আহমেদ। বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করেন।তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করেন।তাই আঁকা আঁকি করতে উনার খুব ভালো লাগে।তাই তিনি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করেন।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে উনার খুবই ভালো লাগে।স্টিমিট এ জয়েন করেছেন ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :


IMG_6989.jpeg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


IMG_6988.jpeg

ছোটবেলার বর্ষার দিনে মাছ ধরা ... @alif111 (04.08.2025 )

বর্ষা আসা মানেই আমাদের ছোটবেলার সবচেয়ে আনন্দের সময়। মেঘলা আকাশ, বৃষ্টির টুপটাপ শব্দ, আর গ্রামের চারপাশে থইথই পানি,এসব যেন এক এক করে ডেকে আনত দুরন্তপনার দিনগুলো। ..


আজ যখন ফিচার্ড আর্টিকেল পোস্ট বাছাই করছিলাম। তখন উনার পোস্টটি নজরে আসাতে আসলে পড়ার পরে ভালো লেগেছে। তো তাই ভাবলাম আজকে এই লেখাটি আপনাদের সকলের জন্য ফিচার্ড আর্টিকেল হিসেবে মনোনীত করি ।

এই লেখাটি পড়তে পড়তে মনে হলো, কেউ যেন খুব নিঃশব্দে আমার সামনে তার সবচেয়ে প্রিয় স্মৃতির দরজাটা খুলে দিলেন। যদিও আমার নিজস্ব শৈশব এমন গ্রামীণ প্রকৃতির কাছে ছিল না, তবুও এই লেখায় যা ছিল তা শুধু ঘটনাবলী নয়, ছিল অনুভব, ছিল মন ছুঁয়ে যাওয়ার মতো সরলতা।
উনি যে বর্ষার কথা বলেছেন, সেটা কেবল বৃষ্টি আর পানি নয়।সেটা ছিল চারজন বন্ধুর বন্ধন, দুরন্তপনার সাহস, এবং জীবনের নিখাদ আনন্দ। গামছায় মোড়া মাছ, কাদায় হোঁচট খাওয়া, বন্ধুর হাত ধরে টেনে তোলা এসব ছোট ছোট দৃশ্য যেন একটা বড় জীবনের প্রতিচ্ছবি।
সবচেয়ে চমৎকার বিষয় হলো, উনি লেখার মাধ্যমে কেবল স্মৃতি ধরে রাখেননি, বরং আমাদেরকেও সেই সময়ের ভেতর টেনে নিয়েছেন। যেন আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি কীভাবে একঝাঁক শিশুর চোখে মাছ ধরা হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বড় জয়ের মতো!

লেখার ভাষা এতটাই জীবন্ত, অথচ এতটাই সহজ যেন কেউ মুখে মুখেই গল্পটা বলছেন। কোনও কৃত্রিমতা নেই, নেই কোনও ভান। আছে শুধু সময়ের আবেগ, বন্ধুদের প্রতি ভালোবাসা, আর জীবনের প্রতি এক ধরনের কৃতজ্ঞতা।বর্ষা এখানে শুধু একটি ঋতু নয়, বরং একটি অনুভবের নাম। একটি ফিরে যাবার ইচ্ছের নাম। আজকের প্রযুক্তিময়, ব্যস্ত জীবনে দাঁড়িয়ে এমন একটা লেখা যেন আমাদের বলে জীবন একদিন ছিল খুবই সরল, খুবই রঙিন।

এই লেখাটি আমার নিজের শৈশবের সঙ্গে না মিললেও, অন্য কারো শৈশবকে নতুন করে ভালোবাসতে শিখিয়েছে। হয়তো এটাই ভালো লেখার শক্তি যেখানে নিজের অভিজ্ঞতা না থাকলেও, অনুভব তৈরি হয়ে যায়।
উনাকে আন্তরিক ধন্যবাদ, আমাদের এমন একটা অনুভূতিময়, নিখুঁত বর্ষার দিন উপহার দেওয়ার জন্য।

IMG_6988.jpeg


ছবিগুলো @alif111 এর ব্লগ থেকে নেওয়া

উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

puss_mini_banner4.png