পুরাতনের মর্যাদা

in #feeling8 years ago

আজ আমি নতুন বলিয়া আমাকেই করিয়াছো জয়, সে আজ পুরাতন বলিয়া ছাড়িয়া দিয়াছো চরন। কোন আকাশের স্বার্থপর মানুষ তুমি স্বার্থের টানে যাও ছুটে। পুরাতনে বিশ্বাসের ভার যায় কমে, এমন কাজটি তুমি নাহি করো ভুলে। পুরাতনে নতুন সাজো, মর্যাদা করো নতুনের বেশে। ভালোবাসা সব তোমারী রবে।