মুখে ভাত দেওয়ার অনুভূতি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
মুখে ভাত দেওয়ার অনুভূতি
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা অনুভূতি মূলক পোস্ট নিয়ে। সত্যি বলতে অনুভূতি জিনিস গুলো আমাদের কাছে অনেক প্রিয়।আর ও দুই দিন আগে আমার নাতনির মুখে ভাত দেওয়া ছিল। আসলে বাচ্চারা ছয় মাস হলে তাদের মুখে ভাত দেওয়া দরকার। আর প্রথমে মুখে ভাত দিলে তারপর সব কিছু খাওয়াতে পারে।যদিও বর্তমান বাচ্চারা তেমন খেতে চায় না। তবে মুখে একেবারে না দিলে আর খাবে না।যাইহোক মুখে ভাত দেওয়ার অনুভূতি সত্যি অন্য রকম। জীবনে প্রথম সে ভাত খাবে। যেটার সবার ক্ষেত্রে শুরু থাকে।সত্যি ভাত খাওয়ার মজাই আলাদা। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
যেহেতু আমাদের প্রথম নাতনি। তাকে সবাই অনেক আদর করে। আসলে কে রেখে কে কোলে নিবে। বলতে গেলে তাকে কোন রকম ঘুমাতে দিতে চাই না।আবার বাবুটা ও বেশ মজা পায় বাচ্চাদের কোলে থাকা। যাইহোক মুখে ভাত দেওয়ার জন্য তাকে এই কেক এনে দিয়েছি। যদিও সে এখনো খাওয়া শিখেনি।তবে জীবনের প্রথম কেক তার ভাত দেওয়া উপলক্ষে। কেক দেখে সব বাচ্চারা অনেক খুশি।
আর মুখে ভাত দেওয়ার অনুষ্ঠানে ছিল চিকেন বিরিয়ানি ও পায়েস। সবাইকে খাওয়ার পরে আমরা গিয়েছিলাম বাবুকে খাওয়ার জন্য। আসলে ছোট মানুষ এখনো খাওয়া বুঝে না।তবে সে ভালো মত বসতে পারে না। তবে খাবার দেখে সে নেবে।
প্রথমে তার মামা তাকে খাওয়ার চেষ্টা করছে।আসলে বাচ্চারা কথা শোনে না। তারপর তাকে খাওয়ার জন্য চেষ্টা করছে।যদি ও সে খাবে না।তবে ছোট মানুষ অনেক মজা পেয়েছে। আর আমাদের কয়েকটি বাচ্চা আছে তারা বাবুকে খাওয়ার চেষ্টা করছে। আসলে তারা বাবুকে দেখে অনেক খুশি।তারা ভাবছে মুখে ভাত মানে বাবু সব একা খেয়ে ফেলবে।
তারপর আমার শাশুড়ি থেকে শুরু করে একে একে অনেকেই বাবুকে খাওয়ালো।তবে বাবু মানুষ ছোট হলে কি এই খাওয়ার দেখে সে অনেক খুশি। যাইহোক খাওয়া থেকে সবাই অনেক আনন্দ পেয়েছে। বেশ ভালো একটা সময় কাটিয়েছি সবাই।
প্রয়োজনীয় | উপকরণ |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1958900738328801611?t=G369ZQPZ5y4-THKf05NWqA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/MimiRimi1683671/status/1958881490093187271?t=WOMuHJ-4aFuFdHiYp_MoKg&s=19
https://x.com/MimiRimi1683671/status/1958901711860330690?t=HUcD4cK_fbI0OHN3fQqHHA&s=19
https://x.com/MimiRimi1683671/status/1958881490093187271?t=WOMuHJ-4aFuFdHiYp_MoKg&s=19
https://x.com/MimiRimi1683671/status/1958901711860330690?t=HUcD4cK_fbI0OHN3fQqHHA&s=19
এই রীতি প্রায় প্রতিটি এলাকার রেওয়াজ। চট্টগ্রামে বেশ বড় করে আয়োজন করে। এ ধরনের অনুষ্ঠানে বাচ্চারা বেশি আনন্দ পায়। তাদের আনন্দই সব থেকে বেশি হয়। নাতনীর মুখে ভাতের অনুষ্ঠানের অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ।
জি আপু বাচ্চারা একটু বেশি আনন্দ পায়, ধন্যবাদ আপনাকে।