রিয়াল মাদ্রিদের বিদায়!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
গতকাল ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ ছিল। যেখানে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং পিএসজি। পিএসজি এই সিজেনে এককথায় অপ্রতিরোধ্য। গতকাল যেন তার কোন ব্যতিক্রম হয়নি। এককথায় বলতে গেলে রিয়াল মাদ্রিদকে কোন সুযোগই দেয়নি পিএসজি। আর রিয়াল মাদ্রিদের এমন পারফরম্যান্স সত্যি হতাশাজনক। এমনটা কোনভাবেই মেনে নেওয়ার মতো না। কোয়ার্টার ফাইনাল ম্যাচের একেবারে শেষ দিকে একটা সহজ ভুলে লাল কার্ড পায় ডিন হুইজেন। ফলে গতকালের ম্যাচে সে ছিল না। ডিন হুইজেন ডিফেন্সের এক ভরসার নাম হয়ে উঠেছে এই কদিনেই। বাংলায় একটা প্রবাদ আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়।রিয়াল মাদ্রিদের সাথেও সেটাই হয়েছে। প্রাকটিসের সময় পায়ে চোট পায় আর্নল্ড।
আর্নল্ড সেমিফাইনাল মিস করে। অর্থাৎ ম্যাচের আগেই দুইটা বড় ধাক্কা খেয়ে পিছিয়ে থাকে রিয়াল মাদ্রিদ। ডিন হুইজেন এর জায়গাই একাদশে সুযোগ পায় রাহুল অ্যাসেন্সিও। এই ছেলেটার বয়স একেবারে কম। তবে প্রায় ম্যাচেই সহজ কিছু ভুল করে। যেগুলো একেবারেই মেনে নেওয়ার মতো না। আর পিএসজির মতো দলের সাথে খেলতে গেলে এমন ভুল করলে পস্তাতে হয়। ম্যাচের তখন ৪ মিনিট। ডিবক্সের মধ্যে ফল পায় রাহুল অ্যাসেন্সিও। এবং বলটা লুজ করে। সেই বল থেকে গোল করে পিএসজি। ম্যাচের প্রথমেই বাচ্চাসুলভ ভুল। এবং সেখান থেকেই পিএসজির লিড। এর কিছুক্ষণ পরের কথা ম্যাচের ৯ মিনিট চলছে তখন। মধ্যমাঠের কিছুটা নিচ থেকে বল পায় রুডিগের। এবং বলটা রিসিভ করতে গিয়েই লুজ করে বসে।
এরপর আর দেখতে হয়নি। রুডিগের এর মিস করা বল থেকে গোল করে ওসমান ডেম্বেলে। দুই গোলে এগিয়ে যায় পিএসজি। ম্যাচের শুরুতেই যেন শেষ হয়ে যায়। ম্যাচের ২৪ মিনিটের সময় পিএসজি আরেকটা গোল করে। পুরোপুরি ৩-০ গোলের লিড নিয়ে নেয় পিএসজি। রিয়াল মাদ্রিদ তখন পুরাই ধুকছে। যেমন ধুকছে ডিফেন্সে তেমন অ্যাটাকিং এ। ঐসময় পযর্ন্ত প্রতিপক্ষের গোলপোস্টে কোন শর্ট নিতে পারেনি রিয়াল মাদ্রিদ। এই ছিল অবস্থা। দ্বিতীয়ার্ধেও কোন পরিবর্তন হয়নি। রিয়াল মাদ্রিদ কয়েকটা আক্রমণ করেছে কিন্তু এতে কোন লাভ হয়নি। সত্যি বলতে তারা কোন সুযোগই তৈরি করতে পারেনি। যেখান থেকে অন্তত গোল পাওয়া যায়। ম্যাচের শেষের দিকে গঞ্জালো রামোস পিএসজির হয়ে গোল করে কফিনে শেষ পেরেকটা ঠুকে দেয়।
এক লজ্জার হার নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। সত্যি বলতে আমার যতটা না রাগ হচ্ছিল তার চেয়েও বেশি হাসি পাচ্ছিল। এইরকম একটা ম্যাচে এইরকম সহজ ভুল কেউ কীভাবে করতে পারে এটা আমি সত্যি জানি না। শাবি আলোনসো দলটার দায়িত্ব নিয়েছেন মাসখানেক হবে। ক্লাব বিশ্বকাপ ছিল তার প্রথম টুর্নামেন্ট। এই দলটা নিয়ে এখনও অনেক কাজ করার বাকি আছে তার। আর যদি দলের অবস্থা এমন বেহাল থাকে তাহলে পরবর্তী সিজেনেও আমাদের ভুগতে হবে। আর এটা আমি কখনোই চাই না।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1943231475354390831?t=ERhd5h21DGqBAFuE6ZhB5g&s=19
https://x.com/Emon423/status/1943231663221375303?t=2sEcM7eQpuVcenCw8k808w&s=19
https://x.com/Emon423/status/1943231876006842867?t=th_c1SsLgmKBZ54S1YnbcQ&s=19
https://x.com/Emon423/status/1943233668488847842?t=VRAB78L95TjZWIt5jZEh5w&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.