শেষ মূহুর্ত্তের নাটকীয় জয়!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
গতকাল রিয়াল মাদ্রিদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল। প্রতিপক্ষ ছিল জার্মান জায়ান্ট বরুশিয়া ডটমুন্ড। তবে কোয়ার্টার ফাইনাল এইজন্যই চিন্তা টা একটু ছিল। যদিও সবশেষ দুই দেখাই বরুশিয়া কে সহজেই হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে এইদিন মাদ্রিদ কোচ শাবি আলোনসো শুরুর একাদশ দিয়ে চমকে দেয়। কারণ একাদশে কিলিয়ান এমবাপ্পে ছিল না। কিলিয়ান এমবাপ্পে বতর্মানে বিশ্বের সেরা খেলোয়ার বলা যায়। রিয়াল মাদ্রিদ ৪-৩-৩ ফর্মেশনে মাঠে নামে। অন্যদিকে বরুশিয়া ডটমুন্ড এর ফর্মেশন ছিল ৩-৪-২-১ ফর্মেশনে। খেলাটা ছিল বাংলাদেশ সময় রাত দুইটার সময়।হ্যা খেলাটা একটু বেশি রাতেই ছিল বলা যায়। সঠিক সময়ে খেলাটা শুরু হয়।
শুরু থেকেই রিয়াল মাদ্রিদ খেলোয়ার রা নিজেদের মধ্যে বেশি পাস খেলছিল। এবং অপনেণ্ট বরাবরের মতোই ভিনিসিয়াসকে কড়া মার্কিং করছিল। কারণ গতবার ভিনিসিয়াস তাদের বিরুদ্ধে হ্যাট্রিক করেছিল। তবে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি রিয়াল মাদ্রিদ কে। ম্যাচের তখন ১০ মিনিট চলছে। আর্দা গুলারের দেওয়া দারুণ একটা বলে গোল করে গঞ্জালো গার্সিয়া। এই নিয়ে ক্লাব বিশ্বকাপে পাঁচ ম্যাচে চার গোল করল সে। আবার খেলা শুরু হয়। বলতে গেলে সেরকম কোন আক্রমণ করতে পারছিল না ডটমুন্ড। তারা চান্স ক্রিয়েট করতে গিয়ে বার বার ব্যর্থ হচ্ছিল। ম্যাচের তখন ২০ তম মিনিট। আর্নল্ড এর অ্যাসিস্টে গোল করে ফারান গার্সিয়া। রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় ২-০ গোলে।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে কিছুটা দেখে খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। তবে ডটমুন্ড তাদের খেলার ধরন কিছুটা পরিবর্তন করে। এবং আক্রমনে যাচ্ছিল বারবার। ম্যাচের ৬৭ মিনিটে বেশ কিছু পরিবর্তন করে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে মাঠে আসে। খেলা চলতে থাকে। ম্যাচ তখন প্রায় শেষেরদিকে। ম্যাচের অতিরিক্ত সময়ের খেলা চলছে। ৯২ তম মিনিটে একটা গোল করে ডটমুন্ডের বেয়ার। ম্যাচের সমতা দাঁড়ায় ২-১। এর কিছুক্ষণ পরেই ম্যাচের ৯৪ মিনিটের সময় দারুণ একটা বল দেয় আর্দা গুলার। ঐ বলে ওভারহেড কিক থেকে অসাধারণ একটা গোল করে কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পের গোলে ৩-১ গোলে এগিয়ে যায়। অন্যদিকে এটা ম্যাচে গুলারের দ্বিতীয় অ্যাসিস্ট ছিল।
এমবাপ্পের গোলের পরে সেন্টার থেকেই বল নিয়ে এগিয়ে যেতে থাকে ডটমুন্ড খেলোয়ারেরা। আশ্চর্যজনকভাবে ডিবক্সের মধ্যে চলেও যায়। সেই সময় মাদ্রিদ ডিফেন্ডার ডিন হুইজেন একটা ভুল করে প্রতিপক্ষ কে ফাউল করে। যদিও সেটা গুরুতর ফাউল ছিল না। কিন্তু লাস্ট ম্যান ফাউল হওয়াই তাকে লাল কার্ড দেখানো হয়। পরবর্তী ম্যাচটা সে মিস করবে। যেটা রিয়াল মাদ্রিদের জন্য অনেক বড় একটা ধাক্কা। পেনাল্টি থেকে আরেকটা গোল করে বরুশিয়া এবং ম্যাচে ফলাফল দাঁড়ায় ৩-২। ম্যাচের একেবারে শেষ সময়ে অসাধারণ এক শর্ট সেভ দেয় মাদ্রিদ গোলরক্ষক কর্তোয়া। কর্তোয়ার অতিমানবীয় সেই সেভ মাদ্রিদ কে ম্যাচ জিতিয়ে দেয়। ১০ তারিখ সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ এই সিজেনের সেরা এবং সবচাইতে ভয়ংকর দল পিএসজি।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1941783076251828317?t=ZiQCh8ayUUlkXteSvDmDiQ&s=19
https://x.com/Emon423/status/1941783289066590442?t=GRKVhooiAzRlBeldvTEquQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.