ইউনিভার্সিটিতে ফায়ার ফাইটিং ট্রেনিং!
08-07-2025
২৪ আষাঢ় , ১৪৩২ বঙ্গাব্দ
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সুস্থ্য থাকাটাই হলো সবচেয়ে বড় বিষয়। আপনি যদি সুস্থ্য না থাকেন তাহলে আপনার কোনো কিছুই করতে ভালো লাগবে না। তো আমাদের এই জীবনযাত্রায় নানা সময় নানা ধরনের সমস্যা দেখা দেয়। কিছু আকস্মিক দূর্ঘটনা যেটা মাঝে মাঝে হতে পারে আপনারা সারা জীবনের কান্না! কিন্তু একটু সাবধানতা থাকলেই কিন্তু দূর্ঘটনা মোকাবেলা করা সম্ভব! ধরুন, আপনি একটা হসপিটালে গেলেন চিকিৎসা নিতে। হসপিটালের টপ ফ্লোরে আপনি আছেন। হঠাৎ করে আগুনের লেলিহান শিখা আপনাকে ঘিরে ধরলো। আপনার হাতে পাশেই আগুন নেভানোর সিলিন্ডার রাখা অথচ আপনি জানেন না কিভাবে আগুনের দিকে তাক করতে হয়, কিভাবে সেটাকে খুলতে হয়! এই যে আপনার না জানার কারণে আপনি কিন্তু বড় ধরনের দূর্ঘটনার সম্মুখীন হতে পারেন। সব বিষয়ে মোটামোটি আমি মনে করি বেসিক জ্ঞান থাকা দরকার।
ছোট সমস্যা থেকেই কিন্তু বড় ধরনের দূর্ঘটনা হয়ে থাকে। আমাদের আগে জানতে হবে দূর্ঘটনা হলে সেগুলোর প্রতিকার কিভাবে করতে হয়! এমনি এক বিশেষ ট্রেনিং সেশনের আয়োজন করা হয়েছিল আমাদের ইউনিভার্সিটিতে। উক্ত সেশনে আমাদের ইউনিভার্সিটির সম্মানীত জয়নাল আবেদীন স্যারও উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিসের একটি টিম এসেছিল আমাদের ইউনিভার্সিটিতে গত ২৯ জুনে। সেখানে আগুন লাগার কারণ, লাগলে কি করতে হবে সেগুলো নিয়ে কথা বলেন। এখনকার সময়ে সবার বাসা বাড়িতে কিন্তু সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়। আর সিলিন্ডার বরাবরই রিস্কি! সিলিন্ডারের মাধ্যমে কিভাবে আগুন লাগে এবং যদি লাগে তাহলে সেটা কিভাবে নেভাতে হয় সেগুলো একে একে দেখানো হয়।
প্রথমে দেখানো হয় সিলিন্ডারে মুখে আগুন লাগলে কিভাবে নেভাতে হবে। জাস্ট যেদিক দিয়ে গ্যাস বের হচ্ছে সেদিক দিক গিয়ে আঙুল চেপে ধরলেই দেখলাম আগুন নিভে যাচ্ছিল। তবে এক্ষেত্রে বাতাসে ফ্লোটা গুরুত্বপূর্ণ! যেদিক বাতাস যাচ্ছে আপনাকে সেদিক থেকে যাওয়া যাবে না। রাইট অথবা লেফট সাইড থেকে আঙুন চেপে ধরতে হবে। তারপর দ্বিতীয় যে প্রসেসটা দেখিয়েছিল সেটা হচ্ছে কোন বালতি দিয়ে সজোরে চেপে দেয় সিলিন্ডারের মুখে। এটা একটু টাফ মনে হয়েছিল। তবে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। যাতে অক্সিজেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়। তৃতীয় যে প্রসেসটা দেখিয়েছিল সেটা হচ্ছে মোটা কোনো ভেজা ছালা বা তোষক দিয়ে সিলিন্ডারের মুখ মুড়িয়ে দেয়া। বাতাসের অনুপস্থিতি পেলেই বন্ধু হয়ে যাবে। ব্যাপারটা যদি এমন হয়, ধরুন সিলিন্ডারের মুখে বেশি আগুন তাহলে ভেজা কম্বল বা মোটা ছালা দিয়ে মুড়িয়ে দিলে সেটা বন্ধ হয়ে যাবে।
প্রত্যেকটা পরীক্ষা ছেলে ও মেয়ে উভয়েই অংশগ্রহণ করেছিল। এতে করে বাস্তবসম্মত একটা জ্ঞান অর্জন হলো। আর আমরা দর্শক সারিতে থেকেও অনেক কিছু আসলে জানতে পারলাম! এ বিষয়গুলো কখনো হয়তো কাজে লাগতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো প্রতিরোধের চেয়ে প্রতিকার উত্তম অর্থাৎ দূর্ঘটনার প্রাথমিক জ্ঞান সম্পর্কে আপনি জানতে পারলেন। এবং সেগুলো কখনোবা কাজে লাগাতে পারবেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে সিলিন্ডার গ্যাস ব্যবহারে সতর্ক থাকতে হবে। নিরাপদ জায়গায় সিলিন্ডার রাখুন, রান্না শেষে সঠিকভাবে বন্ধ করেছেন কিনা সে বিষয়গুলো ও খেয়াল রাখুন।
Device | Oppo A12 |
---|---|
Date | 29 June, 2025 |
Location | Dhaka University of Engineering & Technology, DUET, Gazipur |
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
twittrr share
ফায়ার ফাইটিং ট্রেনিং খুবই গুরুত্বপূর্ণ। কারণ কখন বিপদ আসবে আমরা কেউ জানি না। বিপদে কাজে লাগবে। ভালো লাগলো ভাই আপনার পোস্ট দেখে।