মাছ কেনার অভিজ্ঞতা।
আসসালামু আলাইকুম।
আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম আজকে দুপুরবেলা মাছ কিনতে যাব। সচরাচর আব্বু'ই মাছ কিনে আনে আমার তেমন একটা বাজারে যাওয়া হয় না। সেদিন ঘুরতে ঘুরতে একটা বাজারের পাশ দিয়ে যাচ্ছিলাম। সাথে থাকা ছোট ভাই বলতেছিল এই জায়গাটাতে দুপুর বেলাও জেলের মাছ নিয়ে আসে।
আমি জানতাম শুধু সকালেই আসে, দুপুরে আসে এটা আমার জানা ছিল না। ভোরবেলা যারা মাছ ধরতে যায় তারা দুপুরের মধ্যে সব মাছ ধরে নিয়ে চলে আসে। আর সেইগুলোই এই আরতে নিয়ে আসে।
দুপুর ২ টার দিকে আমরা গেছিলাম সেখানে। গিয়ে দেখলাম এখনো কার্যক্রম শুরু করেনি। এদিকে ওদিকে একটু ঘুরাঘুরি করলাম আর এক কাপ চা খেলাম। চা খাওয়া শেষ করে দেখলাম শুরু হয়ে গেছে মাছ বেচাকেনা। আরতে সাধারণত মাছ নিলাম হয়, আর সেগুলো ব্যবসায়ীরাই কেনে। সাধারণ মানুষ যদি সেগুলো কেনে তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ব্যবসায়ীরা ঠিক মত মাছ পাবেনা, দামের সামঞ্জস্যতা থাকবে না, ব্যবসায়িক চেইন ব্রেক হবে ইত্যাদি।
ওখান থেকে ব্যবসায়ীরা যেগুলো কিনবে তারপর ব্যবসায়ীদের কাছ থেকে একটু লাভ দিয়ে ওই মাছগুলো নিয়ে নেয়া যাবে। মাছ কেনাবেচা দেখতে খুব ভালো লাগছিল। প্রায় শেষ পর্যন্তই আমরা সেখানে ছিলাম।
মাছ কেনাবেচা যখন শেষের দিকে তখন আমরা ব্যবসায়ীদের কাছ থেকে বেশ কিছু মাছ পছন্দ করে কিনলাম। বিভিন্ন সাইজের বিভিন্ন রকম মাছ ছিল। সময়টা সব মিলিয়ে বেশ ভালোই কাটলো।
মাছ কেনাকাটা শেষ করে আমরা বাড়ির দিকে চলে আসলাম। এই সময়টা অনেক নদীর মাছ পাওয়া যায়। বর্ষায় প্রচুর পানি এসেছে নদীতে। নতুন পানির সাথে এসেছে হরেক রকমের মাছ। এ টাটকা মাছগুলোর ঘেরের মাছের সাথে তুলনাই চলে না। সব মিলিয়ে মাছ কেনার অভিজ্ঞতাটা ভালোই ছিল, আলহামদুলিল্লাহ।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

সব জায়গায় সিন্ডিকেট আছে। নিয়ম তো নিলাম উঠলে যে কেউ নিলাম দাম বলতে পারে। এখানে ব্যবসায়ী ছাড়া কেউ নিলামে দাম বলতে পারবে না। এটা শুধু বাংলাদেশেই সম্ভব। যায়হোক নদীর মাছ গুলো দেখে ভালো লাগলো।
0.00 SBD,
1.21 STEEM,
1.21 SP
আসলেই নিয়ম ভঙ্গ করলে জটিলতার সৃষ্টি হতে পারে।আর নদীর এমন বিভিন্ন রকম মাছ খুবই টাটকা ও সুস্বাদু হয়ে থাকে খাওয়ার জন্য।আপনি দারুণ একটি সময় পার করেছেন বোঝাই যাচ্ছে, ধন্যবাদ দাদা।
0.00 SBD,
1.19 STEEM,
1.19 SP
নদীর মাছ গুলো দেখলেই আলাদা একটা সতেজতা লক্ষ্য করা যায়। বড় সাইজের নদীর বাইন মাছ আর চিংড়ি মাছ গুলো কিন্তু সেরা ছিল তবে বেলে মাছের স্বাদ অন্যরকম আপনার ছবিগুলো দেখেই এই মাছের টেস্ট মনে পড়ে গেল। আচ্ছা সবশেষে মাছের নিলাম কেমন লাগলো?
0.00 SBD,
0.63 STEEM,
0.63 SP
এমন টাটকা মাছ দেখতে খুব ভালো লাগে। মাছ কিনতে আমার বরাবরই খুব ভালো লাগে। তাইতো প্রতি মাসেই ২/১ বার মাছ কিনতে নদীর ঘাটে চলে যাই। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগছে। মাছ কেনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।