স্মৃতিচারণ: শৈশবে বর্ষার দিনে মাছ ধরার স্মৃতি
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
সোমবার, ০৪ ই আগস্ট ২০২৫ ইং
শৈশব মানেই একরাশ সোনালি দিন, যেখানে আনন্দের সীমা ছিল না, আর চিন্তা ছিল শুধুই আগামী বিকেলে কী খেলা হবে তা নিয়ে। বর্ষার দিনগুলো ছিল আরও আলাদা, আরও স্পেশাল। বৃষ্টি নামলেই যেন মনের ভেতর এক অদ্ভুত উল্লাস জেগে উঠত। তখন আমরা অপেক্ষা করতাম কবে বিল ভর্তি হবে, কবে বৃষ্টির জল চারপাশের জমিনকে প্লাবিত করবে। আমাদের এলাকায় একটি বিশাল বিল ছিল চিলাখাল বিল। সেই বিলই ছিল আমাদের শৈশবের জাদুর মাঠ।চিলাখাল বিল বর্ষায় রূপ বদলে ফেলত।
শুকনো মৌসুমে যা ছিল ধূসর ও ফাটল ধরা, বর্ষায় তা হয়ে উঠত জীবন্ত, সবুজে মোড়ানো আর পানিতে ভরা। বিল ভরতি জল আর মাছের আনাগোনা যেন স্বর্গীয় কিছু। তখন আমরা পাড়া প্রতিবেশীর ছেলেরা দল বেঁধে বেরিয়ে পড়তাম মাছ ধরতে। হাতে থাকত কাঁচা বাঁশ দিয়ে বানানো ছিপ, কখনো বা তালপাতার ছাতার নীচে বসে অপেক্ষা করতাম মাছের কামড় দেওয়ার মুহূর্তটার জন্য। কখনো কখনো হাতে থাকত তালাই, কোঁচ, বা সাদামাটা মাছ ধরার জাল। বড়রা যেমন করতেন, আমরা নকল করে শিখে নিচ্ছিলাম ধীরে ধীরে।
তখন দিনের হিসাব ছিল না, ঘড়ির কাঁটার তোয়াক্কা ছিল না। বর্ষার ছিপে যখন কোনো মাছ ধরা পড়ত, তখন আনন্দে লাফিয়ে উঠতাম, চিৎকার করে সবার দেখাতাম। সেই একটা মাছ পুরো দিনের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিত। মাঝেমধ্যে কেউ কেউ বিলের কাদায় হোঁচট খেত, কেউ পড়ে যেত পানিতে, আর সবাই মিলে হেসে উঠতাম সেই হাসিগুলো আজও কানে বাজে।
চিলাখাল বিলে মাছ ধরার সেই দিনগুলো ছিল নির্ভেজাল সুখের প্রতিচ্ছবি। জীবনের অনেক জটিলতা, দায়িত্ব, আর ব্যস্ততার মাঝে দাঁড়িয়ে আজ যখন পেছনে ফিরে তাকাই, তখন সেই বিল, সেই বর্ষা, আর সেই মাছ ধরা দিনগুলো এক স্বপ্নের মতো মনে হয়। এখনকার শিশুরা হয়তো জানেই না বৃষ্টির দিনে কাদামাটির গন্ধে কী অদ্ভুত আবেশ লুকানো থাকে, কিংবা ভেজা জামাকাপড়ে বাড়ি ফিরে মায়ের বকুনির মাঝেও কী পরম স্নেহ ছিল।
শৈশবের সেই বর্ষার দিন আর চিলাখাল বিল দুটোই এখন কেবল স্মৃতির পাতায় বন্দি। তবে এই স্মৃতিগুলোই মাঝে মাঝে মনকে নিয়ে যায় সেই সময়ের দিকে, যেখানে শুধুই ছিল প্রকৃতি, বন্ধু আর খুশির ছোঁয়া।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
এই বর্ষাকাল আসলেই সেই শৈশবের কথা মনে পড়ে যায়।আপনার পুরো শৈশবের স্মৃতিময় পোস্ট পড়ে খুবই ভালো লাগলো।আমিও ছোট বেলায় এইরকম বর্ষাকালে মাছ ধরতাম।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।