Kadam Flower.

in #flower8 years ago

কদম ফুল হলো বর্ষার দূত। হলুদ সাদার সংমিশ্রনে পেলব আকৃতির হয় কদম ফুল। অপরুপ কদম ফুলের কথা বর্ষা ঋতুর বিভিন্ন কবিতায় বলা হয়েছে। আষাঢ়ের আগেই ফুটে কদম ফুল ও বর্ষার শুরুতে রাজত্ব করে। কদম ফুলের সুগন্ধ ও সতেজ সৌন্দর্য্য প্রতিটি বাঙ্গালীর মনে সৃস্টি করে এক ভিন্ন অনুভূতি।

Sort:  

This post has received a 1.08 % upvote from @speedvoter thanks to: @ananya.