বৃষ্টি ভেজা হলুদ ফুল, গ্রামের এক স্নিগ্ধ সকালের ছবি

in আমার বাংলা ব্লগ8 days ago

শুভ সকাল!
কেমন আছেন সবাই?
আজকে আপনাদের সাথে আমার নিজের ক্যামেরায় তোলা ছবি এবং সেই ছবিটি তোলার পেছনের গল্প শেয়ার করতে এলাম। বর্ষা শেষ হওয়ার পর প্রকৃতির মধ্যে যে অদ্ভুত শান্তি আর সতেজতা আসে, সেই মুহূর্তটা এই হলুদ ফুলটির মধ্যে খুঁজে পেলাম। আশা করি, আমার তোলা ছবিটি আপনাদের মনকে ছুঁয়ে যাবে।

বর্ষণের শেষে এক ঝলক উজ্জ্বলতা

1759108402256.jpg

1759108402272.jpg

1759108402281.jpg

1759108402295.jpg

1759108402309.jpg

এই ছবিটি আমি নিজে তুলেছি। আসলে, ছবিটা তোলার ঠিক আগে এখানে বেশ ভালো বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি থামার পর চারদিকে যখন একটা শান্ত আর সতেজ ভাব থাকে, ঠিক তখনই এই টুকটুকে হলুদ ফুলটাকে দেখলাম। আমার মনে হলো, এই মুহূর্তটা ক্যামেরায় ধরে রাখা দরকার।

এটা আমাদের গ্রামের কোনো লতানো সবজি গাছের ফুলের—হয়তো ঝিঙে কিংবা লাউয়ের। বৃষ্টির জল লেগে এর পাপড়িগুলো হালকা ভিজে আছে, আর সেই জলের ফোঁটাগুলো সূর্যের আলোয় চিকচিক করছে। ফুলটাকে দেখে মনে হচ্ছিল যেন সদ্য স্নান সেরে উঠেছে, তাই এত প্রাণবন্ত লাগছে। লতা বেয়ে ফুলটা একটু সামনের দিকে ঝুঁকে আছে, খুব স্নিগ্ধ একটা ভঙ্গিতে। পাশে যে কালো ডালটা দেখা যায়, লতাটা সেটাকেই ধরে একটু উপরে উঠেছে।

পেছনের দৃশ্যটাও দারুণ শান্ত। বড় বড় পাতা দিয়ে তৈরি একটা সবুজ জঙ্গল, যা ফুলটাকে যেন আগলে রেখেছে। ফোকাসের বাইরেও দূরের সবুজ মাঠের একটা সুন্দর ছায়া দেখা যাচ্ছে। সবকিছু মিলিয়ে ছবিটা যেন বৃষ্টির পরের সতেজতা, সোঁদা মাটির গন্ধ আর ঠাণ্ডা বাতাসের একটা মুহূর্তকে ধরে রেখেছে।

আমার মনে হয়, এমন ছোট ছোট প্রাকৃতিক সৌন্দর্যগুলোই জীবনকে আরও বেশি সুন্দর করে তোলে। নিজের হাতে এমন একটা মিষ্টি ছবি তুলতে পেরে আমার খুব আনন্দ হয়েছে।

প্রকৃতির এমন ছোট ছোট সৌন্দর্যগুলোই আমাদের প্রতিদিনের জীবনকে আরও বেশি সুন্দর আর উপভোগ্য করে তোলে। আপনাদের কেমন লাগলো, অবশ্যই মন্তব্যে জানাবেন! শুভকামনা রইল সবার জন্য।

সম্পাদন করাছবি তোলা হয়েছেডিভাইস
@adobe-lightroomlmc-8.4Android

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ytBuAajJXznTYG8Wa1ubSRr15EMsu5PoCV7ohC7h754YQkMCxMgutok2tG8L6bhnFvxpGM3Lj5VeHyrFPZUetWVebENtW.jpeg

Posted using SteemX

Sort:  

🎉 Congratulations!

Your post has been upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg