ভৃঙ্গরাজ ফুলের ফটোগ্রাফি 🌼
ভৃঙ্গরাজ শেখায় সৌন্দর্যের জন্য বড় হতে হয় না,ছোট্ট হয়েও আলো ছড়ানো যায়।
হ্যালো বন্ধুরা
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।তারই ধারাবাহিকতা বজায় রেখে নতুন একটি ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করছি।আশাকরি আমার আজকের ফটোগ্রাফি পোস্ট টি আপনাদের ভালো লাগবে!
ভৃঙ্গরাজ ফুলের ছোট করে উপকারিতা দিলাম।
চুল পড়া কমায় ও চুল কালো রাখে।
খুশকি ও মাথার ত্বকের সমস্যা দূর করে।
লিভার ভালো রাখে ও জন্ডিসে উপকারী।
হজমে সাহায্য করে।রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
ক্ষত শুকায় ও রক্তশূন্যতা কমায়।আরও বহুগুণ সমৃদ্ধ এই ভৃঙ্গরাজ ফুল যার গুণাবলি বলে শেষ করা যাবে না তাই এতটুকুই থাক!!😊
রোজ সকালে মেয়েকে স্কুলে পৌঁছে দিতে বের হওয়ার সময় আমু একই জিনিস খেয়াল করি তা হলো রাস্তার ধারে ভৃঙ্গরাজ ফুল।ছোট্ট, সাদামাটা,তবুও তার ভেতরে এক অদ্ভুত টান আছে। অনেকেই হয়তো হেঁটে চলে যায়,কেউ খেয়ালও করে না, কিন্তু আমার কাছে মনে হয় যেনো ওই ফুলগুলো প্রতিদিন আমাকে ডেকে বলে...দেখো, আমি আছি, আমি টিকে আছি, যতো ছোটই হই না কেনো!
মেয়ের হাত ধরে হাঁটার সময় ফুলগুলোর দিকে তাকিয়ে আমার মনে হয়,জীবনের প্রতিদিনের পথচলায় কিছু না কিছু এমন সৌন্দর্য লুকিয়ে থাকে, যেটা সহজে চোখে পড়ে না।মেয়েটিও একদিন খেয়াল করলো আর হেসে বললো মা, এই ছোট ছোট ফুলগুলো কি তোমার বন্ধু?
আমিও হেসে উত্তর দিলাম...হ্যাঁ, ওরা আমার নীরব বন্ধু।প্রতিদিন আমাকে মনে করিয়ে দেয়, যতো ব্যস্তই হই না কেনো তারপরও থেমে একটু ওদের সৌন্দর্যকে অনুভব করতে হয়।সেই দিন থেকে মেয়েটিও প্রতিদিন স্কুল যাওয়ার পথে ভৃঙ্গরাজ ফুল গুনে গুনে দেখে।কখনো একটিকে ছিঁড়ে এনে আমাকে দেয়,যেনো সেটা আমার কাছে একটা ছোট্ট উপহার।আর আমি বুঝতে পারি আমার জীবনের প্রতিদিনের সকালটা, যতো সাধারণই হোক, এই ফুলগুলোর মতোই বিশেষ হয়ে উঠছে।
ভৃঙ্গরাজ ফুল তাই আমার কাছে শুধু একটা গাছের ফুল নয়, বরং প্রতিদিনের জীবনের সরলতা আর সৌন্দর্যের প্রতীক।
আজ এখানেই শেষ করছি।সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।🙏
OR
ডেইলি টাস্ক-
এক্স প্রোমোশন লিংক-https://x.com/chakiatoshi/status/1973425019960303955?t=E_CgyZ_NvzxRPZ50yuIKsA&s=19
এই ফুলটি আমি কিছুদিন আগে দেখেছিলাম৷ আজকে আপনার কাছ থেকে এই ফুলের ফটোগ্রাফি দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ যেভাবে আপনি এখানে চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন তা খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে এই ফটোগ্রাফি গুলোর সাথে আপনি খুব সুন্দর বর্ণনাও শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷