আমার প্রিয় হাইড্রেনজিয়া ফুল

in আমার বাংলা ব্লগ13 days ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

polish_save.jpeg

হাইড্রেনজিয়া ফুল যে আমার কতটা ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না।প্রতি বছরই আমার বাগানের হাইড্রেনজিয়া ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি।অবশ্য কয়েক সপ্তাহ আগেই এই ফুলগুলো ফুটেছিল কিন্তু অসুস্থতার কারণে শেয়ার করা হয়নি।যখন হসপিটালে যাচ্ছিলাম তখন ফুল গুলোর কুঁড়ি এসেছিল, একটু একটু করে ফুল গুলো দেখা যাচ্ছিল। এরপর হসপিটাল থেকে এসে দেখে তো অবাক! ফুলে ফুলে ভরে গিয়েছে গাছ দুটি।দেখে তো মনটা একেবারে ভরে গেল। যদিও গত বছর আরও একটি হাইড্রেনজিয়া ফুল লাগিয়েছিলাম, ফুলগুলো ছিল গোলাপী বর্ণের। কিন্তু সেই গাছে এবছর কোন ফুল আসেনি। এই ফুলগুলো অনেক কালারের হয়। আমার দেখা প্রায় ৫টি কালারের ফুল রয়েছে।কালার গুলোর মধ্যে রয়েছে বেগুনি, সাদা, হলুদ, নীল ও গোলাপি।আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে নীল, গোলাপি এবং বেগুনী রঙের হাইড্রেনজিয়া। এই গাছগুলোতে এত পরিমানে ফুল আসে যে পাতাগুলো প্রায় দেখা যায় না, ফুলে ফুলে ভরা থাকে প্রতিটি শাখা-প্রশাখা।

IMG_8623.jpeg

IMG_8620.jpeg

IMG_8625.jpeg

IMG_8624.jpeg

IMG_8622.jpeg

IMG_8621.jpeg

গোলাপের মতো হাইড্রেনজিয়া ফুলগুলো এ দেশের মানুষের কাছে খুবই জনপ্রিয়।তাই গোলাপের মতো হাইড্রেনজিয়াও জায়গা করে নিয়েছে প্রায় প্রতিটি বাড়ির ফুলের বাগানে।রাস্তায় বের হলেই রংবেরঙের হাইড্রেনজিয়া ফুলের সমারোহ দেখা যায়।এই হাইড্রেনজিয়া ফুলের কালার কিন্তু আবার চেঞ্জ করা যায়, কারণ কালার মাটির অম্লত্বের উপর ডিপেন্ড করে।মাটির অম্লত্বের পরিমাণ কম ও বেশি বাড়িয়ে কালার চেঞ্জ করে থাকে।এ কারণে কোন কোন গাছে দুই রকমের কালারের ফুল দেখা যায়। কোন কোন সময় দেখা যায় গোলাপি, সাথে আবার বেগুনি বর্ণের ফুলও রয়েছে।প্রায় অনেকটা জায়গা জুড়েই এই গাছ গুলো থাকে। ছোট্ট একটি গাছ কিনে আনলে তা ধীরে ধীরে অনেকটা জায়গা জুড়ে বিস্কৃতি লাভ করে। বাংলাদেশে এই গাছগুলো তেমন দেখা যায় না,তবে এখন পাওয়া যায় কিনা তা জানি না? আমি এই দেশে আসার পর এই ফুলের সাথে পরিচিত হয়েছি। যাইহোক আজ তাহলে এতটুকুই।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 12 days ago 

আপু আপনার প্রিয় হাইড্রেনজিয়া ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়েছি। কারন এই কালারের ফুল আগে কখনো দেখি নাই। বাংলাদেশে এই কালারের ফুল আছে কি না জানি না। আনকমন একটি ফুল দেখলাম।

 12 days ago 

ফুলের নামটা খুবই কঠিন। তবে নামটা যেমন কঠিন ফুলগুলো ততটাই সুন্দর। ফুল গুলো দেখে সত্যি কথা বলতে আমি একদম মুগ্ধ হয়ে গেলাম। সবুজ পাতা নীল ফুল অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আমি আগে কখনো এমন ফুল দেখিনি তবে আপনার এই পোষ্টের মাধ্যমে দেখে ভীষণই ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 12 days ago 

কি যে সুন্দর ফুলগুলো। গাছে কেবল ফুল আর ফুল। পাতাই দেখা যাচ্ছে না। মনে হচ্ছে কেউ যেন কাগজের অনেকগুলো ফুল বানিয়ে গাছে লাগিয়ে দিয়েছে। রংটার জন্য মনে হচ্ছে কাগজের ফুল। তবে দেখতে বেশ সুন্দর। আর ফটোগ্রাফিগুলোও অনেক সুন্দর হয়েছে।

 12 days ago 

হাইড্রেনজিয়া ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমার ও ভীষণ ভালো লেগে গেলো।শুধু ফুল আর ফুল।সত্যি ই পাতা দেখা যাচ্ছে না।ফুলের কালার সত্যি ই অসাধারণ। আপনার বাগানের হাইড্রেনজিয়া ফুলের সমারোহ দেখে ভীষণ ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শেয়ার করার জন্য।

 8 days ago 

ওয়াও! ফটোগ্রাফি গুলো দেখে তো চোখ ফেরানো যাচ্ছে না আপু। হাইড্রেনজিয়া ফুল আসলেই খুব সুন্দর। বাগানে এতো সুন্দর ফুল দেখলে,যে কারোরই মন ভালো হয়ে যাবে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।