মনমুগ্ধকর গোলাপের বাগান (ফটোগ্রাফি পোস্ট)

in আমার বাংলা ব্লগlast month
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

polish_save.jpeg

অনেকদিন পর আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে কিছু ফুলের ফটোগ্রাফি পোস্ট নিয়ে। ইংল্যান্ডে চারিদিকে এখন ফুলের সমারোহ , যেদিকে তাকাই শুধু ফুল আর ফুল। আর গোলাপের কথা তো ভিন্ন, এমন কোন বাগান নেই যেখানে গোলাপের গাছ নেই। হ্যাঁ বন্ধুরা ইংল্যান্ডের প্রতিটি বাসার সামনে বা পেছনে অবশ্যই ফুলের বাগান থাকবে।আর এই বাগান গুলোতে বাহারি ফুলের মধ্যে অবশ্যই গোলাপের জায়গা থাকবে।কমবেশি সকলেই গোলাপের চারা রোপণ করে থাকে।আর এই গাছ একবার লাগালে বারবার লাগাতে হয় না। সেটা সারা বছরই থাকে, শুধু শীতের সময় মরার মত পড়ে থাকে। আমার বাগানেও অনেকগুলো গোলাপের চারা রয়েছে যেগুলো প্রায়ই আপনাদের সাথে শেয়ার করে থাকি।আর আমার আজকের এই ফটোগ্রাফি গুলো করেছিলাম ঈদের দিন যখন আমার ভাসুরের বাসায় গিয়েছিলাম তার এক প্রতিবেশীর বাগান থেকে। গোলাপ দিয়ে খুবই চমৎকার বাগান তৈরি করেছেন তিনি। আর তার এই বাগানে গোলাপ ছাড়া অন্য কোন ফুলের গাছ নেই, শুধু গোলাপ আর গোলাপ। বিভিন্ন ভ্যারাইটির গোলাপের গাছগুলো এখানে দেখতে পেলাম। তার এই বাগান দেখেই বোঝা যাচ্ছে তিনি কতটা গোলাপ প্রেমিক ও সৌখিন মানুষ। হ্যাঁ বন্ধুরা তার বাগানের এই গোলাপের ফুলগুলো আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

IMG_8457.jpeg

দেখুন এই ফুলের কালারটি, কত চমৎকার ও আনকমন একটি কালার।

IMG_8459.jpeg

এটি কমন লাল গোলাপ।

IMG_8515.jpeg

IMG_8514.jpeg

এই গোলাপগুলোও কমন, প্রায়ই আশপাশে দেখা যায়।

IMG_8519.jpeg

IMG_8520.jpeg

চমৎকার হলুদ গোলাপের সাথে দুই রঙের কম্বিনেশনে দেখুন আরও একটি গোলাপ, এটিও অনেক সুন্দর।

IMG_8517.jpeg

IMG_8518.jpeg

দেখুন কত চমৎকার লাগছে দূর থেকে ফুলগুলো।

IMG_8521.jpeg

লাল গোলাপ।

IMG_8522.jpeg

IMG_8525.jpeg

IMG_8526.jpeg

দেখুন এই গাছগুলো ভর্তি শুধু ফুল আর ফুল, একটি দুটি ফুল ধরে নি সেখানে।

IMG_8527.jpeg

IMG_8528.jpeg

IMG_8531.jpeg

IMG_8524.jpeg

IMG_8458.jpeg

অনেক দূরে দেখুন সাদা গোলাপও দেখা যাচ্ছে। এই গাছটি অনেক দূরে ছিল তাই কাছ থেকে ফটো নিতে পারিনি।

ফুল আসলেই শান্তি ও মনে আনন্দের প্রতীক। এমন একটি বাগান যদি থাকে তাহলে কার মন খারাপ থাকে বলুন? আজ তাহলে এতোটুকুই, আশা করি আমার নেয়া ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লেগেছে।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 last month 

আগে কেবল লাল গোলাপই দেখা যেতো। তবে এখন কত রং এর যে গোলাপ দেখা যায় তার কোন হিসাব নেই। তবে লাল গোলাপ সব সময়ই সুন্দর। যাইহোক বেশ সুন্দর হয়েছে ফটোগ্রাফিগুলো। সব চেয়ে ভালো লাগলো আপনার ফটোগ্রাফির মাধ্যমে অনেক রং এর গোলাপ দেখতে পেলাম বলে। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 last month 

আপনার ভাসুরের প্রতিবেশীর বাগান থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপু। গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছি। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

কোনটা ছেড়ে কোনটা নিয়ে লিখবো। সব গুলো ফুলের ফটোগ্রাফি তো হৃদয় ছোঁয়ে গেছে। তবে প্রথম ফটোগ্রাফির কালারটি বেশি সুন্দর লেগেছে।

 last month 

এত সুন্দর সুন্দর গোলাপ দেখে চোখ ফেরানো যাচ্ছে না। এত সুন্দর সুন্দর রংয়ের গোলাপ ফুল দেখে ভীষণ ভালো লাগছে। বাড়িতে এমন ফুলের বাগান থাকলে ভীষণ ভালো লাগে। বাড়ির পরিবেশটাই একদম পাল্টে যায়। বেশ ভালো লাগলো এত সুন্দর কিছু গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে।

 last month 

সত্যি ই আপু চমৎকার ফুল গুলো।আপনার ভাসুরের প্রতিবেশীটি সত্যি ই সৌখিন মানুষ। এতো এতো গোলাপ দেখে মুগ্ধ হয়ে গেলাম।সুন্দর সুন্দর ফুল গুলো দেখে অনেক বেশী ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ চমৎকার গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেয়ার জন্য।

Absolutely stunning, @tangera! What a vibrant and joyful post! Your flower photography from England is a breath of fresh air. It's clear that the neighbor has cultivated a rose paradise and your iPhone 15 Pro Max captured the diverse colors and varieties so beautifully. The shot with the yellow and two-toned rose combination is especially striking!

Your narrative paints a picture of England's flower-filled landscapes and the passion people have for gardening. It's wonderful that you shared these moments from your Eid visit. Thank you for bringing a piece of that floral beauty to the Steemit community. Upvoted and resteemed! I'm eager to see more of your photographic adventures. Keep shining!

 last month 

Thank you.