ভিডিওগ্রাফিঃ- একটি ফুল বাগানের ভিডিও।

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন বন্ধুরা,

আশা করি আপনারা সকলেই ভাল আছেন। প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটি @amarbanglablog সকল ব্লগার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন। নিশ্চয় আমিও ভাল আছি পরিবার পরিজনকে নিয়ে। দিনশেষে অনেক বেশি ভালো লাগে যখন আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সময় দিতে পারি। সবচেয়ে বেশি ভালো লাগে যখন বাংলা ভাষায় ব্লগিং করতে পারি। ফেব্রুয়ারি মাস আমাদের জাতির অনেক আনন্দের একটি দিন। অনেক শোকাহত একটি দিন। যেহেতু এই দিনে আমরা অর্জন করেছি মাতৃভাষা বাংলা ভাষায় কথা বলার অধিকার। সেই সাথে আমরা হারিয়েছি অনেক ভাষা সৈনিকদেরকে যারা ভাষার জন্য শহীদ হয়েছেন তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। বন্ধুরা প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ভিন্ন টপিকস নিয়ে আপনাদের সাথে শেয়ার করার।

d2.jpg
Location

আজকে আমি আবার উপস্থিত হয়েছি আপনাদের সাথে ভিন্ন একটি টপিক্স তুলে ধরার। আশা করি আমার আজকের টপিকস আপনাদের কাছে ভালই লাগবে। প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করার। তাই আজকে আমি আবার উপস্থিত হয়েছি একটি ভিডিওগ্রাফি নিয়ে। আপনারা তো অবশ্যই জানেন আমি প্রতি সপ্তাহে একটি করে ভিডিওগ্রাফি শেয়ার করি। বিশেষ করে আমি শেয়ার করি ফুল বাগানের ভিডিও গুলো। যেগুলো আমার কাছে করতে অনেক বেশি ভালো লাগে। যখন আমি ফুলের ফটোগ্রাফি গুলো করি তখন সুন্দর পরিবেশ হলে ফুলের ভিডিও গুলো করার চেষ্টা করি।

d1.jpg
Location

এই ভিডিওগ্রাফি বেশ কিছুদিন আগের করা। যদিও ফোনের গ্যালারিতে ছিল আমি চেষ্টা করেছি সেই ভিডিওগ্রাফি আপনাদের সাথে শেয়ার করার। আপনারা তো জানেন আমি বাচ্চাদেরকে নিয়ে প্রায় সময় বের হই। সময় সুযোগ পেলেই বাচ্চাদেরকে নিয়ে বের হওয়ার চেষ্টা করি। সেই সুবাদে বিভিন্ন ধরনের ফটোগ্রাফির পাশাপাশি ভিডিওগুলো করার চেষ্টা করি। আজকে আমি যে ফুলের বাগানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তা একটি পার্ক থেকে নেওয়া। এই পার্কে আমি প্রায় সময় যাওয়া আশা করি। যেহেতু পার্কটি আমাদের টাউনের ভিতরে রয়েছে। তাছাড়াও বিকেল বেলায় খুব সুন্দর একটি পরিবেশ কাটানো যায়। বাচ্চারা সুন্দরভাবে আনন্দের সাথে খেলাধুলা করতে পারে।

d.jpg
Location

তাছাড়া ও ইচ্ছে করলে সেখান থেকে কিছু ফটোগ্রাফি নেওয়া সম্ভব হয়। চেষ্টা করলে ভিডিও নেওয়া সম্ভব হয়। আমি সেখান থেকে মূলত সাদা বাগান বিলাস ফুলের ভিডিওগ্রাফি সংগ্রহ করেছিলাম। তাছাড়াও আমি ভিডিও সংগ্রহ করেছিলাম নয়ন তারা ফুলের ভিডিওগ্রাফি। দুইটি ভিডিও ক্লিপ নিয়ে মূলত আমি আজকের ভিডিওটি শেয়ার করেছি। দুইটি ফুলের ভিডিও আমার কাছে খুব ভালো লেগেছিল। আশা করি ভিডিওগ্রাফি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা শেয়ার করে নেওয়া যাক—--

ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন

প্রিয় বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। কারণ এমন সুন্দর একটি মুহূর্ত কারো ভালো না লেগে থাকতে পারে না। তাই চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার। তো কেমন লেগেছে আমার আজকের ভিডিও? মতামত দিয়ে জানালে বেশ ভালোই লাগবে। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ভিডিওগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিও এডিটিং@samhunnahar
Location-ককস বাজার গণপূর্ত উদ্যান


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখার জন্য।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

New_Benner_ABB1.png

New_Benner_ABB-66.png

Sort:  
 2 years ago 

আপনি পার্ক থেকে চমৎকার ভিডিও করলেন। পার্কের ভিতরে ফুলের গাছগুলো দেখতেও ভালো লাগে। আর নয়নতারা ফুল আমার প্রিয়। 🌼

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য।

 2 years ago 

সুযোগ পেলেই আপনি বাইরে ঘুরতে যান,আপনার বাচ্চাদের নিয়ে। আর অনেক সুন্দর একটি জায়গায় ঘুরেছেন। সেখানকার ভিডিও করেছেন ফুলগুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আর ভিডিওটা অনেক সুন্দর হয়েছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জি ভাইয়া সময় সুযোগ পেলেই চলে যায় বাইরে ঘুরার জন্য। ভিডিওতে দেখেছেন ভালো লাগলো।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি গুলো সকাল বেলায় দেখে ভীষণ ভালো লাগলো। নয়নতারা আমার পছন্দের একটি ফুল। ভিডিওটির মধ্যে সাদা ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। অনেক ধন্যবাদ আপনাকে আপু। সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার কাছেও ভীষণ ভালো লাগে ভাইয়া নয়ন তারা ফুল। সময় দিয়ে ভিডিওটি দেখলেন ধন্যবাদ।

 2 years ago 

সাদা বাগান বিলাস আর নয়ন তারা ফুলের ভিডিওগ্রাফি টি দেখে অনেক ভালো লাগলো ৷ আশা করি পার্কের ভিতরে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন ৷ সেই সাথে ভিডিওগ্রাফি টি বেশ চমৎকার ছিল ৷

অসংখ্য ধন্যবাদ আপু

 2 years ago 

প্রায় সময় চেষ্টা করি ভিডিও শেয়ার করার। অনেক ভালো লাগে যখন আপনার অনেক বেশি অনুপ্রাণিত করেন আমাকে।

 2 years ago 

সুন্দর কিছু দেখলে আমার ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে।আজকে আপনিও দেখছি সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রা ও ভিডিওগ্রাফি করেছেন। পার্কে গিয়ে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন। আপনার কাটার সুন্দর কিছু মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলছেন ভাইয়া ফটোগ্রাফির ক্যাটাগরির মধ্যে ফুলের ফটোগ্রাফি বেশ ভালো লাগে। তবে আমার ক্ষেত্রে ভিডিও নিতে আরও বেশি ভালো লাগে।

 2 years ago 

আপু আপনি প্রতিসপ্তাহে একটি করে ভিডিও শেয়ার করেন জেনে খুশি হলাম। আপনি বেশির ভাগ সময় ফুলের ভিডিও শেয়ার করেন আর আপনার ভিডিওগুলো সবসময়ই আমার কাছে অনেক ভালো লাগে।আজকে আপনি পার্ক থেকে দু'টো ফুলের খুব সুন্দর ভিডিও করেছেন। নয়নতারা ফুলের ভিডিওগ্ৰাফি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিও শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু প্রতি সপ্তাহে একটা করে ভিডিও শেয়ার করে থাকি। তখনই সবচেয়ে বেশি ভালো লাগে যখন আপনারা এত সুন্দর উৎসাহ দেন আমাকে।