Flower Photo

in #flowerrlast year

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ।আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সবার সুস্থতা কামনা করে আমি একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি। আপনাদের কাছে যদি আমার ফুলের ফটোগ্রাফি ভালো লেগে থাকে তাহলে মন্তব্য করে জানাতে ভুলবেন না কিন্তু।

আমি একদিন আমাদের বাড়ির পাশে একটাবার পেয়ে গিয়েছিলাম এক দরকারি। ওখানে গিয়ে দেখি ওদের বাড়ির সামনে একটা ফুল গাছ গাছ টি দেখে আমি তার ফটোগ্রাফি করে ফেললাম ।আমার কাছে অনেক বেশি ভালো লাগলো তার জন্য। ফুল গাছটি আসলে অনেক সুন্দর ছিল ।আমি এ ফুল গাছটি দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। ফুল গাছটির পরিবেশটা অনেক সুন্দর ছিল।

20230912_105839.jpg

20230912_105836.jpg

20230912_105826.jpg

ফুল গাছটির যে ফটোগ্রাফি করলাম তা অনেক সুন্দর আসছিল । ফুল গাছটির আকার আকৃতি অনেক বেশি সুন্দর ছিল। আমি যেখানে গিয়েছিলাম ওখানে এক জন কে জিজ্ঞেস করছিলাম এ ফুল গাছটি অনেক সুন্দর ছিল তাই না ও বলতেছে হুম ফুল গাছটি অনেক সুন্দর । ওনি বলতেছে আমার কাছে ভালো লাগে বলে আমি এ ফুল গাছটি এখানে এনে লাগাইছি।

আমি বলতেছি আমাকে একটা ফুল গাছ দিবেন আমি আমার বাড়িতে গিয়ে লাগাইবো। আমার কাছে অনেক বেশি ভালো লাগলো তাই জন্য । ওনি বলতেছে আচ্ছা দিবো তুমি বাড়িতে গিয়ে লাগাই ও। তার পর আমি বলতেছি আমার কাছে এ ফুল গাছটি দেখে আমার চোখ জুড়ে গেছে৷ ফুলটি দেখে আমার অসাধারণ সুন্দর লেগেছে । এক কথায় চমৎকার লাগলো।

তাহলে বন্ধুরা আপনাদের কাছে আমার ফুলের ফটোগ্রাফি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে মন্তব্য করে জানাতে ভুলবেন না কিন্তু আমি অধিক আগ্রহে বসে রইলাম। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন।

পোস্টের বিবরণ:-
বিভাগপোস্ট।
ডিভাইসrealme
বিষয়ব্লগ
লোকেশনঢাকা, বাংলাদেশ।
কভার@username91

_
_

🙎‍♂️ "চলুন পরিচিত হয়েনি " 🙎‍♂️
FB_IMG_15815213031904387.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @username91 আমি একজন বাংলাদেশী। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আমার শখের বিভিন্ন সেট আছে যা আমাকে সৃজনশীলভাবে নিযুক্ত রাখে এবং শারীরিকভাবে সক্রিয় রাখে। আমি ভিডিও গেম খেলতে ভালোবাসি, যা আমাকে বিভিন্ন জগতে এবং চ্যালেঞ্জের মধ্যে ডুব দিতে দেয়। ক্রিকেট আমার আরেকটি আবেগ; এটি শুধুমাত্র একটি খেলা নয়, ফিট থাকার এবং দলের মনোভাব উপভোগ করার একটি রোমাঞ্চকর উপায়। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির প্রতি আমার ভালবাসা আমাকে ক্যাপচার করতে এবং সুন্দর মুহূর্তগুলি তৈরি করতে দেয়, সাধারণ দৃশ্যগুলিকে অসাধারণ স্মৃতিতে পরিণত করে। আমার ব্লগের মাধ্যমে, আমি আমার গেমিং অভিজ্ঞতা, ক্রিকেট অ্যাডভেঞ্চার, এবং ভিজ্যুয়াল গল্প বলা, অনুপ্রাণিত করার আশায় এবং অন্যদের সাথে যারা একই ধরনের আগ্রহ শেয়ার করে তাদের সাথে সংযোগ স্থাপন করি।আল্লাহ হাফেজ। 💥