"কৃষ্ণসায়র ফুলমেলা"(সাদা চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি পর্ব: 27)

in আমার বাংলা ব্লগ16 hours ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

"কৃষ্ণসায়র ফুলমেলা"

সাদা চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি পর্ব: 27

GridArt_20250726_134849045.jpg

কৃষ্ণসায়র ফুলমেলা,যেটি বর্ধমানে অবস্থিত।এই ছবিগুলো সংগ্রহ করেছিলাম আমি ওই শীতকালের ফুলমেলা থেকেই।আসলে এটি ফুলের মেলা হলেও নানান আকর্ষণীয় বিষয় দেখার মতো ছিল।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে এই ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই মিলনমেলার মধ্যে আবার হরেক রকমের ফুলের পাশাপাশি চন্দ্রমল্লিকা ফুলও ছিল।যেখান থেকে আমি আজ শুধু সাদা রঙের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি।তো আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আমার আজকের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফিগুলির আয়োজন।তো চলুন শুরু করা যাক---

সাদা চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি:

IMG_20250726_134347.jpg

শীতকালের অতি পরিচিত ও জনপ্রিয় একটি ফুল চন্দ্রমল্লিকা এই ফুলের যেমন অনেকগুলো প্রজাতি রয়েছে তেমনি বিভিন্ন রঙের হয়ে থাকে। এই ফুল বাণিজ্যিকভাবে চাষাবাদ হয়ে থাকে।দেশি ও হাইব্রিড প্রজাতির চন্দ্রমল্লিকা ফুল হয়ে থাকে।

IMG_20250726_134214.jpg

চন্দ্রমল্লিকা ফুলগুলো টবে খুব ভালোভাবে জন্মে।একটি গাছে প্রচুর পরিমানে ফুল ফোটে।এই ফুলগুলো অনেক দিন পর্যন্ত সতেজ থাকে আর দিন যাওয়ার সঙ্গে সঙ্গে ফুলের রং পরিবর্তন হতে থাকে।অনেকগুলো পাপড়ির সমন্বয়ে গঠিত হয় বলে চন্দ্রমল্লিকা ফুলগুলো খুবই আকর্ষণীয় দেখতে হয়।এইজন্য আমার কাছে এই ফুল খুবই প্রিয়।

IMG_20250726_134144.jpg

IMG_20250726_134449.jpg

এই ফুল গাছে ২০ থেকে ২৫ দিন তাজা থাকে৷এই ফুলের ডাল কাটিং করেও লাগানো যায়।আর দীর্ঘদিন টিকে থাকে ফুল গাছগুলো।এখানে আমি সাদা রঙের চন্দ্রমল্লিকা ফুলের কিছু ছবি শেয়ার করেছি।কিন্তু সাদা রঙের হলেও আবার বেশ কিছু ভিন্নতা রয়েছে ফুলের মাঝে।

IMG_20250726_134251.jpg

এখানে ভিতর-বাইরে সাদা রঙের ফুল যেমন রয়েছে,তেমনি সাদা রঙের পাপড়িযুক্ত ভিতরে কাঁচা হলুদ ও গেরুয়া রং বিশিষ্ট ফুলও রয়েছে।তাছাড়া হাইব্রিড প্রজাতির একটি চন্দ্রমল্লিকা ফুলও রয়েছে এখানে।যেটি শুধুমাত্র একটি গাছে একটি মাত্র ফুল ফুটে থাকে এবং সরু পাপড়িগুলি নুডুলসের মতো দেখতে অনেকটা।

IMG_20250726_134310.jpg

IMG_20250726_134329.jpg

এই ফুলগুলির ভিতরের যে মাঝখানের অংশটি রয়েছে সেটি দেখতে অনেকটাই ডিমের কুসুমের মতোই লাগছিলো।তাছাড়া এখানে ফুলের প্রতিযোগিতা হচ্ছিলো, তাই এখানে অনেক ফুল গাছও প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমানের গোলাপবাগ

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

@green015, what a delightful journey through the Krishnasayar Flower Fair in Bardhaman! Your photographs of the white Chandramallika flowers are simply stunning. The way you've captured the subtle variations in their forms and hues – from the pure white to the ones with a hint of yellow and the unique "noodle-like" hybrid – is truly captivating.

It's wonderful to hear about the joint effort between Bardhaman University and the Krishnasayar Utsav Committee in organizing such a vibrant fair, showcasing agriculture, industry, art, and, of course, those gorgeous flowers! Thank you for sharing this slice of Bardhaman with us, and inspiring others to appreciate the beauty around them. What other types of flowers were on display? I'm keen to see more from you!