"কৃষ্ণসায়র ফুলমেলা"(বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি পর্ব: 30)
নমস্কার
"কৃষ্ণসায়র ফুলমেলা"
বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি পর্ব: 30
কৃষ্ণসায়র ফুলমেলা,যেটি বর্ধমানে অবস্থিত।এই ছবিগুলো সংগ্রহ করেছিলাম আমি ওই শীতকালের ফুলমেলা থেকেই।আসলে এটি ফুলের মেলা হলেও নানান আকর্ষণীয় বিষয় দেখার মতো ছিল।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে এই ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই মিলনমেলার মধ্যে আবার হরেক রকমের ফুলও ছিল।যেখান থেকে আমি আজ বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি।তো আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আমার আজকের ফুলের ফটোগ্রাফিগুলির আয়োজন।তো চলুন শুরু করা যাক---
বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি:
এটি হচ্ছে গাঁদা ফুল গাছ।এই গাঁদা ফুলগুলি আমাদের দেশি গাঁদা ফুলের তুলনায় একটু ভিন্ন।হলুদ রঙের মাঝে মেরুন রংটি দারুণভাবে ফুটে উঠেছে।তাছাড়া একটি ছোট্ট গাছে প্রচুর পরিমানে গাঁদা ফুল ধরে থাকে এবং পাতাগুলো খুবই সরু হয়ে থাকে।
এটি হচ্ছে ক্যালেন্ডুলা ফুল।যেটি খুবই জনপ্রিয় একটি ফুল, যা শীতকালে ফোটে।এছাড়া এর ঔষধি গুণাবলীও রয়েছে।ক্যালেন্ডুলা ফুল হলুদ বা কমলা রঙের হয়ে থাকে।ফুলের মাঝের অংশটি আমার কাছে বেশ ভালো লেগেছে।এটি বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করে।
এটি একটি অজানা ফুল।তবে ফুলগুলি অনেক ইউনিক ছিল।এক একটি ফুল অনেক বড় আকারের ছিল।মনে হচ্ছিলো ছোট ছোট ফুলগুলি একটির সঙ্গে আরেকটি জোড়া লাগানো।তাছাড়া লাল রঙের উপর গাড় খয়েরী রংয়ের হওয়াতে খুবই সুন্দর দেখতে লাগছিলো।
এই ফুল গাছটি আমি জীবনের প্রথম দেখলাম।ফুলগুলি নিচের দিকে মুখ করে ঝুলে ছিল বেগুনের বোঁটার মতোই।আর ফুল গাছটি অনেক বড় ছিল, মানুষ শুধুই চেয়ে চেয়ে দেখছিলো আর ছবি তুলেছিলো।যেহেতু গাছগুলো বেশ বড় তাই ব্যালেন্স ধরে রাখার জন্য একটি করে লাঠি বেঁধে দেওয়া ছিল প্রতিটি গাছের সঙ্গে।
এটি হচ্ছে ফেন্সি ফুল।আবার একে কেউ কেউ পানসি,প্যানসি, পানজি ফুল নামেও চিনে থাকেন।এই ফুলগুলি বিভিন্ন রঙের হয়ে থাকে।তবে সংকর জাতীয় হওয়াতে বেশি আকর্ষিত করে মানুষকে।এটি একটি বহুবর্ষজীবী উদ্ভিদ, যা বাগানের শোভা বর্ধনের জন্য লাগানো হয়।এই ফুলের ভিতরে প্রজাপতির মতো আকৃতি অঙ্কিত থাকে।
এটি হচ্ছে মোরগঝুঁটি ফুল।যেটিও অনেক রঙের হয়ে থাকে।যদিও এটি ছোট প্রজাতির মোরগ ফুল।এই ফুলের পাতাগুলো বেশ রঙিন ও আকর্ষণীয় হয়ে থাকে।সাদা,হলুদ, লাল,খয়েরী এবং গোলাপি রঙের হয়ে থাকে মোরগ ফুলগুলি।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমানের গোলাপবাগ |
আমার পরিচয় |
---|
সত্যিই আপনার ভিন্ন ভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি গুলি দেখে একেবারে হৃদয় এবং নয়ন জুড়িয়ে গেল। নিচের দিকে মুখ করে ঝুলে থাকা ফুলগুলি আরো দারুন দেখাচ্ছে। আমিও এই ফুলকে এইবার প্রথম দেখলাম। সব মিলিয়ে আপনার ফটোগ্রাফি পোস্টটি দারুন লেগেছে আমার কাছে।
আপনার অনুভূতি জেনে খুশি হলাম, ধন্যবাদ আপনাকে।
টুইটার লিংক
দারুন দারুন সব ফুলের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো আপু। ফুল গুলো দেখতেও খুবই সুন্দর। আর এই সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ আপু।