"কৃষ্ণসায়র ফুলমেলা"(বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি পর্ব: 35)

in আমার বাংলা ব্লগ3 days ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

"কৃষ্ণসায়র ফুলমেলা"

বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি পর্ব: 35

GridArt_20250908_070112320.jpg

কৃষ্ণসায়র ফুলমেলা,যেটি বর্ধমানে অবস্থিত।এই ছবিগুলো সংগ্রহ করেছিলাম আমি ওই শীতকালের ফুলমেলা থেকেই।আসলে এটি ফুলের মেলা হলেও নানান আকর্ষণীয় বিষয় দেখার মতো ছিল।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে এই ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই মিলনমেলার মধ্যে আবার হরেক রকমের ফুলের পাশাপাশি চন্দ্রমল্লিকা ফুলও ছিল।যেখান থেকে আমি আজ বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি।তো আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আমার আজকের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফিগুলির আয়োজন।তো চলুন শুরু করা যাক---

বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি:

IMG_20250908_065601.jpg

শীতকালের অতি জনপ্রিয় একটি ফুল হচ্ছে চন্দ্রমল্লিকা।যেহেতু আমি মেলায় গিয়েছিলাম সেহেতু এত এত চন্দ্রমল্লিকা ফুল ছিল সেখানে যেন মনে হচ্ছিলো চন্দ্রমল্লিকা ফুলের রাজ্যে পদার্পণ করেছি।কিংবা চন্দ্রমল্লিকা ফুল বাগানে প্রবেশ করেছি আমি।কিন্তু এই ফুলগুলি একেক।জন একেক জায়গা থেকে এনে বসিয়ে রেখেছিলো এখানে।

IMG_20250908_065637.jpg

চন্দ্রমল্লিকা ফুলগুলি বাণিজ্যিকভাবে চাষাবাদ হয়ে থাকে।দেশি ও হাইব্রিড প্রজাতির চন্দ্রমল্লিকা ফুল হয়ে থাকে।তবে এই ফুলগুলি দেশি প্রজাতির।যেগুলো একটি গাছে অসংখ্য ফুল ফুটে থাকে।আর এত বেশি ফুল হয়ে থাকে মনে হয় যেন বড়সড় তোড়া/বগির মতোই।এই ফুলগুলো টবে খুব ভালোভাবে জন্মে।

IMG_20250908_065616.jpg

এটি যেহেতু প্রতিযোগিতা হচ্ছিলো ফুলের।তাই অনেক ফুল অনেক স্থানও পেয়েছিলো।এই ফুলগুলো অনেক দিন পর্যন্ত সতেজ থাকে আর দিন যাওয়ার সঙ্গে সঙ্গে ফুলের রং পরিবর্তন হতে থাকে।অনেকগুলো রঙের ও পাপড়ির সমন্বয়ে গঠিত হয় বলে চন্দ্রমল্লিকা ফুলগুলো খুবই আকর্ষণীয় দেখতে হয়।এইজন্য আমার কাছে এই ফুল খুবই প্রিয়।এই ফুলের ডাল কাটিং করেও লাগানো যায়।

IMG_20250908_065652.jpg

এই চন্দ্রমল্লিকা ফুলগুলি সাদা,হলুদ,কমলা ও গোলাপি রঙের বেশি ছিল।ফুলগুলির পাশে দড়ি টাঙানো ছিল, যাতে মানুষ ভিতরে প্রবেশ করে ফুলের কোনো ক্ষতি করতে না পারে।অর্থাৎ ফুল না ছুঁয়েই দূর থেকে উপভোগ করছিলো সবাই এর সুন্দরতাকে।

IMG_20250908_065717.jpg

এই ফুলগুলি এতটাই ধরে থাকে যে গাছগুলোতে লাঠি বাঁধার প্রয়োজন হয়েছিলো।এই ফুলগুলির পাপড়ি কোনো কোনোটি গোল আবার সরু আকৃতির ছিল।এখানে বেশিরভাগ চন্দ্রমল্লিকা ফুল-ই একতারা ও অনেকগুলো পাপড়িযুক্ত ছিল।যেগুলো বেশ সতেজ ও আকর্ষণীয় ছিল দেখতে।

IMG_20250908_065548.jpg


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমানের গোলাপবাগ

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।